কলকাতা, 25 মে: এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC recruitment scam case) ফের সিবিআইয়ের দফতরে গেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha appears before CBI)৷ আজ সকাল 10টা 48-এ নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছন তিনি ৷ এসএসসি কাণ্ডে এই নিয়ে দ্বিতীয়বার সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হলেন তৎকালীন শিক্ষামন্ত্রী ৷ আজ 10:36-এ নিজাম প্যালেসে আসেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব ৷ পার্থকে এ দিন দিল্লি থেকে কলকাতায় আসা সিবিআইয়ের একটি বিশেষ টিম জিজ্ঞাসাবাদ করছে । সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ করার কথা অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর-সহ উচ্চপদস্থ আধিকারিকদের ।
সিবিআইয়ের দাবি, দ্বিতীয়বারের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে (CBI summons Partha Chatterjee) জিজ্ঞাসাবাদ করা খুবই জরুরি । এর কারণ, প্রথমবারের জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও সিবিআইয়ের গোয়েন্দাদের কাছে অস্পষ্ট ।
পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বারের জন্য তলব করার পরপরই তাঁর আইনজীবীদের তরফে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয় বলে সূত্রের খবর । আইনজীবীদের তরফে সিবিআইয়ের কাছে সময় চাওয়া হয় । কিন্তু তাঁকে সময় না দিয়ে ফের আজ তলব করে সিবিআই । ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে বেশ কয়েক দফায় একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা । শুধু শান্তি প্রসাদ সিনহা নয়, বরং এসএসসির 5 অতিরিক্ত আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । তাঁদের প্রত্যেকের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা ।
আরও পড়ুন: CBI summons Partha: এসএসসি কাণ্ডে ফের তলব, আজ নিজাম প্যালেসে কি যাচ্ছেন পার্থ ?