ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের ইন্সপেক্টরের

author img

By

Published : Oct 28, 2020, 1:32 PM IST

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের আরও এক আধিকারিকের ৷ আজ ভোরে ইন্সপেক্টর সঞ্জয় সিংহের মৃত্যু হল ৷

কোরোনায় মৃত্যু হল কলকাতা পুলিশের ইন্সপেক্টরের
কোরোনায় মৃত্যু হল কলকাতা পুলিশের ইন্সপেক্টরের

কলকাতা, 28 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক ইন্সপেক্টরের । মৃতের নাম সঞ্জয় সিং ৷ কোরোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত কলকাতা পুলিশেই মৃত্যু হয়েছে প্রায় 18 জন কর্মীর ৷

ইন্সপেক্টর সঞ্জয় সিংহ কলকাতা আর্মড পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন ৷ একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে তিনি কোরোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন ৷ চলতি মাসেই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় ৷ নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট পজ়িটিভ আসে ৷

চিকিৎসার জন্য সঞ্জয়বাবুকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে প্রাথমিক ভাবে চিকিৎসায় সাড়া দিলেও পরে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে ৷ চিকিৎসকরা জানান, শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছিল ৷ তাঁকে ICU-তে ভরতি করা হয় ৷ আজ ভোর রাতে তাঁর মৃত্যু হয় ৷

সঞ্জয়বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নগরপাল অনুজ শর্মা ৷ কোরোনায় কলকাতা পুলিশের কর্মীদের মৃত্যুর তালিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ মৃতের তালিকায় রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, রয়েছেন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল এমনকী সিভিক ভলান্টিয়ার ৷

কলকাতা, 28 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক ইন্সপেক্টরের । মৃতের নাম সঞ্জয় সিং ৷ কোরোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত কলকাতা পুলিশেই মৃত্যু হয়েছে প্রায় 18 জন কর্মীর ৷

ইন্সপেক্টর সঞ্জয় সিংহ কলকাতা আর্মড পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন ৷ একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে তিনি কোরোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন ৷ চলতি মাসেই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় ৷ নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট পজ়িটিভ আসে ৷

চিকিৎসার জন্য সঞ্জয়বাবুকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে প্রাথমিক ভাবে চিকিৎসায় সাড়া দিলেও পরে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে ৷ চিকিৎসকরা জানান, শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছিল ৷ তাঁকে ICU-তে ভরতি করা হয় ৷ আজ ভোর রাতে তাঁর মৃত্যু হয় ৷

সঞ্জয়বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নগরপাল অনুজ শর্মা ৷ কোরোনায় কলকাতা পুলিশের কর্মীদের মৃত্যুর তালিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ মৃতের তালিকায় রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, রয়েছেন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল এমনকী সিভিক ভলান্টিয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.