কলকাতা, 21 এপ্রিল : বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন ৷ প্রয়াত কবি শঙ্খ ঘোষ ৷ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ৷ বয়স হয়েছিল 89 বছর ৷ কবির মৃত্যুতে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া ৷
বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কবি ৷ গত বছরের জানুয়ারিতে শ্বাসনালির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ কিছুদিন আগে শঙ্খবাবুর জ্বর এসেছিল ৷ সন্দেহ হওয়ায় চিকিৎসকের পরামর্শ মতো করোনা টেস্ট করানো হয় ৷ 14 এপ্রিল টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত বাঙালি কবির ৷ শরীর ভীষণ দুর্বল ছিল ৷ সোশাল মিডিয়ায় তাঁর সুস্থতা কামনা করছিলেন অনুরাগীরা ৷ কিন্তু সেই প্রার্থনা কাজে এল না ৷
আরও পড়ুন : করোনা আক্রান্ত সুজন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে
গত একবছরে করোনা একাধিক বিশিষ্ট মানুষকে হারিয়েছে বাংলা ৷ মৃত্যু হয়েছে চলচ্চিত্র জগতের আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৷ করোনা সংক্রমণের পর প্রয়াত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ এবার আরও এক গুণী মানুষকে হারাল বাংলা ৷ শঙ্খ ঘোষের অনবদ্য সৃষ্টিগুলির মধ্যে রয়েছে বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয় ইত্যাদি ৷
সাহিত্য জগতে অবদানের জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন কবি শঙ্খ ঘোষ ৷ 2016 সালে সাহিত্য জগতের শ্রেষ্ঠ সম্মান জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন ৷ 2011 সালে তাঁকে পদ্মভূষণ সম্মান দেয় ভারত সরকার ৷ 1977 সালে পেয়েছেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ৷
কবির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, "বিশিষ্ট কবি, সাহিত্য সমালোচক ও রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় নিজ বাসভবনে প্রয়াত হন। শঙ্খবাবুর সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল । তাঁর প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি প্রয়াত শঙ্খ ঘোষের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"