কলকাতা, 16 অক্টোবর : পটাশপুরে দলীয় কর্মী মদন গড়াইয়ের মৃতদেহ নিয়ে BJP-র মিছিল বউবাজারের কাছে আসতেই আটকে দিল পুলিশ । BJP-র সদর কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্বে ছিলেন লকেট চট্টোপাধ্যায় । কিন্তু মিছিলটি বউবাজার পৌঁছাতেই শুরু হয় গন্ডগোল । মিছিল আটকে দেয় পুলিশ । লকেট চট্টোপাধ্যায়-সহ BJP-র কর্মীরা রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন ।
কিছুদিন আগেই পটাশপুরের BJP কর্মী মদন গড়াইকে গ্রেপ্তার করা হয়েছিল । গতকাল SSKM হাসপাতালে তাঁর মৃত্যু হয় । দলীয় কর্মীর মৃত্যুর পর থেকেই প্রতিবাদে সরব হয় গেরুয়া শিবির । BJP-র অভিযোগ, পুলিশি হেপাজতেই মৃত্যু হয়েছে মদন গড়াইয়ের ।
আজ SSKM হাসপাতাল থেকে দলীয় কর্মীর দেহ নিয়ে আসা হয় BJP-র সদর কার্যালয়ে । সেখান থেকে লকটে চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দেহ নিয়ে মিছিল শুরু হয় । BJP-র সদর কার্যালয় থেকে রাজভবন পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল । কিন্তু মিছিল রাজভবন পর্যন্ত পৌঁছানোর আগেই বৌবাজারে আটকে দেয় পুলিশ । পুলিশের দাবি, মিছিলের জন্য আগাম কোনও অনুমতি ছিল না । শুরু হয় গন্ডগোল । রাস্তার উপর বসেই প্রতিবাদ শুরু করেন BJP-র নেতা ও কর্মীরা ।
আরও পড়ুন : গোরু-বালি পাচারের টাকা পিসি ভাইপোর কম্পানিতে যাচ্ছে : লকেট
এদিকে BJP শিবির দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল । দেহের পুনরায় ময়নাতদন্তের আবেদন জানানো হয়েছিল হাইকোর্টে । আর্জি করা হয়েছিল CBI তদন্তেরও । এর প্রেক্ষিতে আজ লকেট চট্টোপাধ্যায় বলেন, "আবার নতুন করে দেহের ময়নাতদন্ত হবে । আগের ময়নাতদন্ত হাইকোর্ট আর বিশ্বাস করছে না । নতুন পোস্টমর্টেমের ভিডিয়ো রেকর্ডিং হবে । নতুন রিপোর্ট পাওয়ার পরে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে । সেখানে পুলিশ কিছু করতে পারবে না ।"