ETV Bharat / city

ER Emergency Notice : শনি-রবি সাময়িক বন্ধ অনলাইন রিজার্ভেশন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের ডেটা সেন্টার ব্যবস্থার রক্ষণাবেক্ষণের জন্য 16 এপ্রিল রাত 11টা 45 মিনিট থেকে 17 এপ্রিল ভোর 5টা পর্যন্ত বন্ধ রাখা হবে এই পরিষেবা (PRS system of Eastern Railway will remain stop for hours on 16th and 17th April) ৷

ER Emergency Notice
শনি-রবি সাময়িক বন্ধ অনলাইন রিজার্ভেশন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের
author img

By

Published : Apr 13, 2022, 5:38 PM IST

কলকাতা, 13 এপ্রিল : জরুরি বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেলওয়ে ৷ আগামী শনি এবং রবিবার সাময়িক বন্ধ থাকবে পরিষেবা (PRS)। বুধবার এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলওয়ের তরফে (PRS of Eastern Railway will remain stop for hours on 16th and 17th April) ৷

পূর্ব রেলওয়ে জানিয়েছে, 16 এপ্রিল শনিবার রাত থেকে 17 এপ্রিল অর্থাৎ রবিবার পর্যন্ত বন্ধ থাকবে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম ৷ কী কারণে এই বিজ্ঞপ্তি, তাও জানিয়েছে তারা ৷ পূর্ব রেল সূত্রে খবর, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের ডেটা সেন্টার ব্যবস্থার রক্ষণাবেক্ষণের জন্য 16 এপ্রিল রাত 11টা 45 মিনিট থেকে 17 এপ্রিল ভোর 5টা পর্যন্ত বন্ধ রাখা হবে এই অনলাইন পরিষেবা ৷

আরও পড়ুন : নববর্ষ ও আম্বেদকর জয়ন্তীতে বিশেষ মেট্রো পরিষেবা, সকালে ও রাতে বাড়ছে ট্রেন

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, এই সময়ের মধ্যে যাত্রীরা অনলাইনে টিকিট কাটা, রিজার্ভেশন করা, টিকিট বাতিল করা কিংবা অনুসন্ধান ইত্যাদি কাজ করতে পারবেন না ৷ পূর্ব রেল বাদেও দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব-উপকূল রেল, দক্ষিণ-পূর্ব মধ্য রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল ও পূর্ব মধ্য রেলও এই নিয়মের আওতাধীন হবে।

কলকাতা, 13 এপ্রিল : জরুরি বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেলওয়ে ৷ আগামী শনি এবং রবিবার সাময়িক বন্ধ থাকবে পরিষেবা (PRS)। বুধবার এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলওয়ের তরফে (PRS of Eastern Railway will remain stop for hours on 16th and 17th April) ৷

পূর্ব রেলওয়ে জানিয়েছে, 16 এপ্রিল শনিবার রাত থেকে 17 এপ্রিল অর্থাৎ রবিবার পর্যন্ত বন্ধ থাকবে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম ৷ কী কারণে এই বিজ্ঞপ্তি, তাও জানিয়েছে তারা ৷ পূর্ব রেল সূত্রে খবর, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের ডেটা সেন্টার ব্যবস্থার রক্ষণাবেক্ষণের জন্য 16 এপ্রিল রাত 11টা 45 মিনিট থেকে 17 এপ্রিল ভোর 5টা পর্যন্ত বন্ধ রাখা হবে এই অনলাইন পরিষেবা ৷

আরও পড়ুন : নববর্ষ ও আম্বেদকর জয়ন্তীতে বিশেষ মেট্রো পরিষেবা, সকালে ও রাতে বাড়ছে ট্রেন

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, এই সময়ের মধ্যে যাত্রীরা অনলাইনে টিকিট কাটা, রিজার্ভেশন করা, টিকিট বাতিল করা কিংবা অনুসন্ধান ইত্যাদি কাজ করতে পারবেন না ৷ পূর্ব রেল বাদেও দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব-উপকূল রেল, দক্ষিণ-পূর্ব মধ্য রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল ও পূর্ব মধ্য রেলও এই নিয়মের আওতাধীন হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.