ETV Bharat / city

বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব চাই, দাবি বিরোধীদের - বিধানসভার দুইদিনের বাজেট অধিবেশন

বিধানসভার দুইদিনের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব চাই । সরব বিরোধীরা ।

kolkata
kolkata
author img

By

Published : Sep 8, 2020, 12:32 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : বিধানসভার বাজেট অধিবেশনে রাখতেই হবে প্রশ্নোত্তর পর্ব । অধিবেশনের সময়সীমা কম হলেও প্রশ্নোত্তর পর্ব চাই বলে দাবি রাজ্যের বিরোধী শিবিরের । এই নিয়ে তাঁরা অধ্যক্ষের সঙ্গে কথাও বলেন ।

ছয়মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিধানসভায় শাসক দলের সঙ্গে আলোচনা করতে চায় বিরোধীরা । কোরোনা পরিস্থিতি, আমফানের ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে শাসকদলকে প্রশ্ন করতে চায় বিরোধী শিবির । পাশাপাশি রাজ্যে কর্মসংস্থান এবং পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথাও আসতে পারে বিরোধীদের তরফে । রাজ্যের বেহাল রাস্তার বিষয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চায় বিরোধীরা ।

185 ধারায় জনসাধারণের পক্ষে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুলতবি প্রস্তাব আনতে চায় কংগ্রেস এবং বামফ্রন্ট । কেন প্রশ্নোত্তর পর্ব থাকবে না ? জানতে চেয়ে মুখ্যমন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই চিঠি দিয়েছে বিরোধীরা ।


কয়েকদিন আগে কেন্দ্রের তরফে জানানো হয়, সংসদে বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব রাখা হবে না । প্যানডেমিকের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা । কিন্তু এই প্যানডেমিককে হাতিয়ার বানিয়ে মূলত গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে বলে সরব হয় বিরোধীরা । দুইদিন বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না রাখলে রাজ্যও সেই কেন্দ্রের পথেই হাঁটবে বলে সতর্ক করে রাজ্যের বিরোধী দলনেতারা । অভিযোগ করেন আবদুল মান্নানও । তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বিরোধীদের ভয় পায় । তাই তিনি বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব রাখতে চাইছেন না ।”

বিরোধীদের অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা এবং রেশন বণ্টন নিয়ে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা সদুত্তর দিতে পারবেন না ।

বুধবার এবং বৃহস্পতিবার বিধানসভায় বাজেট অধিবেশন । বহু গুরুত্বপূর্ণ বিল এবং আলোচনা এবারের অধিবেশনে করা যাবে না বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । শীতকালীন অধিবেশনে বিস্তারিত আলোচনা এবং বিল সংক্রান্ত আলোচনাও হবে বলে জানিয়েছেন তিনি ।

কলকাতা, 8 সেপ্টেম্বর : বিধানসভার বাজেট অধিবেশনে রাখতেই হবে প্রশ্নোত্তর পর্ব । অধিবেশনের সময়সীমা কম হলেও প্রশ্নোত্তর পর্ব চাই বলে দাবি রাজ্যের বিরোধী শিবিরের । এই নিয়ে তাঁরা অধ্যক্ষের সঙ্গে কথাও বলেন ।

ছয়মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিধানসভায় শাসক দলের সঙ্গে আলোচনা করতে চায় বিরোধীরা । কোরোনা পরিস্থিতি, আমফানের ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে শাসকদলকে প্রশ্ন করতে চায় বিরোধী শিবির । পাশাপাশি রাজ্যে কর্মসংস্থান এবং পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথাও আসতে পারে বিরোধীদের তরফে । রাজ্যের বেহাল রাস্তার বিষয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চায় বিরোধীরা ।

185 ধারায় জনসাধারণের পক্ষে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুলতবি প্রস্তাব আনতে চায় কংগ্রেস এবং বামফ্রন্ট । কেন প্রশ্নোত্তর পর্ব থাকবে না ? জানতে চেয়ে মুখ্যমন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই চিঠি দিয়েছে বিরোধীরা ।


কয়েকদিন আগে কেন্দ্রের তরফে জানানো হয়, সংসদে বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব রাখা হবে না । প্যানডেমিকের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা । কিন্তু এই প্যানডেমিককে হাতিয়ার বানিয়ে মূলত গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে বলে সরব হয় বিরোধীরা । দুইদিন বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না রাখলে রাজ্যও সেই কেন্দ্রের পথেই হাঁটবে বলে সতর্ক করে রাজ্যের বিরোধী দলনেতারা । অভিযোগ করেন আবদুল মান্নানও । তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বিরোধীদের ভয় পায় । তাই তিনি বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব রাখতে চাইছেন না ।”

বিরোধীদের অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা এবং রেশন বণ্টন নিয়ে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা সদুত্তর দিতে পারবেন না ।

বুধবার এবং বৃহস্পতিবার বিধানসভায় বাজেট অধিবেশন । বহু গুরুত্বপূর্ণ বিল এবং আলোচনা এবারের অধিবেশনে করা যাবে না বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । শীতকালীন অধিবেশনে বিস্তারিত আলোচনা এবং বিল সংক্রান্ত আলোচনাও হবে বলে জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.