হাওড়া, 26 জুলাই : এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডের রেশ পড়েছে হাওড়ার রামরাজাতলায় ৷ কারণ, সেখানে 31/1 ব্রজনাথ লাহিড়ী লেনের একটি ফ্ল্যাটের বাসিন্দা বিশ্বম্ভর মণ্ডল ৷ যিনি পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) দেহরক্ষীর দায়িত্বে নিযুক্ত ছিলেন ৷ অভিযোগ, তাঁর পরিবারের লোকেদের অনৈতিকভাবে চাকরি পাইয়ে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷
একটি সূত্র মারফত জানা গিয়েছে, এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তকারীরা ওই ফ্ল্যাটের উপর নজরদারি শুরু করেছেন ৷ তাহলে কি বিশ্বম্ভর এই ঘটনার সঙ্গে জড়িত ৷ যদিও মঙ্গলবার তাঁকে ফ্ল্যাটে পাওয়া যায়নি ৷ স্থানীয় একটি সূত্র থেকে জানা গিয়েছে, গত শনিবার থেকে তাঁকে আর কেউ এলাকায় দেখেননি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত শুক্রবার সকালে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তাদের তরফে আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, পার্থকে শুক্রবার গভীর রাতেই গ্রেফতার করা হয় ৷ তবে শনিবার সকালে তাঁকে বাড়ি থেকে আদালতে নিয়ে যাওয়া হয় ৷
আর সেই খবর চাউড় হতেই বিশ্বম্ভর মণ্ডল এলাকা ছেড়ে চলে গিয়েছেন বলে কেউ কেউ দাবি করছেন ৷ রামরাজাতলার ওই ফ্ল্যাটে মঙ্গলবার ছিলেন বিশ্বম্ভরের স্ত্রী ও মেয়ে ৷ ঘটনার আকস্মিকতায় তাঁরা আপাতত প্রকাশ্যে আসতে নারাজ ৷ তাই ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে রাজি হননি ৷ কিন্তু বিশ্বম্ভরের স্ত্রী সাংবাদিকদের সামনে জানালেন যে তাঁর স্বামী রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ৷
যদিও বিশ্বম্ভর মণ্ডলের নাম পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হওয়ার আগেই প্রকাশ্যে আসে ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই নিয়ে অভিযোগও জানানো হয় ৷ সেই মামলাও আদালত গ্রহণ করেছে ৷ অভিযোগ, বিশ্বম্ভরের পরিবারের দশজন সদস্যকে অনৈতিকভাবে চাকরি দেওয়া হয়েছে ৷ এমনকী, নবম শ্রেণীতে অকৃতকার্য তাঁর শ্যালিকাকেও তিনি সরকারি স্কুলে চাকরি করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে ৷
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিশ্বম্ভরও কি এসএসসি দুর্নীতিতে যুক্ত হয়ে আর্থিক সুবিধা পেয়েছেন ? এই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ তবে এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, বেশ বিলাসবহুল জীবনযাপন করতেন বিশ্বম্ভর ৷ তাঁর বেশ কয়েকটা গাড়িও ছিল ৷ ফলে এই সম্পত্তি কীভাবে বানালেন বিশ্বম্ভর, আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজছে এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তকারীরা ৷
আরও পড়ুন : SSC Recruitment Scam: 'আমার নাম করে পার্থদাকে দিয়ে দাও, বলেছিলেন মুখ্যমন্ত্রী' দাবি অন্তদেবের