ETV Bharat / city

Bengal School Reopening : 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক স্কুল - Primary schools to reopen in West Bengal

প্রাথমিক স্কুলের পঠন পাঠন শুরু হচ্ছে (Primary schools to reopen in West Bengal) ৷ প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল খুলে দেওয়া হচ্ছে আগামী 16 ফেব্রুয়ারি থেকে ৷

West Bengal School Reopening
রাজ্যে খুলছে প্রাথমিক স্কুল
author img

By

Published : Feb 14, 2022, 6:14 PM IST

Updated : Feb 14, 2022, 7:51 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল খুলে দেওয়া হচ্ছে (Primary schools to reopen in West Bengal) ৷ আগামী 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলে যাচ্ছে ছোটদের স্কুলগুলি ৷ এনিয়ে এদিন নবান্নের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি ৷

কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন শীঘ্রই শিশুশ্রেণি থেকে প্রাথমিক অবধি খুলে যাবে স্কুল । সেই মতো আগামী 16 ফেব্রুয়ারি থেকে বঙ্গে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের দরজাও এবার খুলতে চলেছে । প্রায় দু'বছর বন্ধ থাকার পর খুলতে চলেছে প্রাথমিক স্কুলের দরজা । একই সঙ্গে বুধবার থেকেই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খুলে যাবে বলে সোমবার নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হল । একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাকালীন বিধি নিষেধ বাড়ছে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত ।

West Bengal School Reopening
প্রাথমিক স্তরের স্কুল খোলার নির্দেশিকা

করোনাকালে দীর্ঘদিন বন্ধ থেকেছে শিশুদের স্কুল ৷ এই পরিস্থিতিতে ওয়াকিবহালমহলের তরফে বলা হচ্ছিল, এতে শিশুদের বড় ক্ষতি হয়ে যেতে পারে । এই অবস্থায় শিশুশ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন দ্রুত চালু করার পক্ষে সওয়াল করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও । এরপরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিশুশ্রেণি থেকে রোটেশনের ভিত্তিতে পঠন পাঠন চালু করার ভাবনার কথা জানিয়েছিলেন ৷ এরপরে এদিন বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে জানানো হল, 16 ফেব্রুয়ারি থেকে খুলছে বাচ্চাদের স্কুল ৷

বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, কীভাবে ক্লাস হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর । ক্লাসের বিষয়টি পরে দফতরের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে । ফলে আগামী বুধবার থেকে আবার ব্ল্যাকবোর্ড, চক-ডাস্টার, বেঞ্চ আর সর্বোপরি সহপাঠীদের সঙ্গে সাক্ষাতের দিন । স্কুলে যাওয়ার কাউন্টডাউন শুরু করে দিতেই পারে পড়ুয়ারা ।

আরও পড়ুন : New Mayor of Siliguri : তৃণমূলের জয়ে শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়ে গৌতম দেবকে মেয়র ঘোষণা মমতার

কলকাতা, 14 ফেব্রুয়ারি : প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল খুলে দেওয়া হচ্ছে (Primary schools to reopen in West Bengal) ৷ আগামী 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলে যাচ্ছে ছোটদের স্কুলগুলি ৷ এনিয়ে এদিন নবান্নের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি ৷

কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন শীঘ্রই শিশুশ্রেণি থেকে প্রাথমিক অবধি খুলে যাবে স্কুল । সেই মতো আগামী 16 ফেব্রুয়ারি থেকে বঙ্গে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের দরজাও এবার খুলতে চলেছে । প্রায় দু'বছর বন্ধ থাকার পর খুলতে চলেছে প্রাথমিক স্কুলের দরজা । একই সঙ্গে বুধবার থেকেই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খুলে যাবে বলে সোমবার নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হল । একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাকালীন বিধি নিষেধ বাড়ছে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত ।

West Bengal School Reopening
প্রাথমিক স্তরের স্কুল খোলার নির্দেশিকা

করোনাকালে দীর্ঘদিন বন্ধ থেকেছে শিশুদের স্কুল ৷ এই পরিস্থিতিতে ওয়াকিবহালমহলের তরফে বলা হচ্ছিল, এতে শিশুদের বড় ক্ষতি হয়ে যেতে পারে । এই অবস্থায় শিশুশ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন দ্রুত চালু করার পক্ষে সওয়াল করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও । এরপরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিশুশ্রেণি থেকে রোটেশনের ভিত্তিতে পঠন পাঠন চালু করার ভাবনার কথা জানিয়েছিলেন ৷ এরপরে এদিন বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে জানানো হল, 16 ফেব্রুয়ারি থেকে খুলছে বাচ্চাদের স্কুল ৷

বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, কীভাবে ক্লাস হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর । ক্লাসের বিষয়টি পরে দফতরের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে । ফলে আগামী বুধবার থেকে আবার ব্ল্যাকবোর্ড, চক-ডাস্টার, বেঞ্চ আর সর্বোপরি সহপাঠীদের সঙ্গে সাক্ষাতের দিন । স্কুলে যাওয়ার কাউন্টডাউন শুরু করে দিতেই পারে পড়ুয়ারা ।

আরও পড়ুন : New Mayor of Siliguri : তৃণমূলের জয়ে শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়ে গৌতম দেবকে মেয়র ঘোষণা মমতার

Last Updated : Feb 14, 2022, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.