ETV Bharat / city

ফল প্রকাশের পর ফোন করেননি প্রধানমন্ত্রী, জানালেন মমতা

বিধানসভা ভোটের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে শুভেচ্ছা জানাননি ৷ সোমবার একথা জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় নিজেই ৷ এই ঘটনায় তিনি যে অবাক হয়েছেন, তা অকপটে জানিয়েছেন মমতা ৷

Mamatas reaction on pm call
ফল প্রকাশের পর ফোন করেননি প্রধানমন্ত্রী, জানালেন মমতা
author img

By

Published : May 3, 2021, 8:47 PM IST

কলকাতা, 3 মে : বরাবরই রাজনৈতিক সৌজন্যের নজির রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তৃতীয়বারের জন্য তিনি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পথে, তখন তাঁকে একটি ফোনও করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর তা নিয়েই সোমবার কটাক্ষের সুর শোনা গেল মমতার গলায় ৷ প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘উনি আমাকে ফোন করেননি। হয়তো ব্যস্ত ছিলেন ৷’’

রবিবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই একের পর এক অনেকেরই অভিনন্দন পেয়েছেন মমতা ৷ ব্যক্তিগতভাবে ফোন করেছেন দিল্লি, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাবের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷ তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেননি তাঁকে ৷ সোমবার ভোটের সম্পূর্ণ ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠকে একথা জানান মমতা ৷

ভোটের ফল ঘোষণার পর রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো প্রধানমন্ত্রীর তরফে রাজনৈতিক ও প্রশাসনিক সৌজন্য ৷ বিশেষত একুশের ভোটে যখন একাধিকবার রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি, লাগাতার আক্রমণও করে গিয়েছেন প্রধান প্রতিপক্ষ মমতাকে, অথচ ভোটে পরাজয়ের পর সেই তাঁকেই একবারও ফোন করলেন না প্রধানমন্ত্রী ! যা অবাক করেছে মমতাকে ৷ আর তাই সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘এই প্রথম দেখলাম, কোনও প্রধানমন্ত্রী ফোন করলেন না ৷ আমি অবাক হয়েছি।’’

মমতার মুখে এই কথা শুনে অনেকেই প্রশ্ন করেন, ‘‘প্রধামন্ত্রী ফোন করেননি আপনাকে ?’’ এর জবাবে মমতা বলেন, ‘‘না ৷ উনি আমাকে ফোন করেননি ৷ হয়তো ব্যস্ত ছিলেন ৷’’ এরপরই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘আমি অবশ্য কিছু মনে করিনি। জাতীয় স্বার্থে এবং রাজ্যের স্বার্থে আমাদের যেখানে একসঙ্গে কাজ করার কথা, সেখানে সহযোগিতা থাকলেই হল ৷’’

এদিকে প্রধানমন্ত্রীর ফোন না এলেও, দেশের বিরোধী নেতা-নেত্রীরা যে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, সে কথা জানাতে ভোলেননি মমতা ৷ তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের কথা ৷ অখিলেশ যাদবও যে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, তাও জানিয়েছেন মমতা।

আরও পড়ুন : রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে রাজভবনে মমতা

প্রসঙ্গত, ভোটের প্রচারে এসে প্রতি সভাতেই মমতাকে উদ্দেশ্য করে ‘‘দিদি.. ও দিদি..’’, বলে ডেকেছেন প্রধানমন্ত্রী ৷ সেই ডাকে একটা সময়ে বিরক্তও হয়েছেন মমতা ৷ কিন্তু জয়ের পর প্রধানমন্ত্রী যে তাঁকে ফোনটুকুও করবেন না, তা হয়তো ভাবতে পারেননি ‘‘দিদি’’ ৷

উল্লেখ্য, নির্বাচনের পর প্রধানমন্ত্রী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন না করলেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ একই পথের পথিক হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও ৷

কলকাতা, 3 মে : বরাবরই রাজনৈতিক সৌজন্যের নজির রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তৃতীয়বারের জন্য তিনি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পথে, তখন তাঁকে একটি ফোনও করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর তা নিয়েই সোমবার কটাক্ষের সুর শোনা গেল মমতার গলায় ৷ প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘উনি আমাকে ফোন করেননি। হয়তো ব্যস্ত ছিলেন ৷’’

রবিবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই একের পর এক অনেকেরই অভিনন্দন পেয়েছেন মমতা ৷ ব্যক্তিগতভাবে ফোন করেছেন দিল্লি, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাবের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷ তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেননি তাঁকে ৷ সোমবার ভোটের সম্পূর্ণ ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠকে একথা জানান মমতা ৷

ভোটের ফল ঘোষণার পর রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো প্রধানমন্ত্রীর তরফে রাজনৈতিক ও প্রশাসনিক সৌজন্য ৷ বিশেষত একুশের ভোটে যখন একাধিকবার রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি, লাগাতার আক্রমণও করে গিয়েছেন প্রধান প্রতিপক্ষ মমতাকে, অথচ ভোটে পরাজয়ের পর সেই তাঁকেই একবারও ফোন করলেন না প্রধানমন্ত্রী ! যা অবাক করেছে মমতাকে ৷ আর তাই সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘এই প্রথম দেখলাম, কোনও প্রধানমন্ত্রী ফোন করলেন না ৷ আমি অবাক হয়েছি।’’

মমতার মুখে এই কথা শুনে অনেকেই প্রশ্ন করেন, ‘‘প্রধামন্ত্রী ফোন করেননি আপনাকে ?’’ এর জবাবে মমতা বলেন, ‘‘না ৷ উনি আমাকে ফোন করেননি ৷ হয়তো ব্যস্ত ছিলেন ৷’’ এরপরই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘আমি অবশ্য কিছু মনে করিনি। জাতীয় স্বার্থে এবং রাজ্যের স্বার্থে আমাদের যেখানে একসঙ্গে কাজ করার কথা, সেখানে সহযোগিতা থাকলেই হল ৷’’

এদিকে প্রধানমন্ত্রীর ফোন না এলেও, দেশের বিরোধী নেতা-নেত্রীরা যে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, সে কথা জানাতে ভোলেননি মমতা ৷ তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের কথা ৷ অখিলেশ যাদবও যে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, তাও জানিয়েছেন মমতা।

আরও পড়ুন : রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে রাজভবনে মমতা

প্রসঙ্গত, ভোটের প্রচারে এসে প্রতি সভাতেই মমতাকে উদ্দেশ্য করে ‘‘দিদি.. ও দিদি..’’, বলে ডেকেছেন প্রধানমন্ত্রী ৷ সেই ডাকে একটা সময়ে বিরক্তও হয়েছেন মমতা ৷ কিন্তু জয়ের পর প্রধানমন্ত্রী যে তাঁকে ফোনটুকুও করবেন না, তা হয়তো ভাবতে পারেননি ‘‘দিদি’’ ৷

উল্লেখ্য, নির্বাচনের পর প্রধানমন্ত্রী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন না করলেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ একই পথের পথিক হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.