ETV Bharat / city

"সারদার টাকা উদ্ধারে তৎপর নয়, CBI রাজীবকে গ্রেপ্তারের চেষ্টায় আছে" - কলকাতা হাইকোর্ট

"সারদার টাকা উদ্ধারের নামে লবডঙ্কা হয়েছে । CBI বেছে বেছে তদন্তকারী অফিসারদের গ্রেপ্তারের চেষ্টায় আছে ।" হাইকোর্টে বললেন রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জি ।

হাইকোর্ট
author img

By

Published : Jul 18, 2019, 2:42 AM IST

কলকাতা, 18 জুলাই : বুধবার থেকে শুরু হয়েছে CBI বনাম রাজীব কুমার মামলার শুনানি । আর প্রথমদিনেই আক্রমণাত্মক রাজীবের আইনজীবী মিলন মুখার্জি । তাঁর প্রশ্ন, "CBI, SEBI ও RBI-এর কত জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ? বারবার কেন রাজীব কুমারকে টার্গেট করা হচ্ছে ?"

গতকাল বিচারপতি মধুমিতা মিত্রর এজলাসে শুরু হয়েছে এই মামলার শুনানি । শুনানি চলাকালীন CBI-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী মিলন মুখার্জি । তিনি বলেন, "সারদার টাকা উদ্ধারের নামে লবডঙ্কা হয়েছে । CBI বেছে বেছে তদন্তকারী অফিসারদের গ্রেপ্তারের চেষ্টায় আছে ।" তিনি আরও বলেন, "রাজ্য সরকারের তৈরি SIT তদন্ত করতে গিয়ে দেখেছে SEBI, RBI-এর একাধিক আধিকারিক সারদা গোষ্ঠীকে বেআইনি সুবিধা পাইয়ে দিয়েছেন । সেই আধিকারিকদের নাম CBI-কে জানানোও হয়েছে । তারপরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি ?"

আজ দুপুর আড়াইটে থেকে এই মামলার ফের শুনানি আছে ।

এর আগে 2 জুলাই রাজীব কুমারের সুরক্ষা কবচ বাড়িয়ে 22 জুলাই পর্যন্ত করে হাইকোর্ট । জানিয়ে দেয়, 22 জুলাই পর্যন্ত রাজীব কুমারকে হেপাজতে নেওয়া যাবে না ।

এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমার মামলা এগিয়ে আনার আবেদন খারিজ হাইকোর্টের

কলকাতা, 18 জুলাই : বুধবার থেকে শুরু হয়েছে CBI বনাম রাজীব কুমার মামলার শুনানি । আর প্রথমদিনেই আক্রমণাত্মক রাজীবের আইনজীবী মিলন মুখার্জি । তাঁর প্রশ্ন, "CBI, SEBI ও RBI-এর কত জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ? বারবার কেন রাজীব কুমারকে টার্গেট করা হচ্ছে ?"

গতকাল বিচারপতি মধুমিতা মিত্রর এজলাসে শুরু হয়েছে এই মামলার শুনানি । শুনানি চলাকালীন CBI-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী মিলন মুখার্জি । তিনি বলেন, "সারদার টাকা উদ্ধারের নামে লবডঙ্কা হয়েছে । CBI বেছে বেছে তদন্তকারী অফিসারদের গ্রেপ্তারের চেষ্টায় আছে ।" তিনি আরও বলেন, "রাজ্য সরকারের তৈরি SIT তদন্ত করতে গিয়ে দেখেছে SEBI, RBI-এর একাধিক আধিকারিক সারদা গোষ্ঠীকে বেআইনি সুবিধা পাইয়ে দিয়েছেন । সেই আধিকারিকদের নাম CBI-কে জানানোও হয়েছে । তারপরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি ?"

আজ দুপুর আড়াইটে থেকে এই মামলার ফের শুনানি আছে ।

এর আগে 2 জুলাই রাজীব কুমারের সুরক্ষা কবচ বাড়িয়ে 22 জুলাই পর্যন্ত করে হাইকোর্ট । জানিয়ে দেয়, 22 জুলাই পর্যন্ত রাজীব কুমারকে হেপাজতে নেওয়া যাবে না ।

এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমার মামলা এগিয়ে আনার আবেদন খারিজ হাইকোর্টের

Intro:শুরু হলো রাজীব কুমার মামলার শুনানি Body:
মানস নস্কর---


সারদা চিটফান্ডের টাকা উদ্ধারের ব্যাপারে তৎপরতা নেই, সিবিআই রাজীব কুমারকে গ্রেপ্তারের চেষ্টায় আছে -হাইকোর্টে বললেন রাজীব কুমারের আইনজীবী

কলকাতা ১৭ জুলাইঃ
সারদা চিটফান্ডের টাকা উদ্ধারের নামে লবডঙ্কা সিবিআই এখন বেছে বেছে কয়েকজন তদন্তকারী অফিসারকে গ্রেপ্তার করার চেষ্টায় আছে। রাজীব কুমার মামলার শুনানিতে আজ রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখার্জি এই কথা বললেন বিচারপতি মধুমতী মিত্রর সিংগল বেঞ্চে। আজ থেকেই শুরু হলো রাজীব কুমার সংক্রান্ত মামলার শুনানি। আগামীকাল বেলা ২.৩০ মিনিটে আবার শুনানি।

এর আগে ২ জুলাই রাজীব কুমারের সুরক্ষা কবচ বাড়িয়ে ২২জুলাই পর্যন্ত করে হাইকোর্ট। সিবিআই ২২ জুলাই পর্যন্ত হেফাজতে নিতে পারবে না রাজীব কুমারকে।

এর আগে রাজীব কুমারের আবেদনের ভিত্তিতে গত ৩০ মে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি নির্দেশে দেন,, আগামী একমাস অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই। তবে সারদা চিটফান্ড মামলার তদন্তে সিবিআইয়ের সাথে রাজীব কুমারকে পূর্ন সহজোগিতা করতে হবে। হাইকোর্ট আরো জানায় , ইতিমধ্যে তিনি কলকাতার বাইরে যেতে পারবেন না।পাসপোর্ট সিবিআই অফিসে জমা রাখতে হবে। প্রতিদিন সিবিআই অফিসারের সামনে হাজিরা দিতে হবে।কলকাতার একটি স্থায়ী ঠিকানায় থাকতে হবে।সেই ঠিকানা সিবিআইকে জানাতে হবে।সিবিআই এর কোন অফিসার প্রতিদিন বিকেলে তার বাড়িতে গিয়ে হাজিরা নিয়ে আসবেন।

এরপর একাধিকার সিবিআইয়ের তরফে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে আদালতে। কারন সারদা চিটফান্ডের তদন্তে গতি আনার জন্য রাজীব কুমারকে প্রয়োজন বলে একাধিক বার জানিয়েছে সিবিআই । যদিও হাইকোর্ট সেই আবেদনে সাড়া দেয়নি। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.