ETV Bharat / city

"উপরে ভগবান রয়েছে", বৈশাখির কলেজ ছাড়ার ঘোষণার পর বললেন রত্না

author img

By

Published : Aug 8, 2019, 10:18 AM IST

Updated : Aug 8, 2019, 1:14 PM IST

বৈশাখি বন্দ্যোপাধায়ের সাংবাদিক বৈঠক প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দেন রত্না চট্টোপাধ্যায় ৷ জানান, বৈশাখি তাঁদের নামে কিছু বলেলনি ৷ এযাত্রায় তিনি ও তাঁর বাবা বেঁচে গেছেন ৷

বৈশাখি বন্দ্যোপাধায়

কলকাতা, 8 অগাস্ট : আল আমিন কলেজের টিচার-ইন-চার্জের পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এমনকি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তোলেন ৷ এবিষয়ে রত্না চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, "উপরে ভগবান রয়েছে, সবাইকে এই দিনগুলো দেখতে হবে ।"

আরও পড়ুন : হেনস্থার অভিযোগ তুলে পদত্যাগ বৈশাখির, কেঁদে ফেললেন সাংবাদিক বৈঠকে

গতকাল শোভন চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন বৈশাখি ৷ দাবি করেন, সাম্প্রদায়িক উসকানিমূলক কাজ করা হচ্ছে ৷ পুরো কাজটাই করা হচ্ছে শিক্ষামন্ত্রীর নির্দেশে ৷ তাঁর অভিযোগ, শিক্ষামন্ত্রীকে এমন কাজ করতে না কি নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পদত্যাগের কথা ঘোষণা করার সময় আবেগপ্রবণ হয়ে সাংবাদিকদের সামনে কেঁদেও ফেলেন বৈশাখি ৷ তবে পাশে থাকলেও গতকাল কোনও কথা বলতে দেখা যায়নি শোভনবাবুকে ৷

আরও পড়ুন : বৈশাখির অভিযোগে আমার কাছে দুঃখজনক : পার্থ

এবিষয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, "হঠাৎ কান্নাটা কী কারণে? কেউ কোনও কারণ খুঁজে পাইনি । আমরা যারা টিভিতে দেখেছি, আমরাও কারণ খুঁজে পাইনি । এই মহিলার বিষয়ে মুখ খুলতে নিজেকে ছোটো বলে মনে হয় । যখন শুনলাম সাংবাদিক সম্মেলন করবে, ভাবলাম আমি আবার বিঁধতে চলেছি ।" একপর স্বস্তির হাসি হেসে বলেন, "যাক, এযাত্রায় আমি আর আমার বাবা বেঁচে গেছি । আমাদের কিছু বলেনি । এই যাত্রায় আমরা রক্ষা পেয়েছি । মমতাদি ও পার্থ দা-কে দিয়েছে । উপরে ভগবান রয়েছে, সবাইকে দিনগুলো দেখতে হবে ৷ "

কলকাতা, 8 অগাস্ট : আল আমিন কলেজের টিচার-ইন-চার্জের পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এমনকি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তোলেন ৷ এবিষয়ে রত্না চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, "উপরে ভগবান রয়েছে, সবাইকে এই দিনগুলো দেখতে হবে ।"

আরও পড়ুন : হেনস্থার অভিযোগ তুলে পদত্যাগ বৈশাখির, কেঁদে ফেললেন সাংবাদিক বৈঠকে

গতকাল শোভন চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন বৈশাখি ৷ দাবি করেন, সাম্প্রদায়িক উসকানিমূলক কাজ করা হচ্ছে ৷ পুরো কাজটাই করা হচ্ছে শিক্ষামন্ত্রীর নির্দেশে ৷ তাঁর অভিযোগ, শিক্ষামন্ত্রীকে এমন কাজ করতে না কি নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পদত্যাগের কথা ঘোষণা করার সময় আবেগপ্রবণ হয়ে সাংবাদিকদের সামনে কেঁদেও ফেলেন বৈশাখি ৷ তবে পাশে থাকলেও গতকাল কোনও কথা বলতে দেখা যায়নি শোভনবাবুকে ৷

আরও পড়ুন : বৈশাখির অভিযোগে আমার কাছে দুঃখজনক : পার্থ

এবিষয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, "হঠাৎ কান্নাটা কী কারণে? কেউ কোনও কারণ খুঁজে পাইনি । আমরা যারা টিভিতে দেখেছি, আমরাও কারণ খুঁজে পাইনি । এই মহিলার বিষয়ে মুখ খুলতে নিজেকে ছোটো বলে মনে হয় । যখন শুনলাম সাংবাদিক সম্মেলন করবে, ভাবলাম আমি আবার বিঁধতে চলেছি ।" একপর স্বস্তির হাসি হেসে বলেন, "যাক, এযাত্রায় আমি আর আমার বাবা বেঁচে গেছি । আমাদের কিছু বলেনি । এই যাত্রায় আমরা রক্ষা পেয়েছি । মমতাদি ও পার্থ দা-কে দিয়েছে । উপরে ভগবান রয়েছে, সবাইকে দিনগুলো দেখতে হবে ৷ "

Intro:ওপরে ভগবান রয়েছে, সবাইকে এই দিন গুলো দেখতে হবে : রত্না চট্টোপাধ্যায়


কলকাতা, ৭ অগাষ্ট : ওপরে ভগবান রয়েছে । সবাইকে এই দিন গুলো দেখতে হবে। আজ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইটিভি ভারতের কাছে এমনই প্রতিক্রিয়া দিলেন রত্না চট্টোপাধ্যায় । তিনি বলেন, প্রমাণ ছাড়া আমার দলের সুপ্রিমো এবং শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছেন । এ যাত্রায় আমি আর আমার বাবা বেঁচে গেছি। আমাদের কিছু বলেনি। আমরা রক্ষা পেয়েছি।Body:

শোভন চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে আজ রীতিমতো সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একযোগে সরব হয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাদেরকে ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারী বলেও উল্লেখ করেছেন তিনি। সিদ্ধান্ত ঘোষণা করেছেন কলেজ ছাড়ার। এরপর সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন বৈশাখী। এ বিষয়ে মুখ খুললেন শোভন পত্নি রত্না চট্টোপাধ্যায় ‌। বৈশাখীর কান্নাকে কার্যত নাটক বলেই ইঙ্গিত করলেন তিনি। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, 'হঠাৎ কান্নাটা কী কারণে হল কেউ কোনও কারণ খুঁজে পাইনি। আমরা যারা টিভিতে দেখেছি আমরাও কারণ খুঁজে পাইনি। এই মহিলার বিষয়ে মুখ খুলতে নিজেকে ছোট বলে মনে হয়। যখন শুনলাম সাংবাদিক সম্মেলন করবে, ভাবলাম আমি আবার বিঁধতে চলেছি।' স্বস্তির হাসি হেসে রত্না বলেন, 'যাক আমি আর আমার বাবা এই যাত্রায় বেঁচে গেছি। আমাদের কিছু বলেনি। এই যাত্রায় আমরা রক্ষা পেয়েছি। এই যাত্রায় মমতাদি ও পার্থ দাকে দিয়েছে। উপরে ভগবান রয়েছে সবাইকে দিন গুলো দেখতে হবে।'Conclusion:
Last Updated : Aug 8, 2019, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.