ETV Bharat / city

উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের মতো আচরণ করছে পুলিশ-প্রশাসন : ধনকড়

author img

By

Published : Aug 9, 2020, 5:02 PM IST

রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাত বেধেছে রাজ্যপালের ৷ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন ৷ এবার জগদীপ ধনকড়ের নিশানায় শীর্ষ আমলাদের একাংশ ৷

Jagdeep Dhankar
ধনকড়

কলকাতা, 9 অগাস্ট : রাজ্য-রাজ্যপাল সংঘাত কমার কোনও লক্ষণ নেই ৷ এবার রাজ্যের শীর্ষ আমলাদের একাংশের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ শীর্ষ আমলাদের একাংশকে নিশানা করে রাজ্যপালের বক্তব্য, তাঁরা আগুনের গোলা নিয়ে খেলছেন ৷

প্রশাসন ও পুলিশকে নিশানা করে আজ রাজ্যপাল পরপর দুটি টুইট করেন ৷ সেখানে তিনি বলেন, "কেমন চলছে রাজ্যপাট ! শীর্ষ পদে থাকা আমলাদের একাংশ আগুনের গোলা নিয়ে খেলছেন ৷ রুলস অফ বিজ়নেসের 166 (3) ধারা অবজ্ঞা করা হচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ও পুলিশ 'উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের' মতো আচরণ করছেন ৷"

এখানেই থামেননি রাজ্যপাল ৷ তিনি বলেন, তাঁরা যেন #MAP এর কর্মী ৷ আর কিছু সময়ের অপেক্ষা ৷ কঙ্কাল এবার রাস্তায় আসবে ৷ পর্দা ফাঁস হবে ৷

  • কেমন চলছে রাজ্যপাট! শীর্ষ পদে থাকা আমলাদের একাংশ আগুনের গোলা নিয়ে খেলছেন। রুলস অব বিজনেস এর 166(3) ধারা অবজ্ঞা করা হচ্ছে। @MamataOfficial এর প্রশাসন ও পুলিশ 'উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের' মতো আচরণ করছেন। (1/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেমন চলছে রাজ্যপাট! শীর্ষ পদে থাকা আমলাদের একাংশ আগুনের গোলা নিয়ে খেলছেন। রুলস অব বিজনেস এর 166(3) ধারা অবজ্ঞা করা হচ্ছে। @MamataOfficial এর প্রশাসন ও পুলিশ 'উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের' মতো আচরণ করছেন। (1/2)

— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 9, 2020

এর আগে আজ ভারত ছাড়ো আন্দোলনের 78তম বর্ষপূর্তিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে একটি টুইট করেন তিনি ৷ সেখানেও রাজ্য সরকারের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার চেষ্টা সর্বতোভাবে করতে হবে ৷

রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বারবার সংঘাত বেধেছে ৷ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন রাজ্যপাল ৷ অন্যদিকে, রাজ্যপালকে নিয়ে কেন্দ্রের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কয়েকদিন আগেই টুইটে রাজ্য প্রশাসনকে আক্রমণ করে রাজ্যপাল লিখেছিলেন, "তথ্য দেওয়া হচ্ছে না কেন? এত লুকোনোর কী আছে? সরকার তার ব্যাখ্যা দিক । যাঁরা তথ্য দিচ্ছেন না, স্বচ্ছতা ও দায়িত্বের স্বার্থে মুখ্যমন্ত্রী তাঁদের চিহ্নিত করুন । এই অস্পষ্টতা দুর্নীতির জন্ম দেবে । বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা আরও বাড়বে ।’’

সবমিলিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতে যে এখনই দাঁড়ি পড়ছে না, তা একপ্রকার স্পষ্ট ৷

কলকাতা, 9 অগাস্ট : রাজ্য-রাজ্যপাল সংঘাত কমার কোনও লক্ষণ নেই ৷ এবার রাজ্যের শীর্ষ আমলাদের একাংশের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ শীর্ষ আমলাদের একাংশকে নিশানা করে রাজ্যপালের বক্তব্য, তাঁরা আগুনের গোলা নিয়ে খেলছেন ৷

প্রশাসন ও পুলিশকে নিশানা করে আজ রাজ্যপাল পরপর দুটি টুইট করেন ৷ সেখানে তিনি বলেন, "কেমন চলছে রাজ্যপাট ! শীর্ষ পদে থাকা আমলাদের একাংশ আগুনের গোলা নিয়ে খেলছেন ৷ রুলস অফ বিজ়নেসের 166 (3) ধারা অবজ্ঞা করা হচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ও পুলিশ 'উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের' মতো আচরণ করছেন ৷"

এখানেই থামেননি রাজ্যপাল ৷ তিনি বলেন, তাঁরা যেন #MAP এর কর্মী ৷ আর কিছু সময়ের অপেক্ষা ৷ কঙ্কাল এবার রাস্তায় আসবে ৷ পর্দা ফাঁস হবে ৷

  • কেমন চলছে রাজ্যপাট! শীর্ষ পদে থাকা আমলাদের একাংশ আগুনের গোলা নিয়ে খেলছেন। রুলস অব বিজনেস এর 166(3) ধারা অবজ্ঞা করা হচ্ছে। @MamataOfficial এর প্রশাসন ও পুলিশ 'উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের' মতো আচরণ করছেন। (1/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে আজ ভারত ছাড়ো আন্দোলনের 78তম বর্ষপূর্তিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে একটি টুইট করেন তিনি ৷ সেখানেও রাজ্য সরকারের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার চেষ্টা সর্বতোভাবে করতে হবে ৷

রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বারবার সংঘাত বেধেছে ৷ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন রাজ্যপাল ৷ অন্যদিকে, রাজ্যপালকে নিয়ে কেন্দ্রের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কয়েকদিন আগেই টুইটে রাজ্য প্রশাসনকে আক্রমণ করে রাজ্যপাল লিখেছিলেন, "তথ্য দেওয়া হচ্ছে না কেন? এত লুকোনোর কী আছে? সরকার তার ব্যাখ্যা দিক । যাঁরা তথ্য দিচ্ছেন না, স্বচ্ছতা ও দায়িত্বের স্বার্থে মুখ্যমন্ত্রী তাঁদের চিহ্নিত করুন । এই অস্পষ্টতা দুর্নীতির জন্ম দেবে । বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা আরও বাড়বে ।’’

সবমিলিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতে যে এখনই দাঁড়ি পড়ছে না, তা একপ্রকার স্পষ্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.