কলকাতা, 27 ফেব্রুয়ারি : অবশেষে আজ বিকেলে SSKM হাসপাতাল থেকে ছাড়া হল দিব্যাংশ ভকতকে । পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম হয়েছিল বছর ছয়ের নাবালক । 14 ফেব্রুয়ারি থেকে SSKM হাসপাতালে তার চিকিৎসা চলছিল । অবশেষে 13 দিন বাদে ছাড়া হল হাসপাতাল থেকে । তবে আজ বাড়ি না গিয়ে কলকাতাতেই বাবা-মায়ের সঙ্গে থাকবে দিব্যাংশ ৷ কাল বাড়ি যাবেন বলে জানিয়েছেন দিব্যাংশর বাবা গোপীনাথ ভকত ৷ এক সপ্তাহ পর ফের হাসপাতালে চেকআপের জন্য আসতে হবে ।
14 ফেব্রুয়ারি হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় যারা জখম হয়েছিল, তাদের মধ্যে দিব্যাংশ ভকত এবং ঋষভ সিংয়ের আঘাত গুরুতর ছিল । দুই শিশুকেই ওই দিন ইমামবাড়া হাসপাতাল থেকে গ্রিন করিডর তৈরি করে আনা হয়েছিল SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে । দু'জনের ফুসফুসে জল-কাদা ঢুকে গেছিল । ওইদিনই ঋষভ সিংয়ের প্রাণ সংশয় দেখা দিয়েছিল । যার জেরে, সেইদিন রাতেই তাকে ট্রমা কেয়ার সেন্টার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সায়েন্সেস (CTVS) বিভাগে । সেখানে তাকে ECMO (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন)-র সাপোর্টে রাখা হয়েছিল । তবে, শেষ রক্ষা হয়নি । 21 ফেব্রুয়ারি ভোর পাঁচটা নাগাদ তার মৃত্যু হয় । এদিকে দিব্যাংশ ভকতের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল । তবে তার সংকট কাটেনি বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ । কারণ যে কোনও সময় তার ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন চিকিৎসকরা ।
বুধবার দিব্যাংশের বাবা গোপীনাথ ভকত জানিয়েছিলেন, "দিব্যাংশ এখন অনেক ভালো আছে । আগামীকাল অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হচ্ছে । আগামীকাল হয়ত ওকে হাসপাতাল থেকে ছাড়া হবে ।" দিব্যাংশকে আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে কি না, সেই বিষয়ে আজ চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়ে জানাবেন বলে বুধবার রাতে জানিয়েছিলেন SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র । হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা দিব্যাংশের শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করেন । তাঁরা সিদ্ধান্ত নেন, আজ দিব্যাংশকে হাসপাতাল থেকে ছাড়া হবে । আজ দুপুরের পরে MSVP বলেন, "দিব্যাংশ এখন ভালো আছে । এখন ওর সংক্রমণ নেই । আজ সন্ধে নাগাদ হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" ফলো আপে আসতে হবে । তবে, এমারজেন্সি প্রয়োজন দেখা দিলেও দিব্যাংশকে নিয়ে হাসপাতালে আসার কথা জানিয়েছেন চিকিৎসকরা । তারপরই বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয় ৷
আজ দুপুরের পরে দিব্যাংশের বাবা গোপীনাথ ভকতের কাছে জানতে চাওয়া হয় আজ কি বৈদ্যবাটির বাড়িতে ফিরবেন? তিনি বলেন, "এক সপ্তাহ পরে দিব্যাংশকে চেক আপের জন্য আনতে হবে । আজ বৈদ্যবাটি না ফিরে কলকাতায়ও থাকতে পারি ।" দিব্যাংশ ভালে আছে ৷ কিন্তু ঋষভ যে আর বেঁচে নেই এই বিষয়টা দিব্যাংশ ভকতের বাবা গোপীনাথ ভকত এবং মা রিমা ভকতকে এখনও পীড়া দিচ্ছে । গোপীনাথ ভকত বলেন, "খুব দুঃখজনক ।"