ETV Bharat / city

Police Stop Sukanta : সুকান্তকে আটকাল বিধাননগর পুলিশ, বাধা দেওয়ায় ব্যাপক ধস্তাধস্তি

সুকান্ত মজুমদারকে আটকানোকে কেন্দ্র করে উত্তপ্ত নিউটাউন (Police Stop Sukanta Majumder that Leads to Pandemonium) ৷ বিজেপির রাজ্য সভাপতিকে হাওড়ায় যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷

sukanta-majumder-is-house-arrest-by-bidhannagar-police
sukanta-majumder-is-house-arrest-by-bidhannagar-police
author img

By

Published : Jun 11, 2022, 2:23 PM IST

Updated : Jun 11, 2022, 7:09 PM IST

কলকাতা, 11 জুন : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ বাড়িতেই তাঁকে আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ তা নিয়ে সুকান্তর বাড়ির সামনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ ইকো পার্ক থানার পুলিশের সঙ্গে বিজেপি কর্মী এবং সুকান্তর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় (Police Stop Sukanta Majumder that Leads to Pandemonium) ৷

সূত্রের খবর, উলুবেড়িয়ার ধূলাগড়ে উত্তেজিত এলাকায় যাওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি ৷ কিন্তু ইকো পার্ক থানার তরফে জানানো হয়, সুকান্ত মজুমদার কোথায় যাচ্ছেন, তা মুচলেকা দিয়ে জানাতে হবে ৷ এ নিয়ে বিধাননগর কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে বচসাও হয় রাজ্য বিজেপি সভাপতির ৷

পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রীর অবমাননাকর মন্তব্যের ইস্যুতে গত দু’দিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে হাওড়ার বিস্তীর্ণ এলাকা ৷ বিশেষ করে ধূলাগড়ের পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে ৷ হাওড়া সদর ও গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা আগামী সোমবার সকাল 6টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে এ দিন ধূলাগড়ে যাওয়ার জন্য নিউটাউনের বাড়ি থেকে বের হন সুকান্ত মজুমদার ৷ কিন্তু, আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এই দাবিতে বিধাননগর পুলিশ তাঁকে আটকে দেয় ৷ সুকান্তকে জানানো হয়, তিনি হাওড়ায় উত্তপ্ত এলাকায় যেতে পারবেন না ৷ আর তিনি কোথায় যাচ্ছেন ? কেন যাচ্ছেন ? সেই জায়গায় তাঁর কর্মসূচি কী ? তা পুলিশ প্রশাসনকে মুচলেকা দিয়ে জানাতে বলা হয় ৷

আরও পড়ুন : Mamata slams BJP : হাওড়ায় হিংসাত্মক ঘটনা ! বিজেপিকে তুলোধনা করে মমতা জানালেন, এসব বরদাস্ত করা হবে না

সুকান্ত মজুমদার এর প্রতিবাদ জানান, তিনি মুচলেকা দেবেন না বলে জানিয়ে দেন ৷ তবে এদিন সকালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ধূলাগড়ের উত্তপ্ত এলাকায় গিয়েছিলেন ৷ সেখানকার পরিস্থিতি ঘুরে দেখেন ৷

প্রসঙ্গত, দিলীপ ঘোষের হাওড়ার উত্তপ্ত এলাকায় যাওয়ার বিষয়টি পুলিশ প্রশাসনের জানা ছিল না বলেই সূত্রের খবর ৷ ফলে দিলীপ ঘোষ সেখানে যেতেই, রাজ্য বিজেপির অন্যান্য নেতানেত্রীদের গতিবিধির উপর রাজ্যের পুলিশ প্রশাসন নজরদারি শুরু করেছে বলেই অভিযোগ উঠেছে ৷

কলকাতা, 11 জুন : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ বাড়িতেই তাঁকে আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ তা নিয়ে সুকান্তর বাড়ির সামনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ ইকো পার্ক থানার পুলিশের সঙ্গে বিজেপি কর্মী এবং সুকান্তর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় (Police Stop Sukanta Majumder that Leads to Pandemonium) ৷

সূত্রের খবর, উলুবেড়িয়ার ধূলাগড়ে উত্তেজিত এলাকায় যাওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি ৷ কিন্তু ইকো পার্ক থানার তরফে জানানো হয়, সুকান্ত মজুমদার কোথায় যাচ্ছেন, তা মুচলেকা দিয়ে জানাতে হবে ৷ এ নিয়ে বিধাননগর কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে বচসাও হয় রাজ্য বিজেপি সভাপতির ৷

পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রীর অবমাননাকর মন্তব্যের ইস্যুতে গত দু’দিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে হাওড়ার বিস্তীর্ণ এলাকা ৷ বিশেষ করে ধূলাগড়ের পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে ৷ হাওড়া সদর ও গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা আগামী সোমবার সকাল 6টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে এ দিন ধূলাগড়ে যাওয়ার জন্য নিউটাউনের বাড়ি থেকে বের হন সুকান্ত মজুমদার ৷ কিন্তু, আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এই দাবিতে বিধাননগর পুলিশ তাঁকে আটকে দেয় ৷ সুকান্তকে জানানো হয়, তিনি হাওড়ায় উত্তপ্ত এলাকায় যেতে পারবেন না ৷ আর তিনি কোথায় যাচ্ছেন ? কেন যাচ্ছেন ? সেই জায়গায় তাঁর কর্মসূচি কী ? তা পুলিশ প্রশাসনকে মুচলেকা দিয়ে জানাতে বলা হয় ৷

আরও পড়ুন : Mamata slams BJP : হাওড়ায় হিংসাত্মক ঘটনা ! বিজেপিকে তুলোধনা করে মমতা জানালেন, এসব বরদাস্ত করা হবে না

সুকান্ত মজুমদার এর প্রতিবাদ জানান, তিনি মুচলেকা দেবেন না বলে জানিয়ে দেন ৷ তবে এদিন সকালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ধূলাগড়ের উত্তপ্ত এলাকায় গিয়েছিলেন ৷ সেখানকার পরিস্থিতি ঘুরে দেখেন ৷

প্রসঙ্গত, দিলীপ ঘোষের হাওড়ার উত্তপ্ত এলাকায় যাওয়ার বিষয়টি পুলিশ প্রশাসনের জানা ছিল না বলেই সূত্রের খবর ৷ ফলে দিলীপ ঘোষ সেখানে যেতেই, রাজ্য বিজেপির অন্যান্য নেতানেত্রীদের গতিবিধির উপর রাজ্যের পুলিশ প্রশাসন নজরদারি শুরু করেছে বলেই অভিযোগ উঠেছে ৷

Last Updated : Jun 11, 2022, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.