কলকাতা, 18 এপ্রিল : রাজ্যে একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনার অভিযোগে ফের কলকাতা হাইকোর্ট মামলা রুজু হল ৷ বিশেষ করে নাবালিকাদের উপর অত্যাচারের ঘটনায় বেশি উদ্বেগ প্রকাশ করেছেন মামলাকারী আইনজীবী সুস্মিতা সাহা দত্ত ৷ এ দিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি (PIL File in Calcutta HC Over Several Rape Cases in West Bengal) ৷ সেখানে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করে তিনি জানান, শেষ পাঁচ দিনে রাজ্যে আরো বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে ৷ এই ব্যাপারে হাইকোর্ট উচ্চপর্যায়ের কমিটি গঠন করে তদন্ত করুক ৷ সেই আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ৷
নামখানা, পিংলা, শান্তিনিকেতন, ময়নাগুড়ি ও নেত্রা - এই পাঁচটি জায়গায় নতুন করে ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে ৷ যেখানে শান্তিনিকেতনের ঘটনায় নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ করা হয়েছে ৷ এই সব নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি ৷ এনিয়ে সিবিআই তদন্তের দাবি করেছেন মামলাকারী আইনজীবী ৷ একই সঙ্গ উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার আর্জি জানান তিনি ৷ আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা রুজু করার অনুমতি দিয়েছেন ৷
আরও পড়ুন : HC on CM Comment over Hanskhali : হাঁসখালি ধর্ষণে মুখ্যমন্ত্রীর মন্তব্য আইন বিরোধী, মামলা কলকাতা হাইকোর্টে
উল্লেখ্য, এর আগে মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা ও বাঁশদ্রোণীর ধর্ষণের ঘটনায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতার স্পেশাল পুলিশ কমিশনার টু দময়ন্তী সেনের পর্যবেক্ষণে রাজ্য পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি, হাঁসখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ৷ এবার আরও 5টি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্ট ফের মামলা দায়ের করা হচ্ছে ৷