কলকাতা, 13 মার্চ : সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস ৷ শনিবার কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷ এদিন সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘে ঢাকা ৷ হালকা হাওয়াও বইছে ৷ আবহবিদদের হিসাব বলছে, দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহরে ৷ 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ৷ পাশাপাশি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি ৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে ৷ আগামী 24 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও।
আরও পড়ুন : সন্ধের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা ও সংলগ্ন অঞ্চলে
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি।
আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷