ETV Bharat / city

Partha Chatterjee: যে কোনও শর্তে পার্থকে জামিন দেওয়া হোক, ভার্চুয়াল শুনানিতে দাবি আইনজীবীর - পার্থ চট্টোপাধ্যায়

যে কোনও শর্তে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জামিন দেওয়া হোক ৷ ভার্চুয়াল শুনানিতে (Virtual hearing) এমনই দাবি জানালেন তাঁর আইনজীবী ৷

Partha Chatterjee should be granted bail under any condition, appeals his lawyer in virtual hearing
যে কোনও শর্তে পার্থকে জামিন দেওয়া হোক, ভার্চুয়াল শুনানিতে দাবি আইনজীবীর
author img

By

Published : Aug 31, 2022, 3:04 PM IST

Updated : Aug 31, 2022, 4:42 PM IST

কলকাতা, 31 অগস্ট: যে কোনও শর্তে জামিন দেওয়া হোক পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)৷ ভার্চুয়াল শুনানিতে এমনই আবেদন করলেন পার্থর আইনজীবী ৷ এ দিন আদালতে শুনানি (Virtual hearing) চলাকালীন তিনি বলেন, তাঁর মক্কেলকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক ৷ কারণ তাঁর বয়স অনেকটাই বেশি (Bail under any condition)। প্রয়োজন হলে বাড়িতে একা রাখার ব্যবস্থা করা হোক তাঁকে ৷ পুলিশি প্রহরার ব্যবস্থাও করা যেতে পারে বলে আদালতে জানান তিনি ।

যদিও ইডির তরফ থেকে দাবি করা হয়েছে, 14 দিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের নামে 70টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছিল ৷ কিন্তু তদন্তে অগ্রগতি হয়েছে । অর্থাৎ এই 30 দিনে অতিরিক্ত 30টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷ পার্থ চট্টোপাধ্যায়ের নামে 100টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে । ফলে এ ক্ষেত্রে প্রভাবশালী তত্ত্ব এবং শিক্ষা দুর্নীতি কাণ্ডের (SSC Recruitment Case) সঙ্গে পার্থর যে যোগ রয়েছে, সেটি স্পষ্ট বলে আদালতে ইডির তরফে দাবি করা হয় । দু পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক এখনও পর্যন্ত অর্ডার রিজার্ভ রেখেছেন ।

আরও পড়ুন: এবার পার্থর থেকে কোনও লেভি না নেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল

সম্প্রতি শিক্ষা দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার হরিদেবপুর এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে মোট 50 কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করা হয় ৷ পাশাপাশি উদ্ধার হয় 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়না ও অন্যান্য একাধিক সামগ্রী ।

গোয়েন্দাদের অনুমান, শিক্ষা দুর্নীতি কাণ্ডের টাকা একাধিক কোম্পানিতে খাটানো হয়েছিল । এরকম কিছু তথ্য হাতে আসার পরেই পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয় ৷ বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন । আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । প্রেসিডেন্সি সংশোধনাগার আদালতে আর্জি জানিয়েছিল যে, গোটা শুনানি প্রক্রিয়া ভার্চুয়ালি করা হোক । সংশোধনাগরের সেই আর্জি শুনে আজ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মামলার শুনানি ভার্চুয়ালি হচ্ছে আদালতে ।

কলকাতা, 31 অগস্ট: যে কোনও শর্তে জামিন দেওয়া হোক পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)৷ ভার্চুয়াল শুনানিতে এমনই আবেদন করলেন পার্থর আইনজীবী ৷ এ দিন আদালতে শুনানি (Virtual hearing) চলাকালীন তিনি বলেন, তাঁর মক্কেলকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক ৷ কারণ তাঁর বয়স অনেকটাই বেশি (Bail under any condition)। প্রয়োজন হলে বাড়িতে একা রাখার ব্যবস্থা করা হোক তাঁকে ৷ পুলিশি প্রহরার ব্যবস্থাও করা যেতে পারে বলে আদালতে জানান তিনি ।

যদিও ইডির তরফ থেকে দাবি করা হয়েছে, 14 দিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের নামে 70টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছিল ৷ কিন্তু তদন্তে অগ্রগতি হয়েছে । অর্থাৎ এই 30 দিনে অতিরিক্ত 30টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷ পার্থ চট্টোপাধ্যায়ের নামে 100টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে । ফলে এ ক্ষেত্রে প্রভাবশালী তত্ত্ব এবং শিক্ষা দুর্নীতি কাণ্ডের (SSC Recruitment Case) সঙ্গে পার্থর যে যোগ রয়েছে, সেটি স্পষ্ট বলে আদালতে ইডির তরফে দাবি করা হয় । দু পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক এখনও পর্যন্ত অর্ডার রিজার্ভ রেখেছেন ।

আরও পড়ুন: এবার পার্থর থেকে কোনও লেভি না নেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল

সম্প্রতি শিক্ষা দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার হরিদেবপুর এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে মোট 50 কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করা হয় ৷ পাশাপাশি উদ্ধার হয় 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়না ও অন্যান্য একাধিক সামগ্রী ।

গোয়েন্দাদের অনুমান, শিক্ষা দুর্নীতি কাণ্ডের টাকা একাধিক কোম্পানিতে খাটানো হয়েছিল । এরকম কিছু তথ্য হাতে আসার পরেই পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয় ৷ বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন । আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । প্রেসিডেন্সি সংশোধনাগার আদালতে আর্জি জানিয়েছিল যে, গোটা শুনানি প্রক্রিয়া ভার্চুয়ালি করা হোক । সংশোধনাগরের সেই আর্জি শুনে আজ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মামলার শুনানি ভার্চুয়ালি হচ্ছে আদালতে ।

Last Updated : Aug 31, 2022, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.