ETV Bharat / city

KMCP School বেসরকারি ধাঁচে পৌরপ্রাথমিক বিদ্যালয়গুলিতে অভিভাবক শিক্ষক বৈঠক

মডেল স্কুলের পর বেসরকারি স্কুলের ধাঁচে অভিভাবক শিক্ষক বৈঠক হবে পৌরপ্রাথমিক বিদ্যালয়গুলিতে (KMCP School) ৷ এই বৈঠক বছরে তিনবার হবে ।

KMCP School
KMCP School
author img

By

Published : Aug 23, 2022, 10:20 PM IST

কলকাতা, 23 অগস্ট: কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) সম্প্রতি কর্পোরেট সহযোগিতায় মডেল স্কুল চালু করেছে । এবার বেসরকারি স্কুলের ধাঁচে শুরু হল অভিভাবক ও শিক্ষক বৈঠক (parent teacher meeting to be held in KMCP School) । পৌরনিগমের ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা ।

কলকাতা পৌরনিগম ধাপে ধাপে বদল আনছে পুরনো শিক্ষা পদ্ধতির । ইংরেজি মাধ্যম স্কুল চালু করা থেকে মডেল স্কুল ও স্মার্ট ক্লাস রুমের পরে অভিভাবক ও শিক্ষক বৈঠক । আধুনিক শিক্ষা ব্যবস্থায় অভিভাবক, শিক্ষিকদের মধ্যে একটা কথোপকথন দরকার ছাত্রছাত্রীদের প্রসঙ্গে । যখনই অভিভাবক শিক্ষক বৈঠক হবে তখন অভিভাবকরা জানতে পারবেন তার সন্তান স্কুলে কী করছে, ব্যবহার কেমন, সকলের সঙ্গে মিশছে কি না ৷ এই সমস্ত খবর শিক্ষক শিক্ষিকার মাধ্যমে অভিভাবকরা জানতে পারবেন । একইভাবে অভিভাবক তাঁর সন্তান সম্পর্কে কোনও তথ্য দিতে চাইলে সরাসরি শিক্ষকদের জানাতে পারবেন ।

আরও পড়ুন: মেট্রোর কাজের জেরে নিকাশির জিআরপি লাইনিংয়ে ফাটল, ক্ষতিপূরণের দাবি করবে কর্পোরেশন

এই বৈঠক বছরে তিনবার হবে । যখন রিপোর্ট কার্ড দেওয়া হবে, সেই সময় অভিভাবকরা আসবেন । সেটা নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করবেন । কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সদস্য (MIC) সন্দীপন সাহা বলেন, "আমরা নির্দেশ দিয়েছি ওই সমস্ত বৈঠকে ইন্সপেক্টরদের উপস্থিত থাকতে হবে । বৈঠক থেকে উঠে আসা সমস্ত তথ্য নথিভুক্ত করতে হবে ৷ যদি পরবর্তী সময়ে কোনও পরিবর্তন আনতে হয় এই বৈঠক তার ভিত্তি হবে । জুলাই, সেপ্টেম্বর মাসে ফের বৈঠক হবে স্কুলগুলোতে । ডিসেম্বরেও হবে । সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষকরাই এটার আয়োজন করবেন । স্থানীয় কাউন্সিলরদেরও থাকতে অনুরোধ করব ।"

কলকাতা, 23 অগস্ট: কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) সম্প্রতি কর্পোরেট সহযোগিতায় মডেল স্কুল চালু করেছে । এবার বেসরকারি স্কুলের ধাঁচে শুরু হল অভিভাবক ও শিক্ষক বৈঠক (parent teacher meeting to be held in KMCP School) । পৌরনিগমের ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা ।

কলকাতা পৌরনিগম ধাপে ধাপে বদল আনছে পুরনো শিক্ষা পদ্ধতির । ইংরেজি মাধ্যম স্কুল চালু করা থেকে মডেল স্কুল ও স্মার্ট ক্লাস রুমের পরে অভিভাবক ও শিক্ষক বৈঠক । আধুনিক শিক্ষা ব্যবস্থায় অভিভাবক, শিক্ষিকদের মধ্যে একটা কথোপকথন দরকার ছাত্রছাত্রীদের প্রসঙ্গে । যখনই অভিভাবক শিক্ষক বৈঠক হবে তখন অভিভাবকরা জানতে পারবেন তার সন্তান স্কুলে কী করছে, ব্যবহার কেমন, সকলের সঙ্গে মিশছে কি না ৷ এই সমস্ত খবর শিক্ষক শিক্ষিকার মাধ্যমে অভিভাবকরা জানতে পারবেন । একইভাবে অভিভাবক তাঁর সন্তান সম্পর্কে কোনও তথ্য দিতে চাইলে সরাসরি শিক্ষকদের জানাতে পারবেন ।

আরও পড়ুন: মেট্রোর কাজের জেরে নিকাশির জিআরপি লাইনিংয়ে ফাটল, ক্ষতিপূরণের দাবি করবে কর্পোরেশন

এই বৈঠক বছরে তিনবার হবে । যখন রিপোর্ট কার্ড দেওয়া হবে, সেই সময় অভিভাবকরা আসবেন । সেটা নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করবেন । কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সদস্য (MIC) সন্দীপন সাহা বলেন, "আমরা নির্দেশ দিয়েছি ওই সমস্ত বৈঠকে ইন্সপেক্টরদের উপস্থিত থাকতে হবে । বৈঠক থেকে উঠে আসা সমস্ত তথ্য নথিভুক্ত করতে হবে ৷ যদি পরবর্তী সময়ে কোনও পরিবর্তন আনতে হয় এই বৈঠক তার ভিত্তি হবে । জুলাই, সেপ্টেম্বর মাসে ফের বৈঠক হবে স্কুলগুলোতে । ডিসেম্বরেও হবে । সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষকরাই এটার আয়োজন করবেন । স্থানীয় কাউন্সিলরদেরও থাকতে অনুরোধ করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.