ETV Bharat / city

Partha Chatterjee তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি খোঁজ নিচ্ছে, জানতে চাইলেন জেলবন্দি পার্থ - মমতা বন্দ্যোপাধ্যায়

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal SSC Scam) গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ আপাতত তিনি জেল হেফাজতে রয়েছেন ৷ তাঁর ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল ৷ সোমবার সেখানে বসে তিনি আইনজীবীর কাছে জানতে চেয়েছেন, শীর্ষ নেতৃত্বে কেউ খোঁজ নিয়েছেন কি না !

partha-chatterjee-asks-whether-tmc-top-leadership-wants-to-know-about-him
Partha Chatterjee তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি খোঁজ নিচ্ছে, জানতে চাইলেন জেলবন্দি পার্থ
author img

By

Published : Aug 15, 2022, 9:01 PM IST

কলকাতা, 15 অগস্ট : স্বাধীনতা দিবসে (76th Independence Day) দলের নেতাদের থেকে বহু যোজন দূরে পার্থ । শীর্ষ নেতৃত্বের কেউ তাঁর খোঁজ নেন না । মন খারাপ একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের দুই নম্বর মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) । সূত্রের খবর, এদিন ভারাক্রান্ত জেলবন্দী নেতা তাঁর আইনজীবীর কাছে জানতে চান, দলের কেউ কি তাঁর খোঁজ নিয়েছেন ! বিশেষ করে দলনেত্রী !

ওই সূত্র জানাচ্ছে, আইনজীবীদের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় যে বেহালার কিছু নিচুতলার কর্মী তাঁর খোঁজখবর নিয়েছেন । দলের শীর্ষ নেতৃত্বের কেউ তাঁর খোঁজ রাখছেন না । অতএব তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নিয়ে না ভেবে তিনি যেন নিজের মামলা নিয়েই ভাবনাচিন্তা করেন ।

এদিন সকাল থেকেই প্রেসিডেন্সি জেলে মনমরা হয়েছিলেন পার্থ । পতাকা উত্তোলনের সময় তাঁকে ডাকা হয়েছিল । তবে তিনি অংশগ্রহণ করতে চাননি । সারাদিন একাই কাটিয়েছেন সেলে । তাঁর পরে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) জেলে । আর অনুব্রত গরু পাচার কাণ্ডে । পার্থের গিয়েছে মন্ত্রিত্ব, দলীয় পদ । তাঁর সমর্থনে কথা বলেননি তৃণমূল সুপ্রিমো ।

অন্যদিকে, অনুব্রত গ্রেফতার হওয়ার পরেই কেন্দ্র, বিজেপি (BJP) এবং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো । 'কেষ্ট'র পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি । তাতে আপ্লুত কেষ্টও । আর এতেই কি আরও ভেঙে পড়েছেন পার্থ ? সূত্রের খবর, আইনজীবী মারফত্‍ জানতে চেয়েছিলেন, কেউ কি তাঁর খোঁজ নিয়েছেলেন ? আইনজীবী জানিয়েছিলেন, কোনও নেতা তাঁর খোঁজ নেননি । খোঁজ নিয়েছিলেন বেহালার নিচুতলার কয়েকজন কর্মী ।

সোমবার প্রেসিডেন্সি সংশোধনাগারে যান রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল সাংসদ মালা রায় । প্রথমে শহিদ বেদিতে মাল্যদান করেন তাঁরা । এরপর ঋষি অরবিন্দের সেল ঘুরে দেখেন তাঁরা । যান নেতাজি সুভাষচন্দ্র বোসের সেলেও । সংশোধনাগারে সাংস্কৃতিক অনুষ্ঠানেও সামিল হন তাঁরা ।

এদিন মোট 99 জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে । তাঁদের হাতে পতাকাও তুলে দেওয়া হয় । সব মিলিয়ে বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন মালা রায় ও শশী পাঁজা । কিন্তু তা সত্ত্বেও তাঁদের সঙ্গে দেখা হল না পার্থ চট্টোপাধ্যায়ের । জানা গিয়েছে, সংশোধনাগারে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলেও তাতে সামিল হননি পার্থ চট্টোপাধ্যায় । গোটা সময়টা সেলে নিজেকে বন্দি করে রেখেছিলেন প্রাক্তন মন্ত্রী ।

আরও পড়ুন : জানতাম দিদি পাশে থাকবেন, আইনজীবী মারফত মমতাকে কৃতজ্ঞতা অনুব্রতর

কলকাতা, 15 অগস্ট : স্বাধীনতা দিবসে (76th Independence Day) দলের নেতাদের থেকে বহু যোজন দূরে পার্থ । শীর্ষ নেতৃত্বের কেউ তাঁর খোঁজ নেন না । মন খারাপ একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের দুই নম্বর মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) । সূত্রের খবর, এদিন ভারাক্রান্ত জেলবন্দী নেতা তাঁর আইনজীবীর কাছে জানতে চান, দলের কেউ কি তাঁর খোঁজ নিয়েছেন ! বিশেষ করে দলনেত্রী !

ওই সূত্র জানাচ্ছে, আইনজীবীদের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় যে বেহালার কিছু নিচুতলার কর্মী তাঁর খোঁজখবর নিয়েছেন । দলের শীর্ষ নেতৃত্বের কেউ তাঁর খোঁজ রাখছেন না । অতএব তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নিয়ে না ভেবে তিনি যেন নিজের মামলা নিয়েই ভাবনাচিন্তা করেন ।

এদিন সকাল থেকেই প্রেসিডেন্সি জেলে মনমরা হয়েছিলেন পার্থ । পতাকা উত্তোলনের সময় তাঁকে ডাকা হয়েছিল । তবে তিনি অংশগ্রহণ করতে চাননি । সারাদিন একাই কাটিয়েছেন সেলে । তাঁর পরে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) জেলে । আর অনুব্রত গরু পাচার কাণ্ডে । পার্থের গিয়েছে মন্ত্রিত্ব, দলীয় পদ । তাঁর সমর্থনে কথা বলেননি তৃণমূল সুপ্রিমো ।

অন্যদিকে, অনুব্রত গ্রেফতার হওয়ার পরেই কেন্দ্র, বিজেপি (BJP) এবং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো । 'কেষ্ট'র পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি । তাতে আপ্লুত কেষ্টও । আর এতেই কি আরও ভেঙে পড়েছেন পার্থ ? সূত্রের খবর, আইনজীবী মারফত্‍ জানতে চেয়েছিলেন, কেউ কি তাঁর খোঁজ নিয়েছেলেন ? আইনজীবী জানিয়েছিলেন, কোনও নেতা তাঁর খোঁজ নেননি । খোঁজ নিয়েছিলেন বেহালার নিচুতলার কয়েকজন কর্মী ।

সোমবার প্রেসিডেন্সি সংশোধনাগারে যান রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল সাংসদ মালা রায় । প্রথমে শহিদ বেদিতে মাল্যদান করেন তাঁরা । এরপর ঋষি অরবিন্দের সেল ঘুরে দেখেন তাঁরা । যান নেতাজি সুভাষচন্দ্র বোসের সেলেও । সংশোধনাগারে সাংস্কৃতিক অনুষ্ঠানেও সামিল হন তাঁরা ।

এদিন মোট 99 জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে । তাঁদের হাতে পতাকাও তুলে দেওয়া হয় । সব মিলিয়ে বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন মালা রায় ও শশী পাঁজা । কিন্তু তা সত্ত্বেও তাঁদের সঙ্গে দেখা হল না পার্থ চট্টোপাধ্যায়ের । জানা গিয়েছে, সংশোধনাগারে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলেও তাতে সামিল হননি পার্থ চট্টোপাধ্যায় । গোটা সময়টা সেলে নিজেকে বন্দি করে রেখেছিলেন প্রাক্তন মন্ত্রী ।

আরও পড়ুন : জানতাম দিদি পাশে থাকবেন, আইনজীবী মারফত মমতাকে কৃতজ্ঞতা অনুব্রতর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.