ETV Bharat / city

পিকে-আইপ্যাকের জোড়াফলায় মোদিকে হারানোর পরিকল্পনা কষছে মমতার দল

প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে আরও পাঁচ বছরের জন্য গাঁটছড়া বাঁধতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ শাসক দলের সূত্র থেকে অবশ্য এমনটাই জানা গিয়েছে ৷ আবার পিকে ব্যক্তিগত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে থাকবেন বলে খবর ৷

prashant-kishor-and-ipac-separetly-help-mamata-banerjee-trinamool-congress-to-defeat-narendra-modi
পিকে-আইপ্যাকের জোড়াফলায় মোদিকে হারানোর পরিকল্পনা কষছে মমতার দল
author img

By

Published : Jun 15, 2021, 2:31 PM IST

Updated : Jun 15, 2021, 4:18 PM IST

কলকাতা, 15 জুন : ঊনিশে হাফ, একুশে সাফ ৷

2019 সালের লোকসভা নির্বাচনের আগে এই স্লোগানই তুলেছিল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ ভোটের ফলও হয়েছিল এই স্লোগানের সঙ্গে ভারসাম্য বজায় রেখে ৷ লোকসভায় তৃণমূল কংগ্রেসের (AITC) আসন 2014-র নিরিখে কার্যত অর্ধেক করে দিয়েছিল বঙ্গ-বিজেপি ৷ কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলের সঙ্গে স্লোগানের শেষ অংশের কোনও মিল নেই ৷ বরং ডাবল সেঞ্চুরি মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে তৃণমূল কংগ্রেসের এই সাফল্যের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhiske Banerjee) কৃতিত্ব যতটা, ঠিক ততটাই কৃতিত্ব রয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor)৷ তাঁর বেঁধে দেওয়া পথে হেঁটেই বঙ্গে গেরুয়া হাওয়া থামিয়ে দিতে পেরেছে ঘাসফুল শিবির ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাত্রা ধনকড়ের, সফর নিয়ে জল্পনা

তাই প্রশ্ন উঠেছে যে এর পর কী হবে ? তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের এই ‘বন্ধন’ কি অটুট থাকবে ? প্রশান্ত কিশোর, যিনি এখন পিকে নামেই বেশি পরিচিত, তিনি অবশ্য জানিয়ে রেখেছেন যে ভোটকুশলীর দায়িত্ব তিনি পালন করতে চান না ৷ কিন্তু এর পরিবর্তে আগামিদিনে রাজনীতিতে তাঁর ভূমিকা ঠিক কী হবে, তা নিয়ে এখনও তিনি ধোঁয়াশা বজায় রেখেছেন ৷

এই পরিস্থিতিতে পিকের কিছু পদক্ষেপ অবশ্য তাঁর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি করেছে৷ তিনি এবার সরাসরি রাজনীতিতে যোগদান করতে চলেছেন বলেও জল্পনা চলছে ৷ কিন্তু তাঁর সংস্থা আইপ্যাকের (IPAC) সঙ্গে তৃণমূলের সম্পর্ক কিন্তু অটুট থাকছে বলে খবর ৷ যদিও এই নিয়ে ঘাসফুল শিবিরের তরফে প্রকাশ্যে কিছু জানানো হয়নি ৷

তবে তৃণমূলের একটি সূত্র বলছে যে 2026 সাল পর্যন্ত আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া থাকবে শাসক দলের ৷ কেন ? কী লাভ হবে এতে ? এই সব প্রশ্নের উত্তর অবশ্য প্রকাশ্যে কোনও শাসক-নেতাই দিতে চাইছেন না ৷ নাম না প্রকাশ করার শর্তে এক নেতা জানালেন, আইপ্যাকের সঙ্গে যুক্ত হওয়ার পর তৃণমূলের ভাল হয়েছে ৷ তাই এই সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হবে সেটাই স্বাভাবিক ৷

আরও পড়ুন : Vinay Mishra : শুভেন্দুকে আইনি নোটিশ কয়লা ও গরু পাচার কাণ্ডে ফেরার বিনয়ের

তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, এ-বারের নির্বাচনে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব জাতীয় রাজনীতিতে অনেকটাই বাড়িয়ে দিয়েছে ৷ তাই 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর লক্ষ্যে এখন থেকেই লড়াই শুরু করতে চাইছেন দলনেত্রী ৷ মোদিকে (Narendra Modi) হারানো যে তাঁর পরবর্তী লক্ষ্য, সেটাও স্পষ্ট করে দিয়েছেন মমতা নিজেই ৷

এই পরিস্থিতিতে দ্বিমুখী কৌশল নিতে চলেছে তৃণমূল ৷ দলের ওই সূত্র জানাচ্ছে, একদিকে প্রশান্ত কিশোর ব্যক্তিগত ভাবে দলের সঙ্গে যুক্ত থাকবেন ৷ তিনি জাতীয় স্তরে তৃণমূলের বিস্তার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবেন ৷ মোদি বিরোধী দলগুলিকে একছাতার তলায় এনে নতুন প্রচার পরিকল্পনা করবেন ৷ যার উদাহরণ, শরদ পাওয়ারের সঙ্গে পিকের বৈঠক ৷

আরও পড়ুন : রাজভবনের 'অধিকার' কেড়ে দিনের শেষে শোভন বাড়ল নাকতলার

এর জন্য হয়তো তাঁকে আগামিদিনে সংসদেও দেখা যেতে পারে বলে খবর ৷ তৃণমূলের ওই সূত্র বলছে যে আগামিদিনে তিনজনকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠাতে আগ্রহী দল ৷ তাঁদের একজন মুকুল রায় (Mukul Roy), যিনি সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন ৷ দ্বিতীয় জন যশবন্ত সিনহা (Yashwant Sinha), যিনি ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ আর তৃতীয় নামটি প্রশান্ত কিশোরের ৷

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জন্য এই রাজ্যে কাজ করে যাবে আইপ্যাক ৷ আগের মতো প্রচার পরিকল্পনা, কোন প্রকল্প সরকারের জন্য ভাল হবে সেই সব দেখাশোনা করার দায়িত্বে থাকবে পিকের এই সংস্থা ৷

আরও পড়ুন : Rajib Banerjee : এবার ডোমজুড়ে রাজীবের তৃণমূলে ফেরা আটকাতে কুশপুতুল দাহ করে বিক্ষোভ

এখন প্রশ্ন হচ্ছে, এই দ্বিমুখী কৌশল কি তৃণমূলের জন্য লাভজনক হবে ? এই ভাবে কি দিল্লির মসনদ থেকে মোদিকে সরানো সম্ভব ? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার তথা রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী জানিয়েছেন, প্রশান্ত কিশোরের সংস্থা যেহেতু পেশাদার ৷ তাই তারা রাজনৈতিক আবেগমুক্ত হয়ে কাজ করতে পারে ৷ সেক্ষেত্রে আগামিদিনে আইপ্যাক তৃণমূলের সঙ্গে থাকলে লাভই হবে ৷

তিনি জানিয়েছেন যে প্রশান্ত কিশোর ভারতের রাজনীতির খুঁটিনাটি রপ্ত করে ফেলেছেন ৷ তাই পিকে যাঁর সঙ্গে ছিলেন, তিনি সাফল্য পেয়েছেন ৷ আগামিদিনেও তাই হবে ৷ আর অন্য রাজনৈতিক দলগুলোরও উচিত আগামিদিনের কথা ভেবে এমন পেশাদার সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা উচিত ৷

আরও পড়ুন : মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনার হুঁশিয়ারি শুভেন্দুর

যদিও প্রশান্ত কিশোর যদি রাজ্যসভায় সাংসদ হন, তাহলে এই পেশাদারিত্ব আদৌ বজায় রাখতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজাগোপাল ধর চক্রবর্তী ৷

কলকাতা, 15 জুন : ঊনিশে হাফ, একুশে সাফ ৷

2019 সালের লোকসভা নির্বাচনের আগে এই স্লোগানই তুলেছিল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ ভোটের ফলও হয়েছিল এই স্লোগানের সঙ্গে ভারসাম্য বজায় রেখে ৷ লোকসভায় তৃণমূল কংগ্রেসের (AITC) আসন 2014-র নিরিখে কার্যত অর্ধেক করে দিয়েছিল বঙ্গ-বিজেপি ৷ কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলের সঙ্গে স্লোগানের শেষ অংশের কোনও মিল নেই ৷ বরং ডাবল সেঞ্চুরি মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে তৃণমূল কংগ্রেসের এই সাফল্যের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhiske Banerjee) কৃতিত্ব যতটা, ঠিক ততটাই কৃতিত্ব রয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor)৷ তাঁর বেঁধে দেওয়া পথে হেঁটেই বঙ্গে গেরুয়া হাওয়া থামিয়ে দিতে পেরেছে ঘাসফুল শিবির ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাত্রা ধনকড়ের, সফর নিয়ে জল্পনা

তাই প্রশ্ন উঠেছে যে এর পর কী হবে ? তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের এই ‘বন্ধন’ কি অটুট থাকবে ? প্রশান্ত কিশোর, যিনি এখন পিকে নামেই বেশি পরিচিত, তিনি অবশ্য জানিয়ে রেখেছেন যে ভোটকুশলীর দায়িত্ব তিনি পালন করতে চান না ৷ কিন্তু এর পরিবর্তে আগামিদিনে রাজনীতিতে তাঁর ভূমিকা ঠিক কী হবে, তা নিয়ে এখনও তিনি ধোঁয়াশা বজায় রেখেছেন ৷

এই পরিস্থিতিতে পিকের কিছু পদক্ষেপ অবশ্য তাঁর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি করেছে৷ তিনি এবার সরাসরি রাজনীতিতে যোগদান করতে চলেছেন বলেও জল্পনা চলছে ৷ কিন্তু তাঁর সংস্থা আইপ্যাকের (IPAC) সঙ্গে তৃণমূলের সম্পর্ক কিন্তু অটুট থাকছে বলে খবর ৷ যদিও এই নিয়ে ঘাসফুল শিবিরের তরফে প্রকাশ্যে কিছু জানানো হয়নি ৷

তবে তৃণমূলের একটি সূত্র বলছে যে 2026 সাল পর্যন্ত আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া থাকবে শাসক দলের ৷ কেন ? কী লাভ হবে এতে ? এই সব প্রশ্নের উত্তর অবশ্য প্রকাশ্যে কোনও শাসক-নেতাই দিতে চাইছেন না ৷ নাম না প্রকাশ করার শর্তে এক নেতা জানালেন, আইপ্যাকের সঙ্গে যুক্ত হওয়ার পর তৃণমূলের ভাল হয়েছে ৷ তাই এই সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হবে সেটাই স্বাভাবিক ৷

আরও পড়ুন : Vinay Mishra : শুভেন্দুকে আইনি নোটিশ কয়লা ও গরু পাচার কাণ্ডে ফেরার বিনয়ের

তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, এ-বারের নির্বাচনে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব জাতীয় রাজনীতিতে অনেকটাই বাড়িয়ে দিয়েছে ৷ তাই 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর লক্ষ্যে এখন থেকেই লড়াই শুরু করতে চাইছেন দলনেত্রী ৷ মোদিকে (Narendra Modi) হারানো যে তাঁর পরবর্তী লক্ষ্য, সেটাও স্পষ্ট করে দিয়েছেন মমতা নিজেই ৷

এই পরিস্থিতিতে দ্বিমুখী কৌশল নিতে চলেছে তৃণমূল ৷ দলের ওই সূত্র জানাচ্ছে, একদিকে প্রশান্ত কিশোর ব্যক্তিগত ভাবে দলের সঙ্গে যুক্ত থাকবেন ৷ তিনি জাতীয় স্তরে তৃণমূলের বিস্তার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবেন ৷ মোদি বিরোধী দলগুলিকে একছাতার তলায় এনে নতুন প্রচার পরিকল্পনা করবেন ৷ যার উদাহরণ, শরদ পাওয়ারের সঙ্গে পিকের বৈঠক ৷

আরও পড়ুন : রাজভবনের 'অধিকার' কেড়ে দিনের শেষে শোভন বাড়ল নাকতলার

এর জন্য হয়তো তাঁকে আগামিদিনে সংসদেও দেখা যেতে পারে বলে খবর ৷ তৃণমূলের ওই সূত্র বলছে যে আগামিদিনে তিনজনকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠাতে আগ্রহী দল ৷ তাঁদের একজন মুকুল রায় (Mukul Roy), যিনি সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন ৷ দ্বিতীয় জন যশবন্ত সিনহা (Yashwant Sinha), যিনি ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ আর তৃতীয় নামটি প্রশান্ত কিশোরের ৷

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জন্য এই রাজ্যে কাজ করে যাবে আইপ্যাক ৷ আগের মতো প্রচার পরিকল্পনা, কোন প্রকল্প সরকারের জন্য ভাল হবে সেই সব দেখাশোনা করার দায়িত্বে থাকবে পিকের এই সংস্থা ৷

আরও পড়ুন : Rajib Banerjee : এবার ডোমজুড়ে রাজীবের তৃণমূলে ফেরা আটকাতে কুশপুতুল দাহ করে বিক্ষোভ

এখন প্রশ্ন হচ্ছে, এই দ্বিমুখী কৌশল কি তৃণমূলের জন্য লাভজনক হবে ? এই ভাবে কি দিল্লির মসনদ থেকে মোদিকে সরানো সম্ভব ? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার তথা রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী জানিয়েছেন, প্রশান্ত কিশোরের সংস্থা যেহেতু পেশাদার ৷ তাই তারা রাজনৈতিক আবেগমুক্ত হয়ে কাজ করতে পারে ৷ সেক্ষেত্রে আগামিদিনে আইপ্যাক তৃণমূলের সঙ্গে থাকলে লাভই হবে ৷

তিনি জানিয়েছেন যে প্রশান্ত কিশোর ভারতের রাজনীতির খুঁটিনাটি রপ্ত করে ফেলেছেন ৷ তাই পিকে যাঁর সঙ্গে ছিলেন, তিনি সাফল্য পেয়েছেন ৷ আগামিদিনেও তাই হবে ৷ আর অন্য রাজনৈতিক দলগুলোরও উচিত আগামিদিনের কথা ভেবে এমন পেশাদার সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা উচিত ৷

আরও পড়ুন : মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনার হুঁশিয়ারি শুভেন্দুর

যদিও প্রশান্ত কিশোর যদি রাজ্যসভায় সাংসদ হন, তাহলে এই পেশাদারিত্ব আদৌ বজায় রাখতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজাগোপাল ধর চক্রবর্তী ৷

Last Updated : Jun 15, 2021, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.