কলকাতা, 22 জুলাই : পার্ক স্ট্রিটের (Park Street) পাঁচতারা হোটেলে ডিজে গান বাজিয়ে নাচগানের আড়ালে কি রয়েছে অন্য কোনও গল্প ? এখনও অবধি এই ঘটনায় 12 জনের বেশি লোককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । তদন্তে নেমে একাধিক সূত্র এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পেয়ে তদন্তকারীদের সন্দেহ, শুধু যে ডিজে বক্স বাজিয়ে নাচ-গান হত সেখানে, তেমনটা নয় । বরং সেটা ছিল শুধুমাত্র দেখানো । ভিতরে রয়েছে অন্য কোনও গল্প ।
এখনও পর্যন্ত 12 জনের বেশি লোককে জিজ্ঞাসাবাদ করেও এই ঘটনায় বেশিরভাগ প্রশ্নের উত্তরই এখনও হাতড়ে বেড়াচ্ছে লালবাজার । সেই প্রশ্নগুলি হল, কেন বাইরে থেকে মহিলাদের নামে রুম বুকিং থাকত ? তাঁরা আদতে কারা ? কেন তাঁরা আসতেন ? রোজ কীভাবে শুধু ডিজে গান বাজিয়ে নাচ-গানের আসর বসত ? পাশাপাশি উল্লেখযোগ্য প্রশ্ন হল, কীভাবে সেখানে মাদক সরবরাহ হল ? কে বা কারা মাদক সরবরাহ করেছিল ? এসব একাধিক প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে লালবাজার ।
তদন্তকারীদের অনুমান, সেখানে হয়ত দেহ ব্যবসা থাকলেও থাকতে পারে । দিনের পর দিন হোটেলে ডিজে গান বাজিয়ে নাচ-গানের আড়ালে চালানো হচ্ছিল রেভ পার্টি ৷ দেদার মাদক সেবন করা হত সেখানে । উদ্ধার হওয়া মাদকগুলি ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । কিন্তু গোয়েন্দাদের অনুমান, কোকেন জাতীয় পার্টি ড্রাগ ছাড়াও সেখানে ছিল রেপ-ডেট বা এক্সটাসির মতো যৌন উত্তজনা বর্ধনকারী ট্যাবলেটও । তদন্তে পুলিশ জানতে পেরেছে একাধিক বিদেশিনীর আগমন হত ওই পার্টিতে ৷ ফলে এখনও পর্যন্ত এই ঘটনায় পারিপার্শ্বিক যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তা থাকে তদন্তকারীদের সন্দেহ, সেখানে ডিজে গানের জলসার আড়ালে চলত রেভ পাটি ।
গত শনিবার রাত দেড়টা নাগাদ পার্ক হোটেলে গোপন অভিযান চালায় কলকাতা পুলিশ । দেখা যায় করিডরে তারস্বরে ডিজে গান বাজছে ৷ করোনার বিধি-নিষেধ এখনও পশ্চিমবঙ্গ থেকে ওঠেনি । আর তার মধ্যেই কীভাবে হোটেল কর্তৃপক্ষ ডিজে পার্টিতে সায় দিল ? সেই নিয়ে উঠছে প্রশ্ন । পুলিশ পার্টিতে রেড করলে পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায় একদল যুবক-যুবতীর । অভিযোগ, সেখানেই পুলিশকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে । এরপর এই লালবাজার থেকে বিশেষ বাহিনী গিয়ে মোট 37 জনকে গ্রেফতার করে । বাজেয়াপ্ত হয়েছে ডিজে মিউজিক বাজানোর মেশিনপত্র ও দু'টি অভিজাত গাড়ি । পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে লালবাজার । জানা গিয়েছে, হোটেল কর্তৃপক্ষের মোট দু'জনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ চলছে ।
কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা বলেন, বেশ কিছুদিন ধরে পার্ক স্ট্রিট থানায় একটি অভিযোগ জমা পড়েছিল । সেই অভিযোগে বলা হচ্ছিল রাত বাড়লেই ওই হোটেল থেকে ডিজে গান ভেসে আসছে এবং বেশ কিছু উদ্যাম যুবক-যুবতী নাচ-গান করছেন । তাই পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে ।
আরও পড়ুন : পার্ক স্ট্রিটের হোটেলে কী প্রকৃতির মাদক সেবন করা হচ্ছিল ? উত্তর খুঁজছে লালবাজার