ETV Bharat / city

সরস্বতী পুজোর দিন পরীক্ষা, সূচি পালটাতে নির্দেশ ক্ষুব্ধ শিক্ষামন্ত্রীর

author img

By

Published : Jan 11, 2020, 4:29 AM IST

পরীক্ষাসূচিতে সরস্বতী পুজোর দিনকে ছাড় দেওয়া হয়নি বলে শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করেছিল তৃণমূল ছাত্র পরিষদ । বিষয়টি জানার পর ওই দিন পরীক্ষা বন্ধের উদ্যোগ নেন পার্থবাবু । উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে নির্দেশ পাঠান, অবিলম্বে যেন পরীক্ষাসূচি পরিবর্তন করা হয় ।

partha chattopadhyay request
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা, 11 জানুয়ারি: সরস্বতী পুজোর দিন রাজ্যের একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যাতে পরীক্ষা না নেওয়া হয়, সেজন্য নিজের দপ্তরের মাধ্যমে আবেদন জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পুজোর দিন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষাসূচি ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ।

পরীক্ষাসূচিতে সরস্বতী পুজোর দিনকে ছাড় দেওয়া হয়নি বলে শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করেছিল তৃণমূল ছাত্র পরিষদ । বিষয়টি জানার পর ওই দিন পরীক্ষা বন্ধের উদ্যোগ নেন পার্থবাবু । উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে নির্দেশ পাঠান, অবিলম্বে যেন পরীক্ষাসূচি পরিবর্তন করা হয় । ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী বলেন, "আমি অত্যন্ত অবাক হয়েছি । সরস্বতী পুজোর দিন কীভাবে পরীক্ষাসূচি ফেলা হল ? যে সমস্ত বিশ্ববিদ্যালয় ওই দিন পরীক্ষা নেবে বলে ঠিক করেছে, তাদের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য নির্দেশ দিয়েছি । "

শিক্ষামন্ত্রী পুজোর নির্ঘণ্ট উল্লেখ করেন, "এবার পুজো 29 ও 30 জানুয়ারি দুই দিন । অনেক কলেজে বিসর্জন রয়েছে । উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে অনুরোধ করছি বিশ্ববিদ্যালয়গুলি যেন অন্তত 29 এবং 30 জানুয়ারি কোনও পরীক্ষা না রাখে ।"

কলকাতা, 11 জানুয়ারি: সরস্বতী পুজোর দিন রাজ্যের একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যাতে পরীক্ষা না নেওয়া হয়, সেজন্য নিজের দপ্তরের মাধ্যমে আবেদন জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পুজোর দিন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষাসূচি ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ।

পরীক্ষাসূচিতে সরস্বতী পুজোর দিনকে ছাড় দেওয়া হয়নি বলে শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করেছিল তৃণমূল ছাত্র পরিষদ । বিষয়টি জানার পর ওই দিন পরীক্ষা বন্ধের উদ্যোগ নেন পার্থবাবু । উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে নির্দেশ পাঠান, অবিলম্বে যেন পরীক্ষাসূচি পরিবর্তন করা হয় । ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী বলেন, "আমি অত্যন্ত অবাক হয়েছি । সরস্বতী পুজোর দিন কীভাবে পরীক্ষাসূচি ফেলা হল ? যে সমস্ত বিশ্ববিদ্যালয় ওই দিন পরীক্ষা নেবে বলে ঠিক করেছে, তাদের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য নির্দেশ দিয়েছি । "

শিক্ষামন্ত্রী পুজোর নির্ঘণ্ট উল্লেখ করেন, "এবার পুজো 29 ও 30 জানুয়ারি দুই দিন । অনেক কলেজে বিসর্জন রয়েছে । উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে অনুরোধ করছি বিশ্ববিদ্যালয়গুলি যেন অন্তত 29 এবং 30 জানুয়ারি কোনও পরীক্ষা না রাখে ।"

Intro:কলকাতা, ১০ জানুয়ারি: সরস্বতী পুজোর দিন কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে পরীক্ষা ব্যবস্থা রাখার কথা শুনে ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঐদিন পরীক্ষা ব্যবস্থা না রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলি কাছে উচ্চ শিক্ষা দপ্তরের মাধ্যমে আবেদন রাখেন তিনি।


Body:সরস্বতী পুজোর দিন পরীক্ষা ব্যবস্থা রাখা হচ্ছে বলে শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করেন দলীয় ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন ছাত্র ছাত্রী। বিষয়টি জানার পরে তড়িঘড়ি করে তা পরিবর্তন করার উদ্যোগ নেন শিক্ষামন্ত্রী। উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশ পাঠান, অবিলম্বে যাতে বিশ্ববিদ্যালয়গুলি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওপরে ক্ষুব্ধ শিক্ষা মন্ত্রী বলেন, "আমি অবাক হচ্ছি যে সরস্বতী পুজোর দিন কিভাবে পরীক্ষা হয়। যে সমস্ত বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিচ্ছে, তাদের পরিবর্তন করানোর জন্য উচ্চশিক্ষা দপ্তরকে বলেছি। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি যারা করছেন তারা কি না দেখেই করছেন। এবার পুজো শুরু হচ্ছে 29 তারিখে শেষ হচ্ছে 30 তারিখের মাঝামাঝি। অনেক কলেজে বিসর্জন রয়েছে। সরকারকে কোনও রকম জিজ্ঞাসা করলো না। জিজ্ঞাসা করার দরকারই নেই ! এগুলো বাস্তবতার অভাব। আমি অনুরোধ করব বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চ শিক্ষা দপ্তরের মাধ্যমে আপনারা অন্ততপক্ষে ২৯ এবং ৩০ জানুয়ারি পরীক্ষার তারিখ ফেলবেন না।"


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.