কলকাতা, 7 মার্চ : ফুসফুসের উন্নতি হয়েছে প্রাক্তন ফুটবলার প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়ের । আজ একথা জানান আনন্দপুরের বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। সেখানে ভেন্টিলেশনে চিকিৎসা চলছে কিংবদন্তি এই ফুটবলারের।
8 ফেব্রুয়ারি থেকে ওই হাসপাতালে ভরতি রয়েছেন প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে প্রবীণ এই ফুটবলার শ্বাসকষ্টে ভুগছেন । পারকিনসন্স, ডিমেনশিয়া এবং হার্টের সমস্যায়ও আক্রান্ত তিনি। চিকিৎসকদের একটি দলের অধীনে চিকিৎসা চলছে তাঁর । গত সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । গতকাল সন্ধের পর আচমকা এই ফুটবলারের শারীরিক অবস্থার অবনতি হয় । বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসক কুণাল সরকার গতরাতে জানিয়েছিলেন, ফুসফুসের সমস্যার কারণে প্রাক্তন এই ফুটবলারকে ভেন্টিলেশনে দিতে হয়েছে। কখনো কখনো ফুসফুসের সমস্যা বাড়ছে-কমছে। গতকাল টেম্পোরারি পেসমেকার বসানো হয়েছে ।
শনিবার বেসরকারি ওই হাসপাতালের তরফে জানানো হয়, প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে চিকিৎসকরা পর্যালোচনা করেছেন। আজ ফের এই ফুটবলারের ফুসফুসের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । আপাতত তাঁকে ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হবে ৷