ETV Bharat / city

Bhowanipore Murder Case : বড়বাজারে মাত্র 18 লক্ষ টাকায় দোকান বিক্রি, কোনও ব্যবসায়ীক চাপ ছিল গুজরাতি দম্পতির ?

author img

By

Published : Jun 7, 2022, 9:10 PM IST

Updated : Jun 7, 2022, 9:23 PM IST

বড়বাজার এলাকায় দোকানের দাম খুব বেশি কিন্তু মেহেতা বিল্ডিংয়ে নিজের দোকান মাত্র 18 লক্ষ টাকায় বিক্রি করে ভবানীপুরের গুজরাতি দম্পতি ৷ ব্যবসায়ীক কোনও চাপ ছিল দম্পতির? প্রশ্নের উত্তরের খোঁজে গোয়েন্দারা (Bhowanipore Murder Case)৷

police investigating Bhowanipore Murder Case
Bhowanipore Murder Case

কলকাতা, 7 জুন : বড়বাজারে মেহেতা বিল্ডিং-এ টর্চ লাইটের পাইকারি ব্যবসার দোকান ছিল অশোক শাহের ৷ সেখানে সোনার দামে বিকয় দোকান ৷ একটা একটা দোকানের দাম অনেক বেশি হয় ৷ আবার মেহেতা বিল্ডিং-এর মতো জায়গায় সেই দোকান মাত্র 18 লক্ষ টাকায় বিক্রি করে দেন অশোক শাহ । যা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে গোয়েন্দাদের মনে (police investigating Bhowanipore Murder Case) ৷

এদিন তদন্তকারীরা বড়বাজার থানা এলাকার ওই দোকানে যান । সেখানে বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন আধিকারিকরা । কোনও আর্থিক সংকটে অশোক শাহ ভুগছিলেন কি না, তা জানার চেষ্টা করেন তারা । পাশাপাশি বড়বাজারের মতো জায়গায় নিজের দোকান মাত্র 18 লাখ টাকায় কেন তিনি বিক্রি করতে গেলেন, সেই নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে । তাহলে কি ওই দম্পতির কোনও আর্থিক চাপে ছিলেন? নাকি দোকান বিক্রির জন্য আসছিল চাপ? যদিও গোটাটাই তদন্ত সাপেক্ষ ব্যাপার বলে জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন : Bhowanipore Murder Case: লুটের উদ্দেশ্যেই গুজরাতি দম্পতি খুন ?

সকালে ভবানীপুরের ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । গোটা ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করা হয় । পাশাপাশি আজ ফরেনসিক বিশেষজ্ঞ ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন । ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিক-এর পাশাপাশি আসেন লালবাজারের সাইন্টিফিক উইংসের গোয়েন্দারাও । নানান নমুনা সেখান থেকে সংগ্রহ করা হয় । গোটা ঘটনার পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ মিলিয়ে আপাতত গোয়েন্দাদের অনুমান, আততায়ীরা ওই গুজরাতি দম্পতির অত্যন্ত পরিচিত (Bhowanipore Murder Case)।

কলকাতা, 7 জুন : বড়বাজারে মেহেতা বিল্ডিং-এ টর্চ লাইটের পাইকারি ব্যবসার দোকান ছিল অশোক শাহের ৷ সেখানে সোনার দামে বিকয় দোকান ৷ একটা একটা দোকানের দাম অনেক বেশি হয় ৷ আবার মেহেতা বিল্ডিং-এর মতো জায়গায় সেই দোকান মাত্র 18 লক্ষ টাকায় বিক্রি করে দেন অশোক শাহ । যা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে গোয়েন্দাদের মনে (police investigating Bhowanipore Murder Case) ৷

এদিন তদন্তকারীরা বড়বাজার থানা এলাকার ওই দোকানে যান । সেখানে বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন আধিকারিকরা । কোনও আর্থিক সংকটে অশোক শাহ ভুগছিলেন কি না, তা জানার চেষ্টা করেন তারা । পাশাপাশি বড়বাজারের মতো জায়গায় নিজের দোকান মাত্র 18 লাখ টাকায় কেন তিনি বিক্রি করতে গেলেন, সেই নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে । তাহলে কি ওই দম্পতির কোনও আর্থিক চাপে ছিলেন? নাকি দোকান বিক্রির জন্য আসছিল চাপ? যদিও গোটাটাই তদন্ত সাপেক্ষ ব্যাপার বলে জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন : Bhowanipore Murder Case: লুটের উদ্দেশ্যেই গুজরাতি দম্পতি খুন ?

সকালে ভবানীপুরের ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । গোটা ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করা হয় । পাশাপাশি আজ ফরেনসিক বিশেষজ্ঞ ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন । ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিক-এর পাশাপাশি আসেন লালবাজারের সাইন্টিফিক উইংসের গোয়েন্দারাও । নানান নমুনা সেখান থেকে সংগ্রহ করা হয় । গোটা ঘটনার পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ মিলিয়ে আপাতত গোয়েন্দাদের অনুমান, আততায়ীরা ওই গুজরাতি দম্পতির অত্যন্ত পরিচিত (Bhowanipore Murder Case)।

Last Updated : Jun 7, 2022, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.