ETV Bharat / city

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য সূচিতে পরিবর্তন

author img

By

Published : Mar 18, 2021, 10:10 PM IST

Updated : Mar 18, 2021, 11:04 PM IST

মার্চ মাসের শুরুতেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের কোর্সগুলিতে ভরতির জন্য প্রবেশিকা পরীক্ষা পিইউবিডিইটি-এর সম্ভাব্য সূচি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । এবার সেই সম্ভাব্য সূচির পরিবর্তন করে বোর্ডের তরফে জানানো হল, 31 জুলাইয়ের পরিবর্তে পরীক্ষা শুরু হবে 7 অগস্ট ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য সূচিতে পরিবর্তন
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য সূচিতে পরিবর্তন

কলকাতা, ১৮ মার্চ : মার্চ মাসের শুরুতেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের কোর্সগুলিতে ভরতির জন্য প্রবেশিকা পরীক্ষা পিইউবিডিইটি-এর সম্ভাব্য সূচি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । এবার সেই সম্ভাব্য সূচির পরিবর্তন করে বোর্ডের তরফে জানানো হল, 31 জুলাইয়ের পরিবর্তে পরীক্ষা শুরু হবে 7 অগস্ট ।

মার্চের শুরুতে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আর্টস (বিএ) ও সায়েন্সের (বিএসসি) বিভিন্ন কোর্সগুলিতে ভরতির জন্য পিইউবিডিটি-2021 পরিচালনা করবে বোর্ড । সম্ভাব্য সূচি অনুযায়ী, 31 জুলাই শনিবার এবং 1 অগস্ট রবিবার হওয়ার কথা ছিল পরীক্ষা ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য সূচিতে পরিবর্তন
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য সূচিতে পরিবর্তন

সম্প্রতি ওয়েবসাইটে নতুন একটি বিজ্ঞপ্তি দিয়ে আগের সম্ভাব্য সূচি পরিবর্তন করা হয়েছে বোর্ডের তরফে । নতুন সূচিতে বলা হয়েছে, পরীক্ষার সম্ভাব্য দিন 7 অগস্ট শনিবার এবং 8 অগস্ট রবিবার। তার জন্য 19 মার্চ থেকে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।

আরও পড়ুন : পড়া ভুলছে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা, অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের

প্রসঙ্গত, গত বছর করোনা আবহে স্নাতক এবং স্নাতকোত্তর, উভয় স্তরেরই প্রবেশিকা পরীক্ষা বাতিল করেছিল রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । শেষ পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা ছাড়া মেধার ভিত্তিতেই পড়ুয়া ভরতি হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ।

কলকাতা, ১৮ মার্চ : মার্চ মাসের শুরুতেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের কোর্সগুলিতে ভরতির জন্য প্রবেশিকা পরীক্ষা পিইউবিডিইটি-এর সম্ভাব্য সূচি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । এবার সেই সম্ভাব্য সূচির পরিবর্তন করে বোর্ডের তরফে জানানো হল, 31 জুলাইয়ের পরিবর্তে পরীক্ষা শুরু হবে 7 অগস্ট ।

মার্চের শুরুতে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আর্টস (বিএ) ও সায়েন্সের (বিএসসি) বিভিন্ন কোর্সগুলিতে ভরতির জন্য পিইউবিডিটি-2021 পরিচালনা করবে বোর্ড । সম্ভাব্য সূচি অনুযায়ী, 31 জুলাই শনিবার এবং 1 অগস্ট রবিবার হওয়ার কথা ছিল পরীক্ষা ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য সূচিতে পরিবর্তন
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য সূচিতে পরিবর্তন

সম্প্রতি ওয়েবসাইটে নতুন একটি বিজ্ঞপ্তি দিয়ে আগের সম্ভাব্য সূচি পরিবর্তন করা হয়েছে বোর্ডের তরফে । নতুন সূচিতে বলা হয়েছে, পরীক্ষার সম্ভাব্য দিন 7 অগস্ট শনিবার এবং 8 অগস্ট রবিবার। তার জন্য 19 মার্চ থেকে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।

আরও পড়ুন : পড়া ভুলছে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা, অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের

প্রসঙ্গত, গত বছর করোনা আবহে স্নাতক এবং স্নাতকোত্তর, উভয় স্তরেরই প্রবেশিকা পরীক্ষা বাতিল করেছিল রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । শেষ পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা ছাড়া মেধার ভিত্তিতেই পড়ুয়া ভরতি হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ।

Last Updated : Mar 18, 2021, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.