কলকাতা, 17 সেপ্টেম্বর : বিজেপি রাজ্য সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 71তম জন্মদিন পালন করা হল ৷ আজ রাজ্য বিজেপির সদর দফতরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে মোদি ছবির সামনে তাঁর জন্মদিন পালন করা হয়েছে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা এবং অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা ৷ সেই সঙ্গে নরেন্দ্র মোদির প্রিয় গুজরাতি ও বাঙালি খাবার ও মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল বিজেপির সদর দফতরে ৷ বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রিয় বাংলার রসোগোল্লা এবং কমলাভোগ সেখানে রাখা হয়েছিল ৷
রাজ্য বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রীর ছবিতে মিষ্টিমুখ করান বিজেপি নেতারা ৷ বাংলার রসোগোল্লা এবং কমলাভোগের পাশাপাশি মোদির পছন্দের গুজরাতি খাবার খান্ডভি, ধোকলা, খাকরা, গুজরাটি চাটনি, সিঙ্গারা এবং গুজরাতি সিরা রাখা ছিল ৷ এদিন প্রধানমন্ত্রীর ছবিতে মিষ্টিমুখ করান বিজেপি নেতা রাহুল সিনহা ৷ এক বিজেপি সমর্থককে মোদির একাধিক ছবি লাগানো পাঞ্জাবি পরে অনুষ্ঠানে দেখা গিয়েছে ৷
আরও পড়ুন : PM Narendra Modi's Birthday : মোদির 71তম জন্মদিনে বিজেপির 'সেবা ও সমর্পণ', শুভেচ্ছা কোবিন্দের
এদিন প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান পালনের পর রাহুল সিনহা বলেন, ‘‘আজ বাংলার ইতিহাসে একটা পবিত্র দিন ৷ আজ বিশ্বকর্মা পুজো ৷ বিশ্বকর্মাকে আমরা সৃষ্টির দেবতা মানি ৷ তেমনই সৃষ্টির দেবতা নরেন্দ্র মোদি ৷ সারা বিশ্বে সৃষ্টির দেবতা বিশ্বকর্মা ৷ কর্মবীর নরেন্দ্র মোদি যিনি আজকের দিনে ভারতে জন্মগ্রহণ করেছেন ৷ সারাদেশ ও রাজ্যে মোদিজির জন্মদিন ধূমধাম করে পালন করছে ৷ আজ থেকে 7 অক্টোবর পর্যন্ত নরেন্দ্র মোদির জন্মদিনে সেবা সপ্তাহ পালন করব ৷ দুঃস্থ মানুষদের বস্ত্রদান, কম্বল বিতরণ, হাসপাতালের রোগীদের ফল বিতরণ, রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ৷ আজ গুজরাতি ও বাঙালি খাবার দিয়ে জন্মদিনের কর্মসূচি পালন করা হল ৷’’
আরও পড়ুন : Covid19 in India : আগামী 3 মাস উৎসবের মরশুমে রাশ আলগা হলেই সর্বনাশ, সতর্কবার্তা স্বাস্থ্যসচিবের