ETV Bharat / city

TMC Inner Clash at Behala : বেহালা কাণ্ডে ধৃত 7 জনের পুলিশি হেফাজত, প্রতিদিন মেডিক্য়াল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ - বেহালা কাণ্ডে ধৃত 7 জনের পুলিশি হেফাজত

বেহালা কাণ্ডে ধৃত সোমনাথ বন্দ্য়োপাধ্য়ায়-সহ সাতজনকে 20 এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে (Police custody of seven people arrested in Behala case) ৷ সঙ্গে প্রতিদিন মেডিক্য়াল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷

TMC Inner Clash at Behala
বেহালা কাণ্ডে ধৃত 7 জনের পুলিশি হেফাজত
author img

By

Published : Apr 17, 2022, 9:34 PM IST

কলকাতা, 17 এপ্রিল : বেহালা চড়কতলা এলাকায় উত্তেজনা সৃষ্টির ঘটনায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত নেতা সোমনাথ বন্দ্য়োপাধ্য়ায়-সহ সাতজনকে রবিবার আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয় (Police custody of seven people arrested in Behala case) ৷ তাদের প্রত্যেককে 20 এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি পুলিশকে আদালতের তরফেও নির্দেশ দেওয়া হয়েছে যে, সোমনাথ বন্দ্য়োপাধ্য়ায়-সহ সুপ্রিয় সেনগুপ্ত, সুমন পাল, দিগ্বিজয়, দেবরাজ, বান্টি, বিপ্লবের মেডিক্য়াল রিপোর্ট প্রতিদিন পুলিশকে আদালতে জমা দিতে হবে ৷

আরও পড়ুন : মেলাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেহালার চড়কতলা, আটক 9

বেহালা থানার পুলিশ ও কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার যৌথ অভিযানে এদিন ভোর রাতে হাওড়া গ্রামীণ এলাকার জয়পুর থানার ঝিকিরা থেকে সোমনাথ বন্দ্য়োপাধ্য়ায়-সহ 7 জনকে গ্রেফতার করা হয় ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় মোবাইল ফোন-সহ বেশ কিছু সিম কার্ড ।

সম্প্রতি মেলাকে কেন্দ্র করে বেহালা থানা এলাকার চড়কতলা এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে । উত্তাল হয়ে ওঠে বেহালা এলাকা। অভিযোগ, পুলিশের সামনেই একে অপরকে ইট এবং ঢিল মারতে থাকে । এমনকী পুলিশের সামনেই বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় অভিযুক্তরা । ঘটনার পরই মোট 12 জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ৷

কলকাতা, 17 এপ্রিল : বেহালা চড়কতলা এলাকায় উত্তেজনা সৃষ্টির ঘটনায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত নেতা সোমনাথ বন্দ্য়োপাধ্য়ায়-সহ সাতজনকে রবিবার আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয় (Police custody of seven people arrested in Behala case) ৷ তাদের প্রত্যেককে 20 এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি পুলিশকে আদালতের তরফেও নির্দেশ দেওয়া হয়েছে যে, সোমনাথ বন্দ্য়োপাধ্য়ায়-সহ সুপ্রিয় সেনগুপ্ত, সুমন পাল, দিগ্বিজয়, দেবরাজ, বান্টি, বিপ্লবের মেডিক্য়াল রিপোর্ট প্রতিদিন পুলিশকে আদালতে জমা দিতে হবে ৷

আরও পড়ুন : মেলাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বেহালার চড়কতলা, আটক 9

বেহালা থানার পুলিশ ও কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার যৌথ অভিযানে এদিন ভোর রাতে হাওড়া গ্রামীণ এলাকার জয়পুর থানার ঝিকিরা থেকে সোমনাথ বন্দ্য়োপাধ্য়ায়-সহ 7 জনকে গ্রেফতার করা হয় ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় মোবাইল ফোন-সহ বেশ কিছু সিম কার্ড ।

সম্প্রতি মেলাকে কেন্দ্র করে বেহালা থানা এলাকার চড়কতলা এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে । উত্তাল হয়ে ওঠে বেহালা এলাকা। অভিযোগ, পুলিশের সামনেই একে অপরকে ইট এবং ঢিল মারতে থাকে । এমনকী পুলিশের সামনেই বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় অভিযুক্তরা । ঘটনার পরই মোট 12 জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.