ETV Bharat / city

Building Collapse : ক্যানাল ইস্ট রোডে কারখানার একাংশ ভেঙে নির্মাণকর্মীর মৃত্যু - house collapse

মৃতের নাম আলাউদ্দিন গাজী । ঘটনায় আহত তিনজন ।

one person dead in a building collapse accident at narkeldanga
Building Collapse : ক্যানাল ইস্ট রোডে কারখানার একাংশ ভেঙে নির্মাণকর্মীর মৃত্যু
author img

By

Published : Oct 12, 2021, 3:48 PM IST

নারকেলডাঙা, 12 অক্টোবর : মুচিপাড়া, রবীন্দ্র সরণির পর ফের শহরে একটি পুরাতন কারখানার একাংশ ভেঙে বিপত্তি । আহত হন চারজন । তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় । মৃতের নাম আলাউদ্দিন গাজী ।

আরও পড়ুন : Nabanna Fire: নবান্নের চোদ্দতলায় আগুন, দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

সপ্তমীর দিন মঙ্গলবার এই ঘটনা ঘটেছে কলকাতার নারকেল ডাঙা থানা এলাকার ক্যানাল ইস্ট রোডে । ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । জানা গিয়েছে, পুরনো একটি কারখানা ছিল ঘটনাস্থলে । কিছুদিন আগেই এখানে মেরামতির কাজ শুরু হয় । সেই কাজেই নিযুক্ত ছিলেন কয়েকজন নির্মাণকর্মী ।

এদিনও তাঁরা কাজ করছিলেন । সেই সময় আচমকাই ভেঙে পড়ে ছাদের একাংশ । তাতেই চারজন নির্মাণকর্মী আহত হন । বহুদিন ধরেই রক্ষণাবেক্ষণ হয়নি পুরনো এই কারখানার ।

আরও পড়ুন : Durga Puja Rules : দুর্গাপুজোয় শহর ও শহরতলীতে পণ্যবাহী ট্রাকে ঢোকায় নিষেধাজ্ঞা, ক্ষতির মুখে মালিকপক্ষ

মৃতের আত্মীয়-স্বজনের খোঁজ চালাচ্ছে পুলিশ । পাশাপাশি ওই কারখানাটি যে ঠিকাদার সংস্থা সারাইয়ের কাজ করছিল, সেই ঠিকাদারের খোঁজও চালানো হচ্ছে বলে জানা গিয়েছে । প্রসঙ্গত, গত কয়েকদিনে পরপর তিনটি বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে । একাধিক মৃত্যুও হয়েছে ।

নারকেলডাঙা, 12 অক্টোবর : মুচিপাড়া, রবীন্দ্র সরণির পর ফের শহরে একটি পুরাতন কারখানার একাংশ ভেঙে বিপত্তি । আহত হন চারজন । তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় । মৃতের নাম আলাউদ্দিন গাজী ।

আরও পড়ুন : Nabanna Fire: নবান্নের চোদ্দতলায় আগুন, দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

সপ্তমীর দিন মঙ্গলবার এই ঘটনা ঘটেছে কলকাতার নারকেল ডাঙা থানা এলাকার ক্যানাল ইস্ট রোডে । ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । জানা গিয়েছে, পুরনো একটি কারখানা ছিল ঘটনাস্থলে । কিছুদিন আগেই এখানে মেরামতির কাজ শুরু হয় । সেই কাজেই নিযুক্ত ছিলেন কয়েকজন নির্মাণকর্মী ।

এদিনও তাঁরা কাজ করছিলেন । সেই সময় আচমকাই ভেঙে পড়ে ছাদের একাংশ । তাতেই চারজন নির্মাণকর্মী আহত হন । বহুদিন ধরেই রক্ষণাবেক্ষণ হয়নি পুরনো এই কারখানার ।

আরও পড়ুন : Durga Puja Rules : দুর্গাপুজোয় শহর ও শহরতলীতে পণ্যবাহী ট্রাকে ঢোকায় নিষেধাজ্ঞা, ক্ষতির মুখে মালিকপক্ষ

মৃতের আত্মীয়-স্বজনের খোঁজ চালাচ্ছে পুলিশ । পাশাপাশি ওই কারখানাটি যে ঠিকাদার সংস্থা সারাইয়ের কাজ করছিল, সেই ঠিকাদারের খোঁজও চালানো হচ্ছে বলে জানা গিয়েছে । প্রসঙ্গত, গত কয়েকদিনে পরপর তিনটি বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে । একাধিক মৃত্যুও হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.