কলকাতা, 18 জুলাই : বুধবার থেকে শুরু হয়েছে CBI বনাম রাজীব কুমার মামলার শুনানি । আর প্রথমদিনেই আক্রমণাত্মক রাজীবের আইনজীবী মিলন মুখার্জি । তাঁর প্রশ্ন, "CBI, SEBI ও RBI-এর কত জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ? বারবার কেন রাজীব কুমারকে টার্গেট করা হচ্ছে ?"
গতকাল বিচারপতি মধুমিতা মিত্রর এজলাসে শুরু হয়েছে এই মামলার শুনানি । শুনানি চলাকালীন CBI-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী মিলন মুখার্জি । তিনি বলেন, "সারদার টাকা উদ্ধারের নামে লবডঙ্কা হয়েছে । CBI বেছে বেছে তদন্তকারী অফিসারদের গ্রেপ্তারের চেষ্টায় আছে ।" তিনি আরও বলেন, "রাজ্য সরকারের তৈরি SIT তদন্ত করতে গিয়ে দেখেছে SEBI, RBI-এর একাধিক আধিকারিক সারদা গোষ্ঠীকে বেআইনি সুবিধা পাইয়ে দিয়েছেন । সেই আধিকারিকদের নাম CBI-কে জানানোও হয়েছে । তারপরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি ?"
আজ দুপুর আড়াইটে থেকে এই মামলার ফের শুনানি আছে ।
এর আগে 2 জুলাই রাজীব কুমারের সুরক্ষা কবচ বাড়িয়ে 22 জুলাই পর্যন্ত করে হাইকোর্ট । জানিয়ে দেয়, 22 জুলাই পর্যন্ত রাজীব কুমারকে হেপাজতে নেওয়া যাবে না ।
এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমার মামলা এগিয়ে আনার আবেদন খারিজ হাইকোর্টের