ETV Bharat / city

Belashuru Film : নিঃসঙ্গ নবতিপর দেবব্রত ঘোষকে পাশে নিয়ে বেলাশুরু দেখলেন নগরপাল

প্রণামের সদস্য-সদস্যাদের সঙ্গে বসে বেলাশুরু উপভোগ করলেন ফিল্মের পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় (Belashuru Film)৷

Police Commissioner watches Belashuru Film with 91 year old Debabrata Ghosh
Belashuru Film
author img

By

Published : May 28, 2022, 10:17 PM IST

কলকাতা, 28 মে : 91 বছরের বৃদ্ধ দেবব্রত ঘোষকে একেবারে পাশে বসিয়ে নগরপাল বিনীত গোয়েল দেখলেন বেলাশুরু সিনেমাটি (Police Commissioner watches Belashuru Film with 91 year old Debabrata Ghosh) ৷ বর্তমানে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং প্রণামের সদস্য দেবব্রত ঘোষ ৷ মূলত শহরে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য তৈরি করা হয়েছিল প্রণাম নামে এই প্রকল্পটি । শহরে যাঁদের ছেলে মেয়েরা কর্মসূত্রে দেশে কিংবা বিদেশে থাকেন কিন্তু মা-বাবা একা, এমন দম্পতিকেই প্রণাম-এর আওতায় নিয়ে আসা যায় । শহরের প্রত্যেকটি থানায় এসআই পদমর্যাদার একজন পুলিশ কর্মী থাকেন, যাঁর দায়িত্ব থাকে নিজ নিজ থানা এলাকায় কোন কোন প্রণাম-এর সদস্য রয়েছে এবং তাঁরা কেমন আছে তার খোঁজখবর নিয়মিত রাখা ।

ছেলেমেয়ে থাকে না সঙ্গে, নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধা যাঁদের দিন শুরু এবং শেষ হয় একে ওপরের মুখ দেখে ৷ এই দুনিয়ায় সব থেকেও যাদের নেই কিছুই ৷ কোথাও গিয়ে একা তাঁরা এই দুনিয়ায় ৷ পর্দায় ভেসে ওঠা দুই প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তর জীবন কাহিনীর সঙ্গে কোথাও নিজেদের মিল পেলেন বা একাত্ব হলেন তাঁরা !

সাধারণত, শুরু হওয়ার পর শেষ হয় । তবে বেলাশেষে-র গল্প শুরু হয়েছিল একটা শেষ দিয়ে । আর গল্পের শেষ হয়েছিল এক নতুন অধ্যায়ের শুরু দিয়ে । কার্যত উলটো গণনায় রচিত হয়েছিল বিশ্বনাথ আর আরতির গল্প । বেলাশুরু সিনেমায় (Belashuru Film) দেখা গিয়েছে স্বাতীলেখার চুল আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র । খুবই নরম উষ্ণতায় ছোঁয়া সেই ছবি । বিশ্বনাথ আর আরতির রসায়নকে যেন প্রকৃতঅর্থেই ফুটে উঠেছে দুই তাবড় অভিনেতার দক্ষতায় ।

প্রণামের সদস্য-সদস্যাদের সঙ্গে বসে নগরপাল বিনীত গোয়েল দেখলেন বেলাশুরু সিনেমাটি

আরও পড়ুন : New Wing of STF : এসটিএফে এবার মাওবাদী দমন শাখা

এদিন বিকেলবেলায় আলিপুর বডিগার্ডস লাইনে অন্যান্য প্রণামের সদস্য-সদস্যাদের সঙ্গে বসে বেলাশুরু উপভোগ করলেন ফিল্মের পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ও ৷ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তর মৃত্যুর পর মুক্তি পাওয়া সিনেমা বেলাশুরু । কলকাতা পুলিশের প্রণাম প্রকল্পের মোট 266 জন সদস্য সদস্যাদের সঙ্গে নিয়ে আলিপুর বডিগার্ডস লাইনে দেখানো হয় বেলাশুরু ।

তবে সিনেমা দেখানোর আগে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল প্রণাম-এর সকল সদস্য সদস্যাদের সঙ্গে কথাবার্তা বলেন । পাশাপাশি সংশ্লিষ্ট সিনেমাটির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়-সহ গায়িকা অনন্যা ভট্টাচার্য এবং অন্যান্য কলাকুশলীদের সঙ্গে ছোটখাটো একটি আড্ডা পর্বও চলে । পরে সামান্য খাওয়া-দাওয়ার পর পুলিশি প্রহরায় সকল সদস্য সদস্যাদের ছেড়ে দেওয়া হয় নিজ নিজ গন্তব্যস্থলে ৷

কলকাতা, 28 মে : 91 বছরের বৃদ্ধ দেবব্রত ঘোষকে একেবারে পাশে বসিয়ে নগরপাল বিনীত গোয়েল দেখলেন বেলাশুরু সিনেমাটি (Police Commissioner watches Belashuru Film with 91 year old Debabrata Ghosh) ৷ বর্তমানে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং প্রণামের সদস্য দেবব্রত ঘোষ ৷ মূলত শহরে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য তৈরি করা হয়েছিল প্রণাম নামে এই প্রকল্পটি । শহরে যাঁদের ছেলে মেয়েরা কর্মসূত্রে দেশে কিংবা বিদেশে থাকেন কিন্তু মা-বাবা একা, এমন দম্পতিকেই প্রণাম-এর আওতায় নিয়ে আসা যায় । শহরের প্রত্যেকটি থানায় এসআই পদমর্যাদার একজন পুলিশ কর্মী থাকেন, যাঁর দায়িত্ব থাকে নিজ নিজ থানা এলাকায় কোন কোন প্রণাম-এর সদস্য রয়েছে এবং তাঁরা কেমন আছে তার খোঁজখবর নিয়মিত রাখা ।

ছেলেমেয়ে থাকে না সঙ্গে, নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধা যাঁদের দিন শুরু এবং শেষ হয় একে ওপরের মুখ দেখে ৷ এই দুনিয়ায় সব থেকেও যাদের নেই কিছুই ৷ কোথাও গিয়ে একা তাঁরা এই দুনিয়ায় ৷ পর্দায় ভেসে ওঠা দুই প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তর জীবন কাহিনীর সঙ্গে কোথাও নিজেদের মিল পেলেন বা একাত্ব হলেন তাঁরা !

সাধারণত, শুরু হওয়ার পর শেষ হয় । তবে বেলাশেষে-র গল্প শুরু হয়েছিল একটা শেষ দিয়ে । আর গল্পের শেষ হয়েছিল এক নতুন অধ্যায়ের শুরু দিয়ে । কার্যত উলটো গণনায় রচিত হয়েছিল বিশ্বনাথ আর আরতির গল্প । বেলাশুরু সিনেমায় (Belashuru Film) দেখা গিয়েছে স্বাতীলেখার চুল আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র । খুবই নরম উষ্ণতায় ছোঁয়া সেই ছবি । বিশ্বনাথ আর আরতির রসায়নকে যেন প্রকৃতঅর্থেই ফুটে উঠেছে দুই তাবড় অভিনেতার দক্ষতায় ।

প্রণামের সদস্য-সদস্যাদের সঙ্গে বসে নগরপাল বিনীত গোয়েল দেখলেন বেলাশুরু সিনেমাটি

আরও পড়ুন : New Wing of STF : এসটিএফে এবার মাওবাদী দমন শাখা

এদিন বিকেলবেলায় আলিপুর বডিগার্ডস লাইনে অন্যান্য প্রণামের সদস্য-সদস্যাদের সঙ্গে বসে বেলাশুরু উপভোগ করলেন ফিল্মের পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ও ৷ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তর মৃত্যুর পর মুক্তি পাওয়া সিনেমা বেলাশুরু । কলকাতা পুলিশের প্রণাম প্রকল্পের মোট 266 জন সদস্য সদস্যাদের সঙ্গে নিয়ে আলিপুর বডিগার্ডস লাইনে দেখানো হয় বেলাশুরু ।

তবে সিনেমা দেখানোর আগে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল প্রণাম-এর সকল সদস্য সদস্যাদের সঙ্গে কথাবার্তা বলেন । পাশাপাশি সংশ্লিষ্ট সিনেমাটির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়-সহ গায়িকা অনন্যা ভট্টাচার্য এবং অন্যান্য কলাকুশলীদের সঙ্গে ছোটখাটো একটি আড্ডা পর্বও চলে । পরে সামান্য খাওয়া-দাওয়ার পর পুলিশি প্রহরায় সকল সদস্য সদস্যাদের ছেড়ে দেওয়া হয় নিজ নিজ গন্তব্যস্থলে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.