ETV Bharat / city

কাল রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা - weather updates in kolkata

বঙ্গোপসাগরে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । ওই ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে ।

alipore weather office
আলিপুর আবহাওয়া দপ্তর
author img

By

Published : Feb 4, 2020, 3:09 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের । দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার কলকাতায় রয়েছে শীতের আমেজ ৷ আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল । আগামীকাল থেকেই বাড়বে তাপমাত্রা । উত্তরের হাওয়ার দাপট কিছুটা কমবে ।

বঙ্গোপসাগরে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । ওই ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে । রাজ্যজুড়ে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হবে ।

বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে । আগামীকাল বিকেলের পর থেকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কলকাতায় শুরু হতে পারে বৃষ্টি । চলবে শুক্রবার পর্যন্ত । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । দফায় দফায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 4 ফেব্রুয়ারি : বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের । দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার কলকাতায় রয়েছে শীতের আমেজ ৷ আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল । আগামীকাল থেকেই বাড়বে তাপমাত্রা । উত্তরের হাওয়ার দাপট কিছুটা কমবে ।

বঙ্গোপসাগরে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । ওই ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে । রাজ্যজুড়ে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হবে ।

বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে । আগামীকাল বিকেলের পর থেকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কলকাতায় শুরু হতে পারে বৃষ্টি । চলবে শুক্রবার পর্যন্ত । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । দফায় দফায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

Intro:আজ কলকাতায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে। যাকে শীতের আমেজ বহাল রয়েছে কলকাতায়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।
যদিও শীতের আমেজে ভাটা পড়তে চলেছে। আগামীকাল থেকেই বাড়বে তাপমাত্রার পারদ। উত্তরের হাওয়ার দাপট কিছুটা কমবে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে। এর ফলে আগামী 72 ঘণ্টায় তাপমাত্রার পারদ 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। আগামীকাল ও পরশু বৃষ্টি হবে রাজ্য জুড়ে।


Body:বুধবার দার্জিলিং লাগোয়া পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ও বৃহস্পতিবার থেকে দার্জিলিং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার বিকেলের পর থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম 2 বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বিকেলে বা সন্ধ্যার দিকে কলকাতা বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির প্রভাস আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও হালকা বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি দফায় দফায় হবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে।


Conclusion:আগামীকাল আরো দুটো পশ্চিমী ঝঞ্জা আসতে চলেছে জম্মু কাশ্মীর উপত্যাকায়। প্রথম পশ্চিমী ঝঞ্জা টি আসছে বৃহস্পতিবার উপরে পশ্চিমী ঝঞ্জা টি আসবে আগামী রবিবার। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি শুরু হবে ছত্রিশগড় মধ্যপ্রদেশ ঝারখান্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.