ETV Bharat / city

অগাস্টে রাজ্যে 223 টি ধর্ষণ হয়েছে, টুইট রাজ্যপালের - পশ্চিমবঙ্গে ধর্ষণের খবর

রাজ্যপাল যে তথ্য টুইটারে শেয়ার করেছেন, তাতে ধর্ষণের ঘটনা সবথেকে বেশি ঘটেছে মুর্শিদাবাদে । 51 টি । আর অপহরণ সবথেকে বেশি হয়েছে পূর্ব মেদিনীপুরে । 77 টি ।

জগদীপ ধনকড়
জগদীপ ধনকড়
author img

By

Published : Oct 6, 2020, 4:33 PM IST

কলকাতা, 6 অক্টোবর : রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ও নারীদের উপর অত্যাচারের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ এই সংক্রান্ত একটি টুইটও করেন তিনি । লেখেন, "সরকারি রিপোর্ট অনুযায়ী, 2020 সালের অগাস্ট মাসে রাজ্যে 223টি ধর্ষণ হয়েছে । অপহৃত হয়েছেন 639 জন । রাজ্যে নারীদের উপর অপরাধের ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ।"

তিনি আরও লেখেন, "এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দরকার । নতুন করে কোনও ঘটনা হওয়ার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা দরকার ।" টুইটটি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে যুক্ত করেন তিনি ।

রাজ্যপাল এই সংক্রান্ত একটি জেলাভিত্তিক তালিকার ছবিও টুইটারে তুলে ধরেছেন । যাতে দেখা যাচ্ছে, ধর্ষণের ঘটনা সবথেকে বেশি ঘটেছে মুর্শিদাবাদে । 51 টি । আর অপহরণ সবথেকে বেশি হয়েছে পূর্ব মেদিনীপুরে । 77 টি ।

হাথরসে দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগে সরব গোটা দেশ । প্রতিবাদে শামিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও । হাথরসের ঘটনার তীব্র নিন্দা করে পথে নেমেছিলেন তিনি । কালো কাপড় হাতে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেছিলেন । এরপর থেকেই রাজ্যে নারীদের উপর অত্যাচার নিয়ে সরব হয়েছে BJP । এবার রাজ্যপালও আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ।

কলকাতা, 6 অক্টোবর : রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ও নারীদের উপর অত্যাচারের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ এই সংক্রান্ত একটি টুইটও করেন তিনি । লেখেন, "সরকারি রিপোর্ট অনুযায়ী, 2020 সালের অগাস্ট মাসে রাজ্যে 223টি ধর্ষণ হয়েছে । অপহৃত হয়েছেন 639 জন । রাজ্যে নারীদের উপর অপরাধের ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ।"

তিনি আরও লেখেন, "এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দরকার । নতুন করে কোনও ঘটনা হওয়ার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা দরকার ।" টুইটটি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে যুক্ত করেন তিনি ।

রাজ্যপাল এই সংক্রান্ত একটি জেলাভিত্তিক তালিকার ছবিও টুইটারে তুলে ধরেছেন । যাতে দেখা যাচ্ছে, ধর্ষণের ঘটনা সবথেকে বেশি ঘটেছে মুর্শিদাবাদে । 51 টি । আর অপহরণ সবথেকে বেশি হয়েছে পূর্ব মেদিনীপুরে । 77 টি ।

হাথরসে দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগে সরব গোটা দেশ । প্রতিবাদে শামিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও । হাথরসের ঘটনার তীব্র নিন্দা করে পথে নেমেছিলেন তিনি । কালো কাপড় হাতে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেছিলেন । এরপর থেকেই রাজ্যে নারীদের উপর অত্যাচার নিয়ে সরব হয়েছে BJP । এবার রাজ্যপালও আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.