কলকাতা, 16 মে: লকডাউন অমান্যের অভিযোগ পেয়ে অভিযান চালানোয় পুলিশের উপর হামলা ৷ গতকাল কড়েয়া থানা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলে ৷ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
পুলিশের উপর একের পর এক হামলার ঘটনা ঘটে চলেছে ৷ কিছুদিন আগেই লকডাউন উপেক্ষা করায় টিকিয়াপাড়ায় সাধারণ মানুষকে বোঝাতে গিয়ে হামলার মুখে পড়েছিল পুলিশ ৷ এবার কড়েয়া থানার পুলিশের উপর স্থানীয় মানুষজন হামলা চালায় বলে অভিযোগ ৷ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল, চামরু খানসামা এলাকায় লকডাউন মানা হচ্ছে না ৷ সন্ধের পর থেকে রাত পর্যন্ত অকারণে মানুষ রাস্তায় ভিড় করছেন ৷ গতকাল রাতে কড়েয়া থানার পুলিশ এলাকায় অভিযান চালাতে যান ৷ স্থানীয় বাসিন্দাদের ঘরে ঢুকে যাওয়ার জন্য জোরাজুরি করেন ৷ তাতেই গোল বাঁধে ৷
কয়েকজন যুবক আচমকা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ ৷ ঘটনায় স্থানীয় মানুষসহ চার পুলিশকর্মী আহত হন ৷
ঘটনায় শেখ নান্নু, ফরদিন আহমেদ, মহম্মদ আলি, ওয়াসিম আহমেদ, ফয়জ়ল, সানি, জ়াফর এবং শেখ জমিলউদ্দিন নামে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পুলিশবাহিনী পৌঁছায় ৷