ETV Bharat / city

TMC 21st July Rally: শিয়ালদা স্টেশনে ভিড়, নেই পর্যাপ্ত বাস-অটো; হাসপাতালে এসে বিপাকে সাধারণ মানুষ

একদিকে একুশে জুলাইয়ের(21st July Rally) কারণে শিয়ালদায় উপচে পড়া ভিড় ৷ ভাঙা পা অবস্থায় ছেলেকে ঘরে ফেরাতে বিপাকে পড়েন বাবা(people facing problems) ৷ অন্যদিকে ধর্মতলার সমাবেশে যাওয়ার পথে হাওড়ায় অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি ।

author img

By

Published : Jul 21, 2022, 4:52 PM IST

Updated : Jul 21, 2022, 7:00 PM IST

TMC 21st July Rally
sealdeh station

কলকাতা, 21 জুলাই: একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে যোগ দিতে সকাল থেকেই উপচে পড়া ভিড় শিয়ালদা স্টেশনে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে । সেই সঙ্গে কমতে থাকে পর্যাপ্ত বাস বা অটোর যোগান ৷

তারই মাঝে অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালের আসেন উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা সুব্রত মণ্ডল । কারণ, সপ্তাহে একটিমাত্র দিন বৃহস্পতিবারই নির্দিষ্ট বিভাগের চিকিৎসক আসেন । তাঁকেই দেখাতে হয় ছেলেকে । যার ফলে একুশে জুলাইয়ের সমাবেশ জেনেও তাঁদের আসতে হয় হাসপাতালে(people face problems in Sealdah due to 21st July Rally) ।

TMC 21st July Rally
সমাবেশে যাওয়ার পথে হাওড়ায় অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি

কিন্তু ঠিকভাবে ডাক্তার দেখানো হলেও ঘরে ফিরতে বিপাকে পড়েন তাঁরা । দীর্ঘক্ষণ শিয়ালদা স্টেশনের বাইরে অসহায় অবস্থায় বসে থাকেন পরিবারটি । পরে সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় স্টেশনে ঢুকতে পারেন তাঁরা । সুব্রত মণ্ডল বলেন, "ছেলের বয়স মাত্র ছয় বছর । মাস দুই আগে ছেলে খেলতে গিয়ে পা ভাঙে । দুই পা কার্যত হাঁটুর নীচ থেকে গুঁড়িয়ে গিয়েছে । তারই চিকিৎসা করাতে এসেছিলাম আজ ৷"

sealdeh station
দীর্ঘক্ষণ শিয়ালদহ স্টেশনের বাইরে অসহায় হয়ে বসে থাকে শিশুটি

আরও পড়ুন: একুশের সমাবেশে ধর্মতলায় দেবী রূপে বিকোচ্ছে মমতার ছবি

একইভাবে নদিয়ার করিমপুর থেকে দুই মহিলা সম্পর্কে জা রাখি রায় ও মাম্পি রায় পরিবারের এক বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবে বলে শিয়ালদায় এসেছিলেন এদিন ৷ কিন্তু শিয়ালদা থেকে হাসপাতালে যাওয়ার বাস না পেয়ে তাঁদের বাড়ি ফিরে যেতে হয় ৷ তাঁদের মধ্যে থেকে এক মহিলা বলেন, "পিজি হাসপাতালে যেতে হবে মেয়ের চিকিৎসার জন্য । কিন্তু বাস না পেয়ে শিয়ালদা থেকেই ফিরে যেতে বাধ্য হচ্ছি । দু-আড়াই ঘণ্টা বাসের জন্য বসে থেকে ফের ট্রেন ধরতে যাচ্ছি ।"

এছাড়াও একুশে জুলাই ধর্মতলার সমাবেশে যাওয়ার পথে হাওড়ায় অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি । প্রথমে তাঁকে হাওড়ার তৃণমূলের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে ।

ভাঙা পা অবস্থায় ছেলেকে ঘরে ফেরাতে বিপাকে পড়েন বাবা

কলকাতা, 21 জুলাই: একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে যোগ দিতে সকাল থেকেই উপচে পড়া ভিড় শিয়ালদা স্টেশনে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে । সেই সঙ্গে কমতে থাকে পর্যাপ্ত বাস বা অটোর যোগান ৷

তারই মাঝে অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালের আসেন উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা সুব্রত মণ্ডল । কারণ, সপ্তাহে একটিমাত্র দিন বৃহস্পতিবারই নির্দিষ্ট বিভাগের চিকিৎসক আসেন । তাঁকেই দেখাতে হয় ছেলেকে । যার ফলে একুশে জুলাইয়ের সমাবেশ জেনেও তাঁদের আসতে হয় হাসপাতালে(people face problems in Sealdah due to 21st July Rally) ।

TMC 21st July Rally
সমাবেশে যাওয়ার পথে হাওড়ায় অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি

কিন্তু ঠিকভাবে ডাক্তার দেখানো হলেও ঘরে ফিরতে বিপাকে পড়েন তাঁরা । দীর্ঘক্ষণ শিয়ালদা স্টেশনের বাইরে অসহায় অবস্থায় বসে থাকেন পরিবারটি । পরে সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় স্টেশনে ঢুকতে পারেন তাঁরা । সুব্রত মণ্ডল বলেন, "ছেলের বয়স মাত্র ছয় বছর । মাস দুই আগে ছেলে খেলতে গিয়ে পা ভাঙে । দুই পা কার্যত হাঁটুর নীচ থেকে গুঁড়িয়ে গিয়েছে । তারই চিকিৎসা করাতে এসেছিলাম আজ ৷"

sealdeh station
দীর্ঘক্ষণ শিয়ালদহ স্টেশনের বাইরে অসহায় হয়ে বসে থাকে শিশুটি

আরও পড়ুন: একুশের সমাবেশে ধর্মতলায় দেবী রূপে বিকোচ্ছে মমতার ছবি

একইভাবে নদিয়ার করিমপুর থেকে দুই মহিলা সম্পর্কে জা রাখি রায় ও মাম্পি রায় পরিবারের এক বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবে বলে শিয়ালদায় এসেছিলেন এদিন ৷ কিন্তু শিয়ালদা থেকে হাসপাতালে যাওয়ার বাস না পেয়ে তাঁদের বাড়ি ফিরে যেতে হয় ৷ তাঁদের মধ্যে থেকে এক মহিলা বলেন, "পিজি হাসপাতালে যেতে হবে মেয়ের চিকিৎসার জন্য । কিন্তু বাস না পেয়ে শিয়ালদা থেকেই ফিরে যেতে বাধ্য হচ্ছি । দু-আড়াই ঘণ্টা বাসের জন্য বসে থেকে ফের ট্রেন ধরতে যাচ্ছি ।"

এছাড়াও একুশে জুলাই ধর্মতলার সমাবেশে যাওয়ার পথে হাওড়ায় অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি । প্রথমে তাঁকে হাওড়ার তৃণমূলের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে ।

ভাঙা পা অবস্থায় ছেলেকে ঘরে ফেরাতে বিপাকে পড়েন বাবা
Last Updated : Jul 21, 2022, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.