ETV Bharat / city

Presidential Election 2022 : রাষ্ট্রপতি পদে যশবন্তকে প্রার্থী করতে প্রস্তাব এল তৃণমূলের কাছে

author img

By

Published : Jun 20, 2022, 5:29 PM IST

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) প্রার্থী বাছাইয়ে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বিরোধীরা ৷ বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে ৷ এবার তৃণমূলের কাছে প্রস্তাব এল, যশবন্ত সিনহাকে প্রার্থী করার জন্য (Presidential election 2022: Yashwant Sinha in contention) ৷

Presidential election 2022: Yashwant Sinha in contention
Presidential Election 2022 : রাষ্ট্রপতি পদে যশবন্তকে প্রার্থী করতে প্রস্তাব এল তৃণমূলের কাছে

কলকাতা, 20 জুন : রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) বিরোধীদের প্রার্থী বাছাইয়ে প্রথম উদ্যোগ নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ একাধিক নামও প্রস্তাব করা হয়েছে মমতার তরফে ৷ কিন্তু এবার এক তৃণমূল নেতাকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করার প্রস্তাব এল ৷

ঘাসফুল শিবির সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের কাছে এই প্রস্তাব এসেছে বিজেপি বিরোধী একটি রাজনৈতিক দলের তরফে ৷ সেই প্রস্তাবে যশবন্ত সিনহাকে (TMC Leader Yashwant Sinha) রাষ্ট্রপতি পদে প্রার্থী করার কথা বলা হয়েছে ৷ যশবন্ত বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে এসেছেন ৷ তিনি অটলবিহারী বাজপেয়ীর সরকারে মন্ত্রীও ছিলেন ৷

যদিও এখনই তৃণমূলের (Trinamool Congress) তরফে বিষয়টিতে সম্মতি জানানো হয়নি বলে খবর ৷ তবে সর্বসম্মতভাবে এমন প্রস্তাব বিরোধীদের তরফে এলে, তা ভেবে দেখা হবে বলে তৃণমূলের শীর্ষস্তর থেকে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচন ৷ বিজেপির তরফে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ৷ কিন্তু বিরোধীদের তরফে সর্বসম্মতভাবে একজন প্রার্থী বাছাই করতে প্রচেষ্টা শুরু হয়েছে ৷ গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৈঠক হয়েছে নয়াদিল্লিতে ৷

সেই বৈঠকে কংগ্রেস-সহ 17টি বিরোধী দল উপস্থিত ছিল ৷ সেখানে সর্বসম্মতভাবে এনসিপি প্রধান শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) নাম প্রস্তাব করা হয় ৷ কিন্তু তিনি সেই প্রস্তাব খারিজ করে দেন ৷ সেই সময় মমতা ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধির নাম প্রস্তাব করেন ৷

দু’জনেই সেই প্রস্তাব খারিজ করেছেন ৷ ফারুক আবদুল্লা রাজনীতিতে থাকতে চান বলে এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন ৷ অন্যদিকে তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বিজেপির সমর্থন পেলে তবেই তিনি বিরোধীদের তরফ থেকে প্রার্থী হবেন ৷ অর্থাৎ তিনি সর্বসম্মত প্রার্থী হতে চাইছেন ৷

এই পরিস্থিতিতে আগামিকাল, মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠকে বসছে বিরোধীরা ৷ আগের বৈঠকটি ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এবার বৈঠক ডেকেছেন শরদ পাওয়ার ৷ সেই বৈঠকে মমতার প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (TMC Leader Abhishek Banerjee) ৷

এখন দেখার ওই বৈঠকে যশবন্ত সিনহার নাম রাষ্ট্রপতি পদে প্রার্থী করার জন্য ওঠে কি না !

আরও পড়ুন : Abhishek Banerjee : পাওয়ার-বৈঠকে মমতার প্রতিনিধি অভিষেক, জাতীয়স্তরে গুরুত্ব বৃদ্ধি তৃণমূল সাংসদের

কলকাতা, 20 জুন : রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) বিরোধীদের প্রার্থী বাছাইয়ে প্রথম উদ্যোগ নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ একাধিক নামও প্রস্তাব করা হয়েছে মমতার তরফে ৷ কিন্তু এবার এক তৃণমূল নেতাকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করার প্রস্তাব এল ৷

ঘাসফুল শিবির সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের কাছে এই প্রস্তাব এসেছে বিজেপি বিরোধী একটি রাজনৈতিক দলের তরফে ৷ সেই প্রস্তাবে যশবন্ত সিনহাকে (TMC Leader Yashwant Sinha) রাষ্ট্রপতি পদে প্রার্থী করার কথা বলা হয়েছে ৷ যশবন্ত বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে এসেছেন ৷ তিনি অটলবিহারী বাজপেয়ীর সরকারে মন্ত্রীও ছিলেন ৷

যদিও এখনই তৃণমূলের (Trinamool Congress) তরফে বিষয়টিতে সম্মতি জানানো হয়নি বলে খবর ৷ তবে সর্বসম্মতভাবে এমন প্রস্তাব বিরোধীদের তরফে এলে, তা ভেবে দেখা হবে বলে তৃণমূলের শীর্ষস্তর থেকে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচন ৷ বিজেপির তরফে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ৷ কিন্তু বিরোধীদের তরফে সর্বসম্মতভাবে একজন প্রার্থী বাছাই করতে প্রচেষ্টা শুরু হয়েছে ৷ গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৈঠক হয়েছে নয়াদিল্লিতে ৷

সেই বৈঠকে কংগ্রেস-সহ 17টি বিরোধী দল উপস্থিত ছিল ৷ সেখানে সর্বসম্মতভাবে এনসিপি প্রধান শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) নাম প্রস্তাব করা হয় ৷ কিন্তু তিনি সেই প্রস্তাব খারিজ করে দেন ৷ সেই সময় মমতা ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধির নাম প্রস্তাব করেন ৷

দু’জনেই সেই প্রস্তাব খারিজ করেছেন ৷ ফারুক আবদুল্লা রাজনীতিতে থাকতে চান বলে এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন ৷ অন্যদিকে তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বিজেপির সমর্থন পেলে তবেই তিনি বিরোধীদের তরফ থেকে প্রার্থী হবেন ৷ অর্থাৎ তিনি সর্বসম্মত প্রার্থী হতে চাইছেন ৷

এই পরিস্থিতিতে আগামিকাল, মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠকে বসছে বিরোধীরা ৷ আগের বৈঠকটি ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এবার বৈঠক ডেকেছেন শরদ পাওয়ার ৷ সেই বৈঠকে মমতার প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (TMC Leader Abhishek Banerjee) ৷

এখন দেখার ওই বৈঠকে যশবন্ত সিনহার নাম রাষ্ট্রপতি পদে প্রার্থী করার জন্য ওঠে কি না !

আরও পড়ুন : Abhishek Banerjee : পাওয়ার-বৈঠকে মমতার প্রতিনিধি অভিষেক, জাতীয়স্তরে গুরুত্ব বৃদ্ধি তৃণমূল সাংসদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.