ETV Bharat / city

ট্রাক চলাচলের জন্য হুগলি নদীর নিচে টানেলের পরিকল্পনা পোর্ট ট্রাস্টের - বন্দর

হগলি নদীর নিচ দিয়ে কন্টেনার চলাচলের জন্য টানেল তৈরি হলে রাস্তায় যানজট কমবে ৷ বন্দর কর্তৃপক্ষের আশা, প্রায় 800 ট্রাকের ভিড় কমে যাবে কলকাতার রাস্তা থেকে ৷

Kolkata port trust
কলকাতা বন্দর কর্তৃপক্ষ
author img

By

Published : Jul 27, 2020, 7:13 AM IST

কলকাতা, 27 জুলাই : ট্রাক চলাচলের জন্য হুগলি নদীর তলা দিয়ে টানেল তৈরির চিন্তা-ভাবনা করছে কলকাতা পোর্ট ট্রাস্ট ৷ নদীর এক পাড় থেকে আর এক পাড়ে যাতে ট্রাক সহজে যাতায়াত করতে পারে, তার জন্য এই পরিকল্পনা করেছে পোর্ট ট্রাস্ট ৷ এর ফলে শহরের রাস্তায় যানজট কমবে বলে আশা করা হচ্ছে ৷

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে হুগলি নদীর তলা দিয়ে সফলভাবে টানেল তৈরি করা হয়েছে ৷ মেট্রো টানেলে অনুপ্রাণিত হয়ে পোর্ট ট্রাস্টের কর্তারা কন্টেনার ট্রাক চলাচলের জন্য নদীর তলা দিয়ে রাস্তা তৈরি করতে চাইছেন ৷ এর জন্য একজন বিশেষজ্ঞকে নিয়োগ করা হতে পারে ৷ তিনি সমস্ত বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে ৷ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার বলেন, ‘‘বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে আমি এই ধরনের টানেল দেখেছি ৷ সেখান থেকে আমার মাথায় এই পরিকল্পনা আসে ৷’’ হুগলির তলা দিয়ে কন্টেনার চলাচলের জন্য টানেল তৈরি হলে শহরের রাস্তা থেকে 700-800 ট্রাকের ভিড় কমে যাবে বলে মনে করা হচ্ছে ৷ গার্ডেনরিচ সার্কুলার রোড, খিদিরপুর রোড, হেস্টিংস এবং দ্বিতীয় হুগলি সেতু হয়ে টানেল তৈরি হতে পারে ৷ টানেল শেষ হবে হুগলির আর এক দিকে হাওড়ায় ৷

বন্দরে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে COVID-19’এর প্রভাব সম্পর্কে চেয়ারম্যান বিনীত কুমার বলেন, ‘‘আটজন নাবিক গত সপ্তাহে কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ সব মিলিয়ে 180 জন বন্দর কর্মী কোরোনা আক্রান্ত ৷ আমরা বন্দরের কাজকর্ম একদিনের জন্যও বন্ধ রাখিনি ৷’’

কলকাতা, 27 জুলাই : ট্রাক চলাচলের জন্য হুগলি নদীর তলা দিয়ে টানেল তৈরির চিন্তা-ভাবনা করছে কলকাতা পোর্ট ট্রাস্ট ৷ নদীর এক পাড় থেকে আর এক পাড়ে যাতে ট্রাক সহজে যাতায়াত করতে পারে, তার জন্য এই পরিকল্পনা করেছে পোর্ট ট্রাস্ট ৷ এর ফলে শহরের রাস্তায় যানজট কমবে বলে আশা করা হচ্ছে ৷

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে হুগলি নদীর তলা দিয়ে সফলভাবে টানেল তৈরি করা হয়েছে ৷ মেট্রো টানেলে অনুপ্রাণিত হয়ে পোর্ট ট্রাস্টের কর্তারা কন্টেনার ট্রাক চলাচলের জন্য নদীর তলা দিয়ে রাস্তা তৈরি করতে চাইছেন ৷ এর জন্য একজন বিশেষজ্ঞকে নিয়োগ করা হতে পারে ৷ তিনি সমস্ত বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে ৷ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার বলেন, ‘‘বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে আমি এই ধরনের টানেল দেখেছি ৷ সেখান থেকে আমার মাথায় এই পরিকল্পনা আসে ৷’’ হুগলির তলা দিয়ে কন্টেনার চলাচলের জন্য টানেল তৈরি হলে শহরের রাস্তা থেকে 700-800 ট্রাকের ভিড় কমে যাবে বলে মনে করা হচ্ছে ৷ গার্ডেনরিচ সার্কুলার রোড, খিদিরপুর রোড, হেস্টিংস এবং দ্বিতীয় হুগলি সেতু হয়ে টানেল তৈরি হতে পারে ৷ টানেল শেষ হবে হুগলির আর এক দিকে হাওড়ায় ৷

বন্দরে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে COVID-19’এর প্রভাব সম্পর্কে চেয়ারম্যান বিনীত কুমার বলেন, ‘‘আটজন নাবিক গত সপ্তাহে কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ সব মিলিয়ে 180 জন বন্দর কর্মী কোরোনা আক্রান্ত ৷ আমরা বন্দরের কাজকর্ম একদিনের জন্যও বন্ধ রাখিনি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.