কলকাতা, 27 জানুয়ারি : ইতিবাচক আলোচনার পর অবশেষে ধর্মঘট প্রত্য়াহারের সিদ্ধান্ত নিল বাস ও মিনিবাস মালিক সংগঠনগুলি ৷ আজ পরিবহন সচিব ও মুখ্য়সচিবের সঙ্গে বৈঠকে বসেন বাস মালিক সংগঠনের সদস্য়রা ৷ সেই বৈঠকেই ইতিবাচক আলোচনার পর 28, 29 ও 30 জানুয়ারি রাজ্য়জুড়ে ডাকা বাস ধর্মঘট প্রত্য়াহারের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলি ৷
জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় লাগাতার বাস ভাড়া বাড়নোর দাবি জানিয়ে আসছিল মালিক সংগঠনগুলি ৷ এমনকী কোরোনা পরিস্থিতিতে আনলক পর্বে বাস চলাচল শুরু হলে সরকার থেকে বাস ভাড়া না বাড়ানোয়, বাস মালিক সংগঠনগুলি নিজেদের মতো করে বাস ভাড়া বাড়িয়ে দেয় ৷ তবে, সেখানেও যাত্রী আপত্তিতে ভাড়া কমাতে বাধ্য় হয় সংগঠনগুলি ৷ এই অবস্থায় রাজ্য় পরিবহন দপ্তর বাস ভাড়া না বাড়ালে ধর্মঘটের হুমকি দেয় সংগঠনগুলি ৷ সেইমতো আগামীকাল অর্থাৎ 28 জানুয়ারি থেকে লাগাতার 3দিন রাজ্যজুড়ে বাস ও মিনিবাস সংগঠনগুলি ধর্মঘট ডাকে ৷ তবে, সেই ধর্মঘট প্রত্য়াহার করানোর জন্য় গত 25 জানুয়ারি বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য়সচিব ও পরিবহন সচিব ৷ তবে, সেই বৈঠকেও কোনও সমাধান সূত্র বের হয়নি।
আরও পড়ুন : মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরও মিলল না সমাধানসূত্র, ধর্মঘটের সিদ্ধান্তে অনড় বাস মালিকরা
তবে, আজ ধর্মঘটের একদিন আগে আবারও বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে রাজ্য় প্রশাসন ৷ সেখানেই বাস ভাড়া নিয়ে ইতিবাচক আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷ সেইমতো ধর্মঘট প্রত্য়াহারের সিদ্ধান্ত নিয়েছে বাস ও মিনিবাস মালিক সংগঠনগুলি ৷