ETV Bharat / city

KMC On Corona : করোনা খুঁজতে এবার নিকাশি থেকে নমুনা সংগ্রহের পথে পৌরসভা - Research on Corona in Kolkata

রাজ্যের অন্যান্য পৌরসভাতেও এই পরীক্ষা হওয়ার কথে, তবে সূচনা হচ্ছে কলকাতা থেকে (Kolkata Municipal Corporation) ৷

KMC research on Corona
করোনা খুঁজতে এবার নিকাশি থেকে নমুনা সংগ্রহের পথে পৌরসভা
author img

By

Published : Mar 24, 2022, 9:17 AM IST

কলকাতা, 24 মার্চ : করোনার ভবিষ্যৎ কী ? উত্তর খুঁজতে নিয়মিত স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সংগৃহীত নমুনা নিয়ে গবেষণা হবে কলকাতায় (Research on Corona in Kolkata) ৷ আগামী দিনে করোনার ঠিক কী চরিত্র হতে পারে ? কতটা ভয়ঙ্কর হবে এই সংক্রমণ ! নয়া কোনও রূপ নিয়ে কি আরও কোনও চিন্তা বাড়াবে এই অতিমারি ? নাকি চিন্তার আর কোনও কারণ হবে না ৷ এমন হরেক প্রশ্নের জবাব পেতে বা সংক্রমণের আগাম আঁচ পেতে এবার গবেষণা শুরু হচ্ছে দেশজুড়ে ।

মূলত কেন্দ্রের উদ্যোগেই হচ্ছে এই গবেষণা । এরাজ্যর বেশ কয়েকটি পৌর এলাকায় হবে এই পরীক্ষা । এর পাইলট প্রকল্প শুরু হচ্ছে কলকাতায় । কলকাতা কর্পোরেশনের যে সমস্ত স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এসটিপি আছে সেখানে থেকে নিয়মিত নমুনা সংগ্রহ হবে । ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যভবন এবিষয়ে সুবজ সংকেত দিয়েছে কলকাতা পৌরনিগমকে । সূত্রের খবর, কলকাতার 5টি এসটিপি থেকে নিয়মিত হবে নমুনা সংগ্রহর কাজ । সেই নমুনার আরটিপিসিআর টেস্ট করা হবে । জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হবে কল্যাণীতে । মনে করা হচ্ছে এর মাধ্যমে ভাইরাসের উপস্থিতির পাশাপাশি, করোনা ভাইরাসের কোনও চরিত্রগত পরিবর্তন হয়েছে কি না কিংবা অন্য কোনও প্রজাতির উদ্ভব হচ্ছে কি না তারও আভাস মিলবে ।

আরও পড়ুন : ফের করোনায় মৃত্যু শূন্য বাংলা, আক্রান্ত 59

কলকাতা পৌরনিগমের এক আধিকারিকের কথায়, কলকাতার স্বাস্থ্য বিভাগের নজরে এসেছে শহরে অনেক করোনা আক্রান্ত নাগরিক উপসর্গহীন । সাধারণত উপসর্গ দেখা গেলে তখনই সেই ব্যক্তি করোনা পরীক্ষা করান ৷ কিন্তু যদি কোনও উপসর্গ দেখা না দেয়, তখন করোনা সংক্রমণ অনেকাংশেই বোঝা যায় না ৷ বিশেষজ্ঞদের একাংশের মতে, উপসর্গহীন থাকলেও মল মূত্র পরীক্ষা করা গেলে এই ভাইরাসের অস্তিত্ব মানব শরীরে আছে কি না, তা বোঝা যায় । মানব দেহে রোগের উপসর্গ দেখা দেওয়ার বেশ কিছু দিন আগে থেকেই শরীরে বাসা বাঁধতে শুরু করে করোনা । মানুষের মল-মূত্র কলকাতায় স্যুয়ারেজ লাইনের মধ্য দিয়ে এসে এসটিপিতেই আসে । তারপর খাল বা গঙ্গায় সেই জল ফেলা হয় । তাই এসটিপি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সার্বিক বিষয়টি পরিচালনা করবে স্বাস্থ্য ভবন । নমুনা সংগ্রহ করবে কলকাতা পৌরনিগম ।

কলকাতা, 24 মার্চ : করোনার ভবিষ্যৎ কী ? উত্তর খুঁজতে নিয়মিত স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সংগৃহীত নমুনা নিয়ে গবেষণা হবে কলকাতায় (Research on Corona in Kolkata) ৷ আগামী দিনে করোনার ঠিক কী চরিত্র হতে পারে ? কতটা ভয়ঙ্কর হবে এই সংক্রমণ ! নয়া কোনও রূপ নিয়ে কি আরও কোনও চিন্তা বাড়াবে এই অতিমারি ? নাকি চিন্তার আর কোনও কারণ হবে না ৷ এমন হরেক প্রশ্নের জবাব পেতে বা সংক্রমণের আগাম আঁচ পেতে এবার গবেষণা শুরু হচ্ছে দেশজুড়ে ।

মূলত কেন্দ্রের উদ্যোগেই হচ্ছে এই গবেষণা । এরাজ্যর বেশ কয়েকটি পৌর এলাকায় হবে এই পরীক্ষা । এর পাইলট প্রকল্প শুরু হচ্ছে কলকাতায় । কলকাতা কর্পোরেশনের যে সমস্ত স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এসটিপি আছে সেখানে থেকে নিয়মিত নমুনা সংগ্রহ হবে । ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যভবন এবিষয়ে সুবজ সংকেত দিয়েছে কলকাতা পৌরনিগমকে । সূত্রের খবর, কলকাতার 5টি এসটিপি থেকে নিয়মিত হবে নমুনা সংগ্রহর কাজ । সেই নমুনার আরটিপিসিআর টেস্ট করা হবে । জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হবে কল্যাণীতে । মনে করা হচ্ছে এর মাধ্যমে ভাইরাসের উপস্থিতির পাশাপাশি, করোনা ভাইরাসের কোনও চরিত্রগত পরিবর্তন হয়েছে কি না কিংবা অন্য কোনও প্রজাতির উদ্ভব হচ্ছে কি না তারও আভাস মিলবে ।

আরও পড়ুন : ফের করোনায় মৃত্যু শূন্য বাংলা, আক্রান্ত 59

কলকাতা পৌরনিগমের এক আধিকারিকের কথায়, কলকাতার স্বাস্থ্য বিভাগের নজরে এসেছে শহরে অনেক করোনা আক্রান্ত নাগরিক উপসর্গহীন । সাধারণত উপসর্গ দেখা গেলে তখনই সেই ব্যক্তি করোনা পরীক্ষা করান ৷ কিন্তু যদি কোনও উপসর্গ দেখা না দেয়, তখন করোনা সংক্রমণ অনেকাংশেই বোঝা যায় না ৷ বিশেষজ্ঞদের একাংশের মতে, উপসর্গহীন থাকলেও মল মূত্র পরীক্ষা করা গেলে এই ভাইরাসের অস্তিত্ব মানব শরীরে আছে কি না, তা বোঝা যায় । মানব দেহে রোগের উপসর্গ দেখা দেওয়ার বেশ কিছু দিন আগে থেকেই শরীরে বাসা বাঁধতে শুরু করে করোনা । মানুষের মল-মূত্র কলকাতায় স্যুয়ারেজ লাইনের মধ্য দিয়ে এসে এসটিপিতেই আসে । তারপর খাল বা গঙ্গায় সেই জল ফেলা হয় । তাই এসটিপি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সার্বিক বিষয়টি পরিচালনা করবে স্বাস্থ্য ভবন । নমুনা সংগ্রহ করবে কলকাতা পৌরনিগম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.