ETV Bharat / city

অবস্থার উন্নতি হলেও দিব্যাংশ এখনও পুরোপুরি সুস্থ নয়

ঋষভের মতোই পোলবায় পুলকার দুর্ঘটনায় গুরুতর জখম হয় দিব্যাংশ। বর্তমানে SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারের HDU বিভাগে তার চিকিৎসা চলছে। দিব্যাংশ-র শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনই তাকে পুরোপুরি সুস্থ বলতে রাজি নন চিকিৎসকরা৷

Pool car accident: Dibyangsha
দিব্যাংশ
author img

By

Published : Feb 25, 2020, 12:04 PM IST

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: পোলবায় পুলকার দুর্ঘটনায় গুরুতর জখম শিশু দিব্যাংশ ভকতের শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে সম্পূর্ণ সুস্থ বলতে পারছেন না চিকিৎসকরা। যে কোনও সময় সংক্রমণ ফের থাবা বসাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, আগের তুলনায় সে এখন অনেকটাই ভালো আছে৷ বর্তমানে ওই শিশুর চিকিৎসা চলছে SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের HDU (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) বিভাগে।

গত ১৪ ফেব্রুয়ারি হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় গুরুতর জখম দিব্যাংশ ভকত এবং ঋষভ সিং-কে ইমামবাড়া হাসপাতাল থেকে ওই দিনই গ্রিন করিডর গড়ে নিয়ে আসা হয়েছিল SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। দুই শিশুর ফুসফুসে জল-কাদা ঢুকে গিয়েছিল। এদের মধ্যে ঋষভ সিং-এর দুর্ঘটনার দিনেই প্রাণ সংশয় দেখা দেয়। যার জেরে রাতে তাকে ট্রমা কেয়ার সেন্টার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সায়েন্সেস (CTVS) বিভাগে। সেখানে তাকে ECMO (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন)-র সাপোর্টে রাখা হয়েছিল। তবু শেষ রক্ষা হয়নি। আট দিনের লড়াই শেষে গত শুক্রবার ভোর পাঁচটায় ঋষভের মৃত্যু হয়। তবে চিকিৎসার শুরু থেকেই দিব্যাংশ ভকতের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল।

সোমবার SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, "দিব্যাংশ ভকতের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তবে, পুরোপুরি সংকট কেটে গিয়েছে বলব না।" একই কারণে ওই শিশুকে আর কত দিন হাসপাতালে রাখা হবে, সেই বিষয়ে সোমবার কিছু বলতে পারেননি চিকিৎসকরা। তবে দিব্যাংশ এখন খাওয়া-দাওয়া, হাঁটা, খেলাধুলা সবই করছে। নর্মাল ডায়েট দেওয়া হচ্ছে। তবে নরম খাবার, জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷

দিব্যাংশ ভকতের বাবা গোপীনাথ ভকত সোমবার জানান, "দিব্যাংশ-র সঙ্গে তার মা-ও এখন হাসপাতালে রয়েছেন।"

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: পোলবায় পুলকার দুর্ঘটনায় গুরুতর জখম শিশু দিব্যাংশ ভকতের শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে সম্পূর্ণ সুস্থ বলতে পারছেন না চিকিৎসকরা। যে কোনও সময় সংক্রমণ ফের থাবা বসাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, আগের তুলনায় সে এখন অনেকটাই ভালো আছে৷ বর্তমানে ওই শিশুর চিকিৎসা চলছে SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের HDU (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) বিভাগে।

গত ১৪ ফেব্রুয়ারি হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় গুরুতর জখম দিব্যাংশ ভকত এবং ঋষভ সিং-কে ইমামবাড়া হাসপাতাল থেকে ওই দিনই গ্রিন করিডর গড়ে নিয়ে আসা হয়েছিল SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। দুই শিশুর ফুসফুসে জল-কাদা ঢুকে গিয়েছিল। এদের মধ্যে ঋষভ সিং-এর দুর্ঘটনার দিনেই প্রাণ সংশয় দেখা দেয়। যার জেরে রাতে তাকে ট্রমা কেয়ার সেন্টার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সায়েন্সেস (CTVS) বিভাগে। সেখানে তাকে ECMO (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন)-র সাপোর্টে রাখা হয়েছিল। তবু শেষ রক্ষা হয়নি। আট দিনের লড়াই শেষে গত শুক্রবার ভোর পাঁচটায় ঋষভের মৃত্যু হয়। তবে চিকিৎসার শুরু থেকেই দিব্যাংশ ভকতের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল।

সোমবার SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, "দিব্যাংশ ভকতের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তবে, পুরোপুরি সংকট কেটে গিয়েছে বলব না।" একই কারণে ওই শিশুকে আর কত দিন হাসপাতালে রাখা হবে, সেই বিষয়ে সোমবার কিছু বলতে পারেননি চিকিৎসকরা। তবে দিব্যাংশ এখন খাওয়া-দাওয়া, হাঁটা, খেলাধুলা সবই করছে। নর্মাল ডায়েট দেওয়া হচ্ছে। তবে নরম খাবার, জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷

দিব্যাংশ ভকতের বাবা গোপীনাথ ভকত সোমবার জানান, "দিব্যাংশ-র সঙ্গে তার মা-ও এখন হাসপাতালে রয়েছেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.