ETV Bharat / city

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও বাস চালানো নিয়ে চিন্তায় বাসমালিকরা

1 জুলাই থেকে রাজ্য়ে সরকারি ও বেসরকারি বাস চালানো যাবে ৷ আজ নবান্নে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ কিন্তু 50 শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা দেওয়া সম্ভব নয় বলেই জানাচ্ছেন বাসমালিকরা ৷ তাঁদের আশঙ্কা, 1 জুলাই থেকে আদৌ বাস পরিষেবা চালু করা সম্ভব হবে না ৷ একই মত বাসমালিক সংগঠনের সদস্যদেরও ৷

private bus service is uncertain from  July 1, said bus owners and their association members
Bengal Lockdown situation : 1 জুলাই থেকে বাস চালু নিয়ে অনিশ্চিত বাসমালিক ও তাঁদের সংগঠন
author img

By

Published : Jun 28, 2021, 9:58 PM IST

কলকাতা, 28 জুন : করোনা আবহে রাজ্য়জুড়ে বহাল বিধিনিষেধের মধ্যেই গণপরিবহণে কিছু শিথিলতার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সোমবার নবান্ন থেকে তিনি জানিয়েছেন, আগামী 1 জুলাই থেকেই রাজ্য়ে সরকারি ও বেসরকারি বাস ফের চালু হবে ৷ তবে বাস চালাতে হবে স্বাস্থ্যবিধি মেনে ৷ একসঙ্গে সর্বাধিক 50 শতাংশ আসনে যাত্রী তুলতে পারবেন বাসের কর্মীরা ৷ আর এখানেই প্রমাদ গুণছেন বেসরকারি বাসের মালিক ও তাঁদের কর্মচারীরা ৷ তাঁদের সাফ কথা, জ্বালানির দাম যেভাবে বাড়ছে, তাতে বিধিনিষেধ মেনে যাত্রী সাধারণকে পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব ৷ সেক্ষেত্রে আগামী 1 জুলাই আদৌ রাস্তায় বাস নামবে কি না, জানা নেই বাসমালিকদের ৷

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাস্তায় নামানোর আগে বাসের সমস্ত কন্ডাক্টর ও চালকের টিকাকরণ করাতে হবে ৷ বাসগুলিকেও নিয়মিত স্য়ানিটাইজ় করতে হবে ৷ যাত্রীদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ বাসমালিকদের বক্তব্য, এই নির্দেশ মানা হলে তাঁদের চরম আর্থিক সঙ্কটে পড়তে হবে ৷

আরও পড়ুন : রাজ্যে 15 জুলাই পর্যন্ত বিধিনিষেধ , চালু হচ্ছে বাস পরিষেবা

অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘‘1 জুলাই থেকে শহর তথা রাজ্যে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হয়েছে ৷ এর আগের আনলক পর্যায়েও আমরা পরীক্ষামূলকভাবে বাসগুলি চালিয়ে দেখেছিলাম ৷ তাতে আমাদের কোনও লাভ তো হয়ইনি, উল্টে আমাদের নিজেদের পকেট থেকেই টাকা ঢালতে হয়েছিল ৷’’

রাহুল জানিয়েছেন, ‘‘গতবারও 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালাতে বলা হয়েছিল ৷ কিন্তু ওই ব্য়বস্থায় কিছুদিনের মধ্যেই পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ে ৷ রোজ জ্বালানি তেলের দাম বাড়ছে ৷ 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালাতে হলে যেটুকু টিকিট বিক্রি হবে, তাতে আমরা মারা পড়ব ৷ তবে সংগঠনের তরফে আমরা কাউকে বাস চালাতে নিষেধ করব না ৷ যাঁরা চালাতে পারবেন, তাঁরা চালাবেন ৷ তবে 1 জুলাই থেকে আদৌ রাস্তায় বাস নামবে কি না, তা এখনই বলা সম্ভব নয় ৷’’

আরও পড়ুন : পথে নামছে বাস, খুলছে জিম-পার্লার ; আর কীসে কীসে ছাড় দেখে নিন

বেসরকারি বাসের মালিক সুরজিৎ সাহা বলেন, ‘‘গতবার যখন 50 শতাংশ যাত্রী নিয়ে আমরা প্রথম পরিষেবা দেওয়া শুরু করি, তখন আমরা আর্থিক সঙ্কটে জর্জরিত হয়ে পড়ি ৷ অন্যদিকে, গতবারের চেয়ে এবার জ্বালানির দাম আরও বেড়েছে ৷ এখন প্রতি লিটার ডিজেলের দাম 100 টাকা ছুঁই ছুঁই ৷ সরকারি ও বেসরকারি বাস চালাতে বলা হচ্ছে ৷ অথচ ট্রেন বা মেট্রোরেল চলবে না ৷ সংক্রমণ এড়াতে এখন বহু মানুষ নিজেদের গাড়িতেই কর্মস্থলে যাতায়াত করছেন ৷ না হলে অফিসের তরফে গাড়ি দেওয়া হচ্ছে ৷ এই অবস্থায় বাসে যাত্রী হবে কী করে?’’

সুরজিৎ জানিয়েছেন, পর পর দু’বছর ধরে বাস মালিকরা তাঁদের ইএমআইয়ের কিস্তিই ঠিক মতো শোধ করতে পারছেন না ৷ পাশাপাশি, অন্যান্য খরচ চালাতে গিয়েও ঋণে জর্জরিত হয়ে পড়ছেন তাঁরা ৷ তাই মুখ্যমন্ত্রী অনুমতি দিলেও আগামী 1 জুলাই থেকেই আদৌ রাস্তায় বাস নামবে কি না, সড়ক পরিবহণ স্বাভাবিক হবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন তাঁরা ৷

কলকাতা, 28 জুন : করোনা আবহে রাজ্য়জুড়ে বহাল বিধিনিষেধের মধ্যেই গণপরিবহণে কিছু শিথিলতার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সোমবার নবান্ন থেকে তিনি জানিয়েছেন, আগামী 1 জুলাই থেকেই রাজ্য়ে সরকারি ও বেসরকারি বাস ফের চালু হবে ৷ তবে বাস চালাতে হবে স্বাস্থ্যবিধি মেনে ৷ একসঙ্গে সর্বাধিক 50 শতাংশ আসনে যাত্রী তুলতে পারবেন বাসের কর্মীরা ৷ আর এখানেই প্রমাদ গুণছেন বেসরকারি বাসের মালিক ও তাঁদের কর্মচারীরা ৷ তাঁদের সাফ কথা, জ্বালানির দাম যেভাবে বাড়ছে, তাতে বিধিনিষেধ মেনে যাত্রী সাধারণকে পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব ৷ সেক্ষেত্রে আগামী 1 জুলাই আদৌ রাস্তায় বাস নামবে কি না, জানা নেই বাসমালিকদের ৷

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাস্তায় নামানোর আগে বাসের সমস্ত কন্ডাক্টর ও চালকের টিকাকরণ করাতে হবে ৷ বাসগুলিকেও নিয়মিত স্য়ানিটাইজ় করতে হবে ৷ যাত্রীদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ বাসমালিকদের বক্তব্য, এই নির্দেশ মানা হলে তাঁদের চরম আর্থিক সঙ্কটে পড়তে হবে ৷

আরও পড়ুন : রাজ্যে 15 জুলাই পর্যন্ত বিধিনিষেধ , চালু হচ্ছে বাস পরিষেবা

অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘‘1 জুলাই থেকে শহর তথা রাজ্যে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হয়েছে ৷ এর আগের আনলক পর্যায়েও আমরা পরীক্ষামূলকভাবে বাসগুলি চালিয়ে দেখেছিলাম ৷ তাতে আমাদের কোনও লাভ তো হয়ইনি, উল্টে আমাদের নিজেদের পকেট থেকেই টাকা ঢালতে হয়েছিল ৷’’

রাহুল জানিয়েছেন, ‘‘গতবারও 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালাতে বলা হয়েছিল ৷ কিন্তু ওই ব্য়বস্থায় কিছুদিনের মধ্যেই পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ে ৷ রোজ জ্বালানি তেলের দাম বাড়ছে ৷ 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালাতে হলে যেটুকু টিকিট বিক্রি হবে, তাতে আমরা মারা পড়ব ৷ তবে সংগঠনের তরফে আমরা কাউকে বাস চালাতে নিষেধ করব না ৷ যাঁরা চালাতে পারবেন, তাঁরা চালাবেন ৷ তবে 1 জুলাই থেকে আদৌ রাস্তায় বাস নামবে কি না, তা এখনই বলা সম্ভব নয় ৷’’

আরও পড়ুন : পথে নামছে বাস, খুলছে জিম-পার্লার ; আর কীসে কীসে ছাড় দেখে নিন

বেসরকারি বাসের মালিক সুরজিৎ সাহা বলেন, ‘‘গতবার যখন 50 শতাংশ যাত্রী নিয়ে আমরা প্রথম পরিষেবা দেওয়া শুরু করি, তখন আমরা আর্থিক সঙ্কটে জর্জরিত হয়ে পড়ি ৷ অন্যদিকে, গতবারের চেয়ে এবার জ্বালানির দাম আরও বেড়েছে ৷ এখন প্রতি লিটার ডিজেলের দাম 100 টাকা ছুঁই ছুঁই ৷ সরকারি ও বেসরকারি বাস চালাতে বলা হচ্ছে ৷ অথচ ট্রেন বা মেট্রোরেল চলবে না ৷ সংক্রমণ এড়াতে এখন বহু মানুষ নিজেদের গাড়িতেই কর্মস্থলে যাতায়াত করছেন ৷ না হলে অফিসের তরফে গাড়ি দেওয়া হচ্ছে ৷ এই অবস্থায় বাসে যাত্রী হবে কী করে?’’

সুরজিৎ জানিয়েছেন, পর পর দু’বছর ধরে বাস মালিকরা তাঁদের ইএমআইয়ের কিস্তিই ঠিক মতো শোধ করতে পারছেন না ৷ পাশাপাশি, অন্যান্য খরচ চালাতে গিয়েও ঋণে জর্জরিত হয়ে পড়ছেন তাঁরা ৷ তাই মুখ্যমন্ত্রী অনুমতি দিলেও আগামী 1 জুলাই থেকেই আদৌ রাস্তায় বাস নামবে কি না, সড়ক পরিবহণ স্বাভাবিক হবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.