ETV Bharat / city

পোস্টাল ব্যালটে ধরাশায়ী : প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক পার্থর - TMC Bhavan

মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশন নিয়ে দলের প্রাথমিক শিক্ষা সংগঠনের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্যায়- ফাইল ছবি
author img

By

Published : Jun 2, 2019, 5:49 AM IST

কলকাতা, 2 জুন : তৃণমূল ভবনে দলের প্রাথমিক শিক্ষা সংগঠনের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । সূত্রের খবর, এই বিশেষ বৈঠকে মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশন -সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ।

ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদবৃদ্ধি এবং মহার্ঘ ভাতা বকেয়া থাকার কারণে পোস্টাল ব্যালটে প্রভাব পড়েছে বলে মনে করছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা । সরকারি কর্মচারীদের একটা বড় অংশ হল স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী । শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভোট পোস্টাল ব্যালটে প্রভাব ফেলেছে- এটা বুঝতে পেরেই গতকাল দলের প্রাথমিক শিক্ষা সংগঠনের নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায় । দীর্ঘ সময়ের এই বৈঠকে মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশন নিয়েই আলোচনা হয় । পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করে তুলতে শিক্ষক সংগঠনের নেতাদের কাছে আবেদন জানান মহসিচব ।

সূত্রের খবর, শুধুমাত্র প্রাথমিক শিক্ষক সংগঠনই নয়, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক সহ বিভিন্ন স্তরের শিক্ষক সংগঠনের সঙ্গে ধাপে ধাপে বৈঠক করবেন পার্থ চট্টোপাধ্যায় । এছাড়া আগামী কাল তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গেও বৈঠক করবেন মহাসচিব । সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দেখা গেছে, 42টির মধ্যে 39টি কেন্দ্রের পোস্টাল ব্যালটে BJP-প্রার্থীরা সবথেকে বেশি ভোট পেয়েছেন । মাত্র একটি কেন্দ্রে তৃণমূল প্রার্থী বেশি ভোট পেয়েছেন ।

কলকাতা, 2 জুন : তৃণমূল ভবনে দলের প্রাথমিক শিক্ষা সংগঠনের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । সূত্রের খবর, এই বিশেষ বৈঠকে মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশন -সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ।

ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদবৃদ্ধি এবং মহার্ঘ ভাতা বকেয়া থাকার কারণে পোস্টাল ব্যালটে প্রভাব পড়েছে বলে মনে করছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা । সরকারি কর্মচারীদের একটা বড় অংশ হল স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী । শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভোট পোস্টাল ব্যালটে প্রভাব ফেলেছে- এটা বুঝতে পেরেই গতকাল দলের প্রাথমিক শিক্ষা সংগঠনের নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায় । দীর্ঘ সময়ের এই বৈঠকে মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশন নিয়েই আলোচনা হয় । পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করে তুলতে শিক্ষক সংগঠনের নেতাদের কাছে আবেদন জানান মহসিচব ।

সূত্রের খবর, শুধুমাত্র প্রাথমিক শিক্ষক সংগঠনই নয়, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক সহ বিভিন্ন স্তরের শিক্ষক সংগঠনের সঙ্গে ধাপে ধাপে বৈঠক করবেন পার্থ চট্টোপাধ্যায় । এছাড়া আগামী কাল তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গেও বৈঠক করবেন মহাসচিব । সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দেখা গেছে, 42টির মধ্যে 39টি কেন্দ্রের পোস্টাল ব্যালটে BJP-প্রার্থীরা সবথেকে বেশি ভোট পেয়েছেন । মাত্র একটি কেন্দ্রে তৃণমূল প্রার্থী বেশি ভোট পেয়েছেন ।

Intro:

কলকাতা, ১ মে : পোস্টাল ব্যালটে শিক্ষকদের ভোটে ধরাশায়ী হয়েছে তৃণমূল। যা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কার্যত শিক্ষকদের মান ভাঙাতে আজ তৃণমূল ভবনে দলীয় প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ এই বৈঠকে মহার্ঘ ভাতা এবং বেতন কমিশন সহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় নিয়ে দীর্ঘক্ষন আলোচনা চলে বলেই সূত্রের খবর ।
Body:

৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩৯ টিতে পোস্টাল ব্যালটে বিজেপি প্রার্থী সবথেকে বেশি ভোট পেয়েছে। মাত্র ২ দুটি কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা এবং ১ টি কেন্দ্রে সিপিএম প্রার্থী প্রথম হয়েছেন । ষষ্ঠ বেতন কমিশন কার্যকর না হওয়া এবং মহার্ঘ ভাতা বকেয়া থাকার কারণে পোস্টাল ব্যালটের ভোটে প্রভাব পড়েছে বলে মনে করছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা। সরকারি কর্মচারীদের একটা বড় অংশ হলেন স্কুল শিক্ষক এবং শিক্ষা কর্মী। শিক্ষক সমাজের দেওয়া পোস্টাল ব্যালটের ভোট যে দলের বিরুদ্ধে গিয়েছে তা দিনের আলোর মতোই পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন তৃণমূল নেতৃত্ব। শিক্ষক সমাজের আস্থা ফেরাতে আজ তৃণমূল ভবনে দলের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, দীর্ঘ এই বৈঠকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করার দাবি এবং বকেয়া মহার্ঘ ভাতার দাবি জানান প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতারা। তাদের আশ্বস্ত করেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি, রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প গুলিকে সাধারণ মানুষের মধ্যে বেশি মাত্রায় তুলে ধরার জন্য শিক্ষক সংগঠনের নেতা-নেত্রীদের কাছে আবেদন রাখেন তৃণমূলের মহাসচিব। প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র ইটিভি ভারতকে বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময়ের বৈঠক হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের। অন্যদিকে, শুধুমাত্র প্রাথমিক শিক্ষক সংগঠনের নয়, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক সহ বিভিন্ন স্তরের সংগঠনের সঙ্গে ধাপে ধাপে পার্থ চট্টোপাধ্যায় বৈঠক করবেন বলেই সূত্রের খবর। এছাড়াও আগামী সোমবার তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গেও বৈঠক করারও কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের মহাসচিবের।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.