ETV Bharat / city

নারদা মামলায় CBI-এর চার্জশিট পেশ নিয়ে জনস্বার্থ মামলা - High court news

মামলাকারী আবেদন করেছেন, হাইকোর্টের নির্দেশে মামলা চলছে । সেক্ষেত্রে চার্জশিট পেশের জন্য স্পিকারের অনুমতি আদৌ প্রয়োজন কী?

PIL filed befor Kolkata HC over Narada case
নারদা কাণ্ডে চার্জশিট পেশের আবেদন জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা
author img

By

Published : Nov 24, 2020, 9:58 PM IST

কলকাতা, 24 নভেম্বর : স্পিকারের অনুমতি ছাড়াই নারদ মামলায় চার্জশিট পেশ করুন CBI । আর্জি জানিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । মামলা করেছেন অমিতাভ চক্রবর্তী নামে এক প্রাক্তন কংগ্রেস নেতা । তাঁর বক্তব্য, যেহেতু হাইকোর্টের নির্দেশে এই মামলায় তদন্ত চলছে । তাই চার্জশিট পেশ করার জন্য স্পিকারের অনুমতির আদৌ প্রয়োজন আছে কি না ? অবিলম্বে এই মামলার চার্জশিট পেশ করতে আদালত CBI-কে নির্দেশ দিক ।

হাইকোর্টের নির্দেশে নারদ স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই করার জন্য অ্যামেরিকার অ্যাপল সংস্থায় তা পাঠিয়েছে CBI । 2018 সালের মাঝামাঝি তা পাঠানো হয় । পাশাপাশি ভয়েস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে গুজরাতের গান্ধিনগরে । সেইসব রিপোর্ট এখনও পায়নি CBI । পাশাপাশি লোকসভার সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিল CBI । কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী সূত্রে জানা যাচ্ছে, সেই অনুমতি তারা এখনও পায়নি । মামলাকারীর বক্তব্য, হাইকোর্টের নির্দেশে যখন এই মামলার তদন্ত চলছে, তখন আদালত চার্জশিট পেশ করার জন্য CBI-কে নির্দেশ দিক । স্পিকারের অনুমতির অপেক্ষা যেন না করা হয় ।

নারদা স্টিং অপারেশনে রাজ্যের শাসকদলের একাধিক নেতা-নেত্রীকে টাকা নিতে দেখা গেছিল । ফলে আগামী বিধানসভা ভোটের আগে CBI যদি এই সমস্ত নেতা-নেত্রীর বিরুদ্ধে চার্জশিট পেশ করে তাহলে সমস্যায় পড়তে পারেন অনেকে । মনে করছে রাজনৈতিক মহল ।

কলকাতা, 24 নভেম্বর : স্পিকারের অনুমতি ছাড়াই নারদ মামলায় চার্জশিট পেশ করুন CBI । আর্জি জানিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । মামলা করেছেন অমিতাভ চক্রবর্তী নামে এক প্রাক্তন কংগ্রেস নেতা । তাঁর বক্তব্য, যেহেতু হাইকোর্টের নির্দেশে এই মামলায় তদন্ত চলছে । তাই চার্জশিট পেশ করার জন্য স্পিকারের অনুমতির আদৌ প্রয়োজন আছে কি না ? অবিলম্বে এই মামলার চার্জশিট পেশ করতে আদালত CBI-কে নির্দেশ দিক ।

হাইকোর্টের নির্দেশে নারদ স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই করার জন্য অ্যামেরিকার অ্যাপল সংস্থায় তা পাঠিয়েছে CBI । 2018 সালের মাঝামাঝি তা পাঠানো হয় । পাশাপাশি ভয়েস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে গুজরাতের গান্ধিনগরে । সেইসব রিপোর্ট এখনও পায়নি CBI । পাশাপাশি লোকসভার সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিল CBI । কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী সূত্রে জানা যাচ্ছে, সেই অনুমতি তারা এখনও পায়নি । মামলাকারীর বক্তব্য, হাইকোর্টের নির্দেশে যখন এই মামলার তদন্ত চলছে, তখন আদালত চার্জশিট পেশ করার জন্য CBI-কে নির্দেশ দিক । স্পিকারের অনুমতির অপেক্ষা যেন না করা হয় ।

নারদা স্টিং অপারেশনে রাজ্যের শাসকদলের একাধিক নেতা-নেত্রীকে টাকা নিতে দেখা গেছিল । ফলে আগামী বিধানসভা ভোটের আগে CBI যদি এই সমস্ত নেতা-নেত্রীর বিরুদ্ধে চার্জশিট পেশ করে তাহলে সমস্যায় পড়তে পারেন অনেকে । মনে করছে রাজনৈতিক মহল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.