কলকাতা, 4 মার্চ : মাদক পাচার কাণ্ডে এবার ভয়ঙ্কর অভিযোগ করলেন পামেলা গোস্বামী ৷ তিনি এই ঘটনায় ফের সরাসরি রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি ৷ বৃহস্পতিবার তিনি দাবি করেন যে রাকেশ সিং তাঁর উপর দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে ৷
মাদক পাচার কাণ্ডে প্রথমে কলকাতা পুলিশের হাতে বিজেপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেফতার হন ৷ তার পর পুলিশ গ্রেফতার করে রাকেশ সিংকে ৷ তবে গ্রেফতার হওয়ার পর থেকেই রাকেশ সিংয়ের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন পামেলা ৷ এদিন আবার হলেন ৷
এদিন তাঁকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ ৷ বিচারক তাঁকে 18 মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন ৷ তার পর আদালত থেকে বের হওয়ার সময় তিনি রাকেশ সিংয়ের বিরুদ্ধে সরব হন ৷ তিনি চিৎকার করে বলতে থাকেন যে জেলের মধ্য থেকেই নিজের প্রভাব খাটানোর চেষ্টা করছেন রাকেশ সিং ৷ তিনি এই নিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানকে মেল করেছেন বলেও দাবি করেছেন পামেলা গোস্বামী ৷
এর পরই তিনি রাকেশ সিংয়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন ৷ এদিন তিনি আবারও দাবি করলেন যে এই ঘটনায় তাঁকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হয়েছে ৷ তবে পুলিশ সূত্রের খবর, হেফাজতে থাকাকালীন পামেলা এই তদন্তে ভালোভাবেই সাহায্য করেছে ।
উল্লেখ্য, পামেলাকে গ্রেফতারের পর থেকেই হইচই পড়েছে রাজ্যের রাজনৈতিক মহলে ৷ ভোটের মুখে পামেলা ও রাকেশ, বিজেপির দুই নেতাকে গ্রেফতারের ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল থেকে বাম-কংগ্রেস ৷ তবে বিজেপির বেশ কয়েকজন নেতা এই বিষয়ে একেক রকম বক্তব্য রেখেছেন ৷ কেউ তৃণমূলের বিরুদ্ধে প্রশাসনকে কাজে লাগিয়ে প্রতিহিংসার অভিযোগ তুলেছেন ৷ আবার কেউ আইন আইনের পথে চলবে বলে দায় এড়িয়েছেন ৷
আরও পড়ুন : যথাসময়ে প্রমাণ দেব, আদালতে প্রবেশের আগে বললেন পামেলা
এদিকে এই ঘটনায় কলকাতা পুলিশ অমৃত সিংকে নামে এক ব্যক্তিকে খুঁজছে ৷ যাঁকে খুঁজে পেলে মাদকপাচার কাণ্ডে আরও অনেক তথ্য সামনে আসবে বলে মনে করছেন গোয়েন্দারা ৷ তাছাড়া রাকেশ সিংয়ের বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে বেশ কিছুটা ডিলিট করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ তাই ওই ফুটেজের ফরেনসিক পরীক্ষা পুলিশ করাবে বলে আগেই জানা গিয়েছিল ৷