কলকাতা, 24 জুন: যারা হিংসা জানে না তারা কাপুরুষ । BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানাল কংগ্রেস-CPI(M)৷ ঘুরিয়ে BJP-র রাজ্য সভাপতিকে মানসিক ভারসাম্যহীন, এমনকী বিকৃত মস্তিষ্ক বললেন রাজ্যের অন্য বিরোধী দলের নেতারা । হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগও উঠল৷
আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল একাধিক বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ তাঁর কথায়, বদল নয়, বদল তো করবে মানুষ ৷ বদলা নেবে BJP ৷ হিংসার বদলায় হিংসা করতে পিছপা হবে না ৷ তাঁর আরও মন্তব্য, যারা হিংসা জানে না তারা কাপুরুষ ।
দিলীপ ঘোষের এইসব মন্তব্যকেই উদ্দেশ্যমূলক বলল বিরোধী শিবির ৷ তাদের মতে, সংবাদ শিরোনামে থাকতে ইচ্ছাকৃতভাবে আলটপকা মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি ৷ সাংসদ দিলীপ ঘোষ ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতকটা একসুরে উস্কানিমূলক কথা বলে থাকেন বলেও মনে করে রাজ্যের অন্য বিরোধী দলগুলি । অতএব, দিলীপ ঘোষের মন্তব্যে বিচলিত নন সোমেন মিত্র । প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "দিলীপ ঘোষের মুখ থেকে তো একথা বেরোবেই । যারা মহাত্মা গান্ধিকে খুন করে লজ্জা পায় না, তাদের থেকে এর বেশি আশা করা যায় না । গণতন্ত্রের ব্যবসাদার BJP । কেনাবেচাকেই গণতন্ত্র মনে করে । গণতন্ত্রের অর্থ জনসাধারণ, সেই বোধ BJP-র নেই । "
সোমেন মিত্র আরও বলেন, "দিলীপ ঘোষ-রা বাংলার কৃষ্টি-সংস্কৃতি বোঝে না । চোখ রাঙিয়ে মানুষের সমর্থন পাওয়া যায় না । বামফ্রন্টকে সরাতে গুলি-বোমা-পিস্তল ব্যবহার করতে হয়নি । মানুষ বিপ্লব করেছে । দিলীপ ঘোষ যাদের নিয়ে প্রতিহিংসার কথা বলছেন, তারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিহিংসা করে BJP-তে আশ্রয় নিয়েছে । সেই ভাড়াটে সৈনিকদের উপর ভরসার কথা বলছেন দিলীপ ঘোষ । বাজারে নামলে বোঝা যাবে কার কত দৌড় !"
CP(I)M বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, "অক্ষম লোকেরা বেশি লাফায় । তৃণমূল ভেঙে যে দলটা তৈরি হয়েছে সেই দলের নেতার বড় বড় কথা ! তৃণমূলের বাহিনী থেকেই BJP-র বাহিনী তৈরি হয়েছে । মুখ্যমন্ত্রী যে ভঙ্গিতে কথা বলেন দিলীপ ঘোষও সেই ভঙ্গিতেই কথা বলছেন । অনুব্রতর ভাষা যেমন, দিলীপ ঘোষ, সায়ন্তন বসুর ভাষাও তেমন । বাংলার মানুষের দশ বছরের অভিজ্ঞতা খারাপ । স্বৈরাচারী মনোভাব নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী চলছেন । দিলীপ ঘোষের কথার কোনও প্রতিবাদও তিনি করেন না । মানুষ এই তৃণমূল এবং BJP-কে বাতিল করবে ।"