ETV Bharat / city

SSC Recruitment Scam: বিশ্বম্ভর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, দাবি পার্থর দেহরক্ষীর স্ত্রীর - বিশ্বম্ভর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার

এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Bengal Minister Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি (Enforcement Directorate) ৷ তাঁর দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলও এই দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ ৷ যদিও বিশ্বম্ভরের স্ত্রীর দাবি, তাঁর স্বামী রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ৷

Partha Chatterjee Body Guard wife Claims that her Husband is Victim of Political Conspiracy
SSC Recruitment Scam: বিশ্বম্ভর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, দাবি পার্থর দেহরক্ষীর স্ত্রীর
author img

By

Published : Jul 26, 2022, 9:09 PM IST

হাওড়া, 26 জুলাই : এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডের রেশ পড়েছে হাওড়ার রামরাজাতলায় ৷ কারণ, সেখানে 31/1 ব্রজনাথ লাহিড়ী লেনের একটি ফ্ল্যাটের বাসিন্দা বিশ্বম্ভর মণ্ডল ৷ যিনি পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) দেহরক্ষীর দায়িত্বে নিযুক্ত ছিলেন ৷ অভিযোগ, তাঁর পরিবারের লোকেদের অনৈতিকভাবে চাকরি পাইয়ে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷

একটি সূত্র মারফত জানা গিয়েছে, এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তকারীরা ওই ফ্ল্যাটের উপর নজরদারি শুরু করেছেন ৷ তাহলে কি বিশ্বম্ভর এই ঘটনার সঙ্গে জড়িত ৷ যদিও মঙ্গলবার তাঁকে ফ্ল্যাটে পাওয়া যায়নি ৷ স্থানীয় একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত শনিবার থেকে তাঁকে আর কেউ এলাকায় দেখেননি ৷

Partha Chatterjee Body Guard wife Claims that her Husband is Victim of Political Conspiracy
এই ফ্ল্যাটেই থাকেন বিশ্বম্ভর মণ্ডল

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত শুক্রবার সকালে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তাদের তরফে আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, পার্থকে শুক্রবার গভীর রাতেই গ্রেফতার করা হয় ৷ তবে শনিবার সকালে তাঁকে বাড়ি থেকে আদালতে নিয়ে যাওয়া হয় ৷

আর সেই খবর চাউড় হতেই বিশ্বম্ভর মণ্ডল এলাকা ছেড়ে চলে গিয়েছেন বলে কেউ কেউ দাবি করছেন ৷ রামরাজাতলার ওই ফ্ল্যাটে মঙ্গলবার ছিলেন বিশ্বম্ভরের স্ত্রী ও মেয়ে ৷ ঘটনার আকস্মিকতায় তাঁরা আপাতত প্রকাশ্যে আসতে নারাজ ৷ তাই ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে রাজি হননি ৷ কিন্তু বিশ্বম্ভরের স্ত্রী সাংবাদিকদের সামনে জানালেন যে তাঁর স্বামী রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ৷

Partha Chatterjee Body Guard wife Claims that her Husband is Victim of Political Conspiracy
এই ফ্ল্যাটেই থাকেন বিশ্বম্ভর মণ্ডল

যদিও বিশ্বম্ভর মণ্ডলের নাম পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হওয়ার আগেই প্রকাশ্যে আসে ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই নিয়ে অভিযোগও জানানো হয় ৷ সেই মামলাও আদালত গ্রহণ করেছে ৷ অভিযোগ, বিশ্বম্ভরের পরিবারের দশজন সদস্যকে অনৈতিকভাবে চাকরি দেওয়া হয়েছে ৷ এমনকী, নবম শ্রেণীতে অকৃতকার্য তাঁর শ্যালিকাকেও তিনি সরকারি স্কুলে চাকরি করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিশ্বম্ভরও কি এসএসসি দুর্নীতিতে যুক্ত হয়ে আর্থিক সুবিধা পেয়েছেন ? এই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ তবে এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, বেশ বিলাসবহুল জীবনযাপন করতেন বিশ্বম্ভর ৷ তাঁর বেশ কয়েকটা গাড়িও ছিল ৷ ফলে এই সম্পত্তি কীভাবে বানালেন বিশ্বম্ভর, আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজছে এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তকারীরা ৷

আরও পড়ুন : SSC Recruitment Scam: 'আমার নাম করে পার্থদাকে দিয়ে দাও, বলেছিলেন মুখ্যমন্ত্রী' দাবি অন্তদেবের

হাওড়া, 26 জুলাই : এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডের রেশ পড়েছে হাওড়ার রামরাজাতলায় ৷ কারণ, সেখানে 31/1 ব্রজনাথ লাহিড়ী লেনের একটি ফ্ল্যাটের বাসিন্দা বিশ্বম্ভর মণ্ডল ৷ যিনি পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) দেহরক্ষীর দায়িত্বে নিযুক্ত ছিলেন ৷ অভিযোগ, তাঁর পরিবারের লোকেদের অনৈতিকভাবে চাকরি পাইয়ে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷

একটি সূত্র মারফত জানা গিয়েছে, এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তকারীরা ওই ফ্ল্যাটের উপর নজরদারি শুরু করেছেন ৷ তাহলে কি বিশ্বম্ভর এই ঘটনার সঙ্গে জড়িত ৷ যদিও মঙ্গলবার তাঁকে ফ্ল্যাটে পাওয়া যায়নি ৷ স্থানীয় একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত শনিবার থেকে তাঁকে আর কেউ এলাকায় দেখেননি ৷

Partha Chatterjee Body Guard wife Claims that her Husband is Victim of Political Conspiracy
এই ফ্ল্যাটেই থাকেন বিশ্বম্ভর মণ্ডল

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত শুক্রবার সকালে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তাদের তরফে আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, পার্থকে শুক্রবার গভীর রাতেই গ্রেফতার করা হয় ৷ তবে শনিবার সকালে তাঁকে বাড়ি থেকে আদালতে নিয়ে যাওয়া হয় ৷

আর সেই খবর চাউড় হতেই বিশ্বম্ভর মণ্ডল এলাকা ছেড়ে চলে গিয়েছেন বলে কেউ কেউ দাবি করছেন ৷ রামরাজাতলার ওই ফ্ল্যাটে মঙ্গলবার ছিলেন বিশ্বম্ভরের স্ত্রী ও মেয়ে ৷ ঘটনার আকস্মিকতায় তাঁরা আপাতত প্রকাশ্যে আসতে নারাজ ৷ তাই ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে রাজি হননি ৷ কিন্তু বিশ্বম্ভরের স্ত্রী সাংবাদিকদের সামনে জানালেন যে তাঁর স্বামী রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ৷

Partha Chatterjee Body Guard wife Claims that her Husband is Victim of Political Conspiracy
এই ফ্ল্যাটেই থাকেন বিশ্বম্ভর মণ্ডল

যদিও বিশ্বম্ভর মণ্ডলের নাম পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হওয়ার আগেই প্রকাশ্যে আসে ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই নিয়ে অভিযোগও জানানো হয় ৷ সেই মামলাও আদালত গ্রহণ করেছে ৷ অভিযোগ, বিশ্বম্ভরের পরিবারের দশজন সদস্যকে অনৈতিকভাবে চাকরি দেওয়া হয়েছে ৷ এমনকী, নবম শ্রেণীতে অকৃতকার্য তাঁর শ্যালিকাকেও তিনি সরকারি স্কুলে চাকরি করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিশ্বম্ভরও কি এসএসসি দুর্নীতিতে যুক্ত হয়ে আর্থিক সুবিধা পেয়েছেন ? এই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ তবে এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, বেশ বিলাসবহুল জীবনযাপন করতেন বিশ্বম্ভর ৷ তাঁর বেশ কয়েকটা গাড়িও ছিল ৷ ফলে এই সম্পত্তি কীভাবে বানালেন বিশ্বম্ভর, আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজছে এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তকারীরা ৷

আরও পড়ুন : SSC Recruitment Scam: 'আমার নাম করে পার্থদাকে দিয়ে দাও, বলেছিলেন মুখ্যমন্ত্রী' দাবি অন্তদেবের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.