ETV Bharat / city

রাজ্যপালকে কাঁদতে বারণ করুন : পার্থ

author img

By

Published : Feb 12, 2020, 6:16 PM IST

যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে । একের পর এক সমাবর্তনে আমন্ত্রণ পাননি রাজ্যপাল । কোচবিহার বিশ্ববিদ্যালয়েও সমাবর্তনেও তাঁকে ডাকা হয়নি । এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল আজ টুইটারে ক্ষোভ প্রকাশ করেন । আজ এই বিযয়ে রাজ্যপালের সমালোচনা করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যপালকে কাঁদতে বারণ করুন।"

partho chattopadhyay commen
রাজ্যপালকে কাঁদতে বারণ করুন

নরেন্দ্রপুর,12 ফেব্রুয়ারি : রাজ্যপালকে কাঁদতে বারণ করুন। কোচবিহার বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যপালের টুইটবার্তার জবাবে এই কথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ল্যাবরেটারির উদ্ধোধনে এসে এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এই কথা বলেন । প্রসঙ্গত আজ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে ডাক না পাওয়ায় টুইটে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল ।

বাজেট বক্তৃতায় রাজ্য-রাজ্যপাল মধ্যে পরস্পরের প্রতি সৌজন্য দেখা গিয়েছিল । রাজনৈতিক মহলের আশা ছিল রাজ্য-রাজ্যপাল বিরোধ হয়ত শেষ হল । কিন্তু বাজেট বক্তৃতার পরই ফের সামনে চলে আসে রাজ্য-রাজ্যপাল সংঘাত । প্রসঙ্গত এর আগে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে । একের পর এক সমাবর্তনেও আমন্ত্রণ পাননি তিনি । কোচবিহার বিশ্ববিদ্যালয়েও সমাবর্তনেও তাঁকে ডাকা হয়নি । এই ঘটনায় আজ টুইটারে ক্ষোভ প্রকাশ করেন ধনকড় । সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে পার্থ বলেন, "আমি কী করব ? আচ্ছা আমি জিজ্ঞাসা করব (কেন তাঁকে ডাকা হয়নি।)।" তারপরই তাঁর সংযোজন,"ওঁকে কাঁদতে বারণ করুন ।"

রাজ্যপালকে কাঁদতে বারণ করুন

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন পার্থ চট্টোপাধ্যায় । বলেন, কেন্দ্রের BJP সরকার সাধারণ মানুষের কথা ভাবছে না । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নাম না করে তিনি কটাক্ষ করে বলেন, "আচ্ছে দিন নয়, ঘোরতর কালোদিন আনছে এঁরা । গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় গৃহস্থের ঘরে আগুন জ্বলছে ।" দিল্লি নির্বাচনের ফলাফল থেকেও BJP শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেন তিনি ।

নরেন্দ্রপুর,12 ফেব্রুয়ারি : রাজ্যপালকে কাঁদতে বারণ করুন। কোচবিহার বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যপালের টুইটবার্তার জবাবে এই কথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ল্যাবরেটারির উদ্ধোধনে এসে এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এই কথা বলেন । প্রসঙ্গত আজ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে ডাক না পাওয়ায় টুইটে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল ।

বাজেট বক্তৃতায় রাজ্য-রাজ্যপাল মধ্যে পরস্পরের প্রতি সৌজন্য দেখা গিয়েছিল । রাজনৈতিক মহলের আশা ছিল রাজ্য-রাজ্যপাল বিরোধ হয়ত শেষ হল । কিন্তু বাজেট বক্তৃতার পরই ফের সামনে চলে আসে রাজ্য-রাজ্যপাল সংঘাত । প্রসঙ্গত এর আগে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে । একের পর এক সমাবর্তনেও আমন্ত্রণ পাননি তিনি । কোচবিহার বিশ্ববিদ্যালয়েও সমাবর্তনেও তাঁকে ডাকা হয়নি । এই ঘটনায় আজ টুইটারে ক্ষোভ প্রকাশ করেন ধনকড় । সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে পার্থ বলেন, "আমি কী করব ? আচ্ছা আমি জিজ্ঞাসা করব (কেন তাঁকে ডাকা হয়নি।)।" তারপরই তাঁর সংযোজন,"ওঁকে কাঁদতে বারণ করুন ।"

রাজ্যপালকে কাঁদতে বারণ করুন

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন পার্থ চট্টোপাধ্যায় । বলেন, কেন্দ্রের BJP সরকার সাধারণ মানুষের কথা ভাবছে না । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নাম না করে তিনি কটাক্ষ করে বলেন, "আচ্ছে দিন নয়, ঘোরতর কালোদিন আনছে এঁরা । গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় গৃহস্থের ঘরে আগুন জ্বলছে ।" দিল্লি নির্বাচনের ফলাফল থেকেও BJP শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.