কলকাতা, 27 মার্চ : কোরোনা পরিস্থির দিকে লক্ষ্য রেখে 21 দিনের লক ডাউন চলছে দেশে ৷ অর্থ মন্ত্রক এই পরিস্থিতিকে ‘‘ফোর্স মেজর অর দ্য অ্যাক্ট অফ গড’’ বলে আখ্যা দিচ্ছে । অর্থাৎ এহেন অবস্থার পিছনে কোনও মানুষের হাত নেই । এই পরিস্থিতি সম্পূর্ণ প্রাকৃতিক । তাই এই বিষয়টিকে মাথায় রেখেই আজ রেল মন্ত্রক ডিমারেজ ও হলেজ মকুবের সিদ্ধান্ত নিয়েছে ।
শুক্রবার রেল মন্ত্রক ঘোষণা করেছে, যে সমস্ত সংস্থার মাল এখনও গোডাউন থেকে খালাস করা সম্ভব হয়নি, সেই মালের উপর রেল কোনও ডিমারেজ নেবে না । সাধারণত রেলের গোডাউন থেকে 24 ঘণ্টার মধ্যে মাল খালাস করতে হয় । সময়সীমা পার হয়ে গেলে সংস্থাকে ভাড়া দিতে হয় । এই ভাড়াকেই ডিমারেজ বলা হয় ।
রেল মন্ত্রক জানিয়েছে, 22 মার্চ থেকে 14 এপ্রিলের মধ্যে এই ভাড়া মকুব করা হল । তবে রেলের প্রত্যেকটি জোনাল দপ্তর রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে যাতে অত্যাবশ্যক মালপত্র দ্রুত খালাস করা যায় সেই ব্যবস্থা নেবে ।