কলকাতা, 31 জানুয়ারি : প্রকাশ্য়ে রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করায় পুলিশের উপরেই হামলার অভিযোগ ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে খাস কলকাতাতেই ৷ বালিগঞ্জ থানার চক্রবেড়িয়া রোডে এই ঘটনাটি ঘটেছে ৷ পুলিশের উপরে হামলায় বালিগঞ্জ থানার ওসি অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে তৎক্ষণাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
জানা গিয়েছে, চক্রবেড়িয়া রোডের ওই এলাকায় প্রতি রাতেই প্রায় মদ্যপানের আসর বসে ৷ অভিযোগ গতকাল রাতেও তেমনি মদ্যপানের আসর বসেছিল ৷ স্থানীয়রা জানিয়েছেন, রাত বাড়তেই মদ্যপ অবস্থায় বেশ কয়েকজন চিৎকার করতে শুরু করে ৷ এ নিয়ে থানায় অভিযোগ জানিয়ে ফোন করেন স্থানীয় এক বাসিন্দা ৷ খবর পেয়ে বালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকাশ্য়ে মদ্য়পান করতে নিষেধ করলে পুলিশকে গালিগালাজ করে তারা ৷ এরপর বিষয়টি বালিগঞ্জ থানার ওসিকে জানানো হলে, তিনি ফোর্স নিয়ে এলাকায় পৌঁছান ৷ অভিযোগ সেই সময় ওসি সহ অন্যান্য় পুলিশ কর্মীদের উপর হামলা চালায় মত্ত ওই যুবকরা ৷ ঘটনায় ওসি অসুস্থ হয়ে পড়লে, তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ এরপরেই পুলিশ অভিযুক্তদের উপর লাঠি চালায় বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : ময়নাতদন্তের রিপোর্টে খুন নয়, ধন্দ্বে পুলিশ
প্রসঙ্গত, সম্প্রতি মাদক দ্রব্য বিক্রির প্রতিবাদ করায় কয়েকদন আগেই ট্যাংরা এলাকায় গুলি চলেছিল ৷ যার কয়েকদিনের মধ্যে বালিগঞ্জের মত জায়গায় পুলিশের উপরে হামলার ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷