ETV Bharat / city

Baghbazar Sarbojanin Durgotsav বিতর্ক পাশ কাটিয়ে রীতি মেনেই বাগবাজারে শুরু পুজোর কাজ - Pujo preparation started at Baghbazar

উত্তর কলকাতার (North Kolkata) অন্যতম ঐতিহ্যমণ্ডিত পুজোর ভবিষ্যৎ ঘিরেই দিনকয়েক আগে উঠেছিল প্রশ্ন ৷ আদৌ বাগবাজার সার্বজনীনের পুজো এবার হবে কি না, কমিটি নির্বাচন ঘিরে জটিলতার জেরে তৈরি হয়েছিল ধোঁয়াশা ৷ তবে জটিলতা অব্যাহত রেখেই বুধবার থেকে শুরু হলো পুজোর কাজ (Pujo preparation started at Baghbazar )।

Baghbazar Sarbojanin Durgotsav
রীতি মেনেই বাগবাজারে শুরু পুজোর কাজ
author img

By

Published : Aug 31, 2022, 10:51 PM IST

কলকাতা, 31 অগস্ট: কলকাতার দুর্গাপুজো আর বাগবাজার সার্বজনীন (Baghbazar Sarbojanin Durgotsav) যেন একে অপরের সমার্থক। অথচ উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যমণ্ডিত পুজোর ভবিষ্যৎ ঘিরেই দিনকয়েক আগে উঠেছিল প্রশ্ন ৷ আদৌ বাগবাজার সার্বজনীনের পুজো এবার হবে কি না, কমিটি নির্বাচন ঘিরে জটিলতার জেরে তৈরি হয়েছিল ধোঁয়াশা ৷ তবে জটিলতা অব্যাহত রেখেই বুধবার থেকে শুরু হলো পুজোর কাজ (Pujo preparation started at Baghbazar)।

রীতিনীতি মেনেই এবারে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী হবে বলে জানালেন উদ্যোক্তারা। প্রতিদ্বন্দ্বী দুই কমিটির প্যানেল থেকে তিন জন করে নিয়ে তৈরি নতুন কমিটি এবছরের পুজোর কাজ দেখভাল করবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে ৷ আর্থিক দায়িত্বে যারা ছিলেন, তারাই রয়ে গেলেন এবারেও ৷ উল্লেখ্য, 12 বছর পর এবার বাগবাজার কমিটির নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয় ৷ সেই নির্বাচনকে কেন্দ্র করে প্যানেল, পালটা প্যানেল, বহিরাগতদের হাঙ্গামায় সরগরম হয়ে ওঠে বাগবাজার। নির্বাচন স্থগিত হওয়ায় পুজো ঘিরে তৈরি হয়েছিল সংকট।

হাতে আর মাত্র 31 দিন ৷ এখনও বাগবাজারে পুজো প্যান্ডেলের বাঁশ পড়েনি ৷ এমনটা কোনওদিন ঘটেনি বলেই দাবি প্রাক্তনীদের ৷ এ বছর 104তম বর্ষে পদার্পণ করছে ৷ নির্বাচনের দায়িত্বে যে তিনজন ছিলেন, তাঁরাই অবশেষে সিদ্ধান্ত নেন, পরস্পর বিরোধী দুটি প্যানেল থেকেই তিনজন করে নিয়ে ছ'জনের কমিটি তৈরি হবে। যারা এ বছরের পুজোর দেখভাল করবেন। আপাতত এই স্ট্যাটাসকে রেখেই বাগবাজার সার্বজনীন পুজোর কাজ শুরু হয়ে গেল।

আরও পড়ুন: ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে পদযাত্রা, লক্ষ্মীবারে কলকাতার রাস্তায় সতর্ক পুলিশ

বুধবার কাঠামো পরিষ্কার করে তাতে হাত লাগান পুজো উদ্যোক্তারা। কাঠামোর পর আজ রাতের মধ্যেই চলে আসবে আলো এবং মণ্ডপ সজ্জার কর্মী ও সামগ্রী। আগামিকাল থেকেই বাগবাজার সার্বজনীনের মাঠে পুজো মণ্ডপের কাজ শুরু হবে। বিগত কমিটির কোষাধ্যক্ষ ছিলেন পার্থ রায়। তিনি জানান, রীতিনীতি অনুযায়ী বাগবাজার সার্বজনীনের পুজো হবে এবারও। দু'বছর কোভিড আবহে বিভিন্ন বিধি-নিষেধ মানতে হয়েছে ৷ এবার বহু মানুষ আসবেন। অঞ্জলি থেকে সিঁদুর খেলা ফের ফিরবে পুরোনো ছবি ৷

কলকাতা, 31 অগস্ট: কলকাতার দুর্গাপুজো আর বাগবাজার সার্বজনীন (Baghbazar Sarbojanin Durgotsav) যেন একে অপরের সমার্থক। অথচ উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যমণ্ডিত পুজোর ভবিষ্যৎ ঘিরেই দিনকয়েক আগে উঠেছিল প্রশ্ন ৷ আদৌ বাগবাজার সার্বজনীনের পুজো এবার হবে কি না, কমিটি নির্বাচন ঘিরে জটিলতার জেরে তৈরি হয়েছিল ধোঁয়াশা ৷ তবে জটিলতা অব্যাহত রেখেই বুধবার থেকে শুরু হলো পুজোর কাজ (Pujo preparation started at Baghbazar)।

রীতিনীতি মেনেই এবারে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী হবে বলে জানালেন উদ্যোক্তারা। প্রতিদ্বন্দ্বী দুই কমিটির প্যানেল থেকে তিন জন করে নিয়ে তৈরি নতুন কমিটি এবছরের পুজোর কাজ দেখভাল করবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে ৷ আর্থিক দায়িত্বে যারা ছিলেন, তারাই রয়ে গেলেন এবারেও ৷ উল্লেখ্য, 12 বছর পর এবার বাগবাজার কমিটির নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয় ৷ সেই নির্বাচনকে কেন্দ্র করে প্যানেল, পালটা প্যানেল, বহিরাগতদের হাঙ্গামায় সরগরম হয়ে ওঠে বাগবাজার। নির্বাচন স্থগিত হওয়ায় পুজো ঘিরে তৈরি হয়েছিল সংকট।

হাতে আর মাত্র 31 দিন ৷ এখনও বাগবাজারে পুজো প্যান্ডেলের বাঁশ পড়েনি ৷ এমনটা কোনওদিন ঘটেনি বলেই দাবি প্রাক্তনীদের ৷ এ বছর 104তম বর্ষে পদার্পণ করছে ৷ নির্বাচনের দায়িত্বে যে তিনজন ছিলেন, তাঁরাই অবশেষে সিদ্ধান্ত নেন, পরস্পর বিরোধী দুটি প্যানেল থেকেই তিনজন করে নিয়ে ছ'জনের কমিটি তৈরি হবে। যারা এ বছরের পুজোর দেখভাল করবেন। আপাতত এই স্ট্যাটাসকে রেখেই বাগবাজার সার্বজনীন পুজোর কাজ শুরু হয়ে গেল।

আরও পড়ুন: ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে পদযাত্রা, লক্ষ্মীবারে কলকাতার রাস্তায় সতর্ক পুলিশ

বুধবার কাঠামো পরিষ্কার করে তাতে হাত লাগান পুজো উদ্যোক্তারা। কাঠামোর পর আজ রাতের মধ্যেই চলে আসবে আলো এবং মণ্ডপ সজ্জার কর্মী ও সামগ্রী। আগামিকাল থেকেই বাগবাজার সার্বজনীনের মাঠে পুজো মণ্ডপের কাজ শুরু হবে। বিগত কমিটির কোষাধ্যক্ষ ছিলেন পার্থ রায়। তিনি জানান, রীতিনীতি অনুযায়ী বাগবাজার সার্বজনীনের পুজো হবে এবারও। দু'বছর কোভিড আবহে বিভিন্ন বিধি-নিষেধ মানতে হয়েছে ৷ এবার বহু মানুষ আসবেন। অঞ্জলি থেকে সিঁদুর খেলা ফের ফিরবে পুরোনো ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.