কলকাতা, 6 অগস্ট: আদালতের নির্দেশে ইডি হেফাজত পেরিয়ে এবার প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা 22 নম্বরের সেল (2) তে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । ইডি হেফাজতে থাকাকালীন বিভিন্ন তেল-মসলাযুক্ত খাবারের আবদার করেছিলেন । তেলেভাজা থেকে শুরু করে মাংস-ভাত, সবই ছিল সে তালিকায় । যদিও ভুবনেশ্বর এইমস হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষার রিপোর্ট পাঠানো হয় কলকাতা হাইকোর্টে । তা দেখে আদালতের তরফ থেকে তাঁর স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিতে বলা হয় । ফলে শেষ পর্যন্ত তার কোনওটিই হাতে পাননি তিনি (Partha Chatterjee in Presidency Jail) ।
জেল হেফাজতেও সেই রুটিনের কোনও পরিবর্তন হয়নি । প্রথম রাতে প্রাক্তন মন্ত্রী পেয়েছেন একটি নতুন জলের বোতল । কারা কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই চুপচাপ ছিলেন । ডাক্তারদের করে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী, রাতে দু'টো রুটি, খানিক সবজি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন । কোনও বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়নি তাঁকে ।
আরও পড়ুন : বিজেপি কর্মীদের লাঠিপেটা করলেন তৃণমূল বিধায়ক !
এদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছেন । ব্রেকফাস্টে খেয়েছেন লিকার চা এবং বাটার টোস্ট । সূত্রের খবর, অন্যান্য কয়েদিরা যে সুযোগ-সুবিধা পান এবং যে ব্রেকফাস্ট তাদের জন্য বরাদ্দ, তাই পেয়েছেন তৃণমূল বিধায়ক । সংশোধনাগারে ঢুকেই একটি টেবিল ফ্যানের আবদার করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় । কিন্তু কোনও টেবিল ফ্যানের ব্যবস্থা করা হয়নি । সেলের ভিতর একটি পুরনো সিলিং ফ্যানের হাওয়া খেয়েই রাত কাটিয়েছেন তিনি ।