ETV Bharat / city

পিজি হাসপাতালের আউটডোর থেকে পলাতক বিচারাধীন বন্দি - বন্দি

গত বছর নভেম্বর মাসে মহম্মদ সাজিদকে এক নাবালিকাকে খুনের অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ । তারপর থেকেই প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি বিসেবে ছিল সে । আজ তার শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসাপাতলে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় সে ৷

on trial prisoner escaped from the outdoors of SSKM Hospital in kolkata
এসএসকেএম হাসপাতালের আউটডোর থেকে পলাতক বিচারাধীন বন্দি
author img

By

Published : May 31, 2021, 6:54 PM IST

কলকাতা, 31 মে : এসএসকেএম হাসপাতালের আউটডোর থেকে পলাতক বিচারাধীন বন্দি ৷ একবালপুরে একটি খুনের ঘটনায় অভিযুক্ত ছিল মহম্মদ সাজিদ নামে ওই অভিযুক্ত ৷ সে বিচারাধীন বন্দি হিসেবে প্রায় এক বছর ধরে প্রেসিডেন্সি জেলে ছিল বলে লালবাজার সূত্রে খবর ।

পুলিশ সূত্রের খবর, গত বছর নভেম্বর মাসে এক নাবালিকাকে খুনের অভিযোগে মহম্মদ সাজিদকে গ্রেফতার করেছিল পুলিশ । তারপর থেকেই প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি বিসেবে ছিল মহম্মদ সাজিদ । জেল সূত্রের খবর, এদিন সাজিদের শারীরিক পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালের আউটডোর বিভাগে নিয়ে যাওয়া হয় । অভিযোগ সেখানেই ভিড়ের মধ্যে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় সাজিদ । তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ ।

আরও পড়ুন : দিদিকে গুলি করে পলাতক ভাই গ্রেফতার

গত বছর একবালপুর থানা এলাকার একটি ডাস্টবিন থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয় । তার নাম ছিল নয়না ওরফে সাবা খাতুন । প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে সাজিদের বিরুদ্ধে নয়নাকে খুনের অভিযোগ ওঠে । খুনের মামলা রুজু হওয়ার পর সাজিদকে গ্রেফতার করে পুলিশ । তারপর থেকেই সাজিদের ঠাঁই হয়েছিল প্রেসিডেন্সি জেলে ।

কলকাতা, 31 মে : এসএসকেএম হাসপাতালের আউটডোর থেকে পলাতক বিচারাধীন বন্দি ৷ একবালপুরে একটি খুনের ঘটনায় অভিযুক্ত ছিল মহম্মদ সাজিদ নামে ওই অভিযুক্ত ৷ সে বিচারাধীন বন্দি হিসেবে প্রায় এক বছর ধরে প্রেসিডেন্সি জেলে ছিল বলে লালবাজার সূত্রে খবর ।

পুলিশ সূত্রের খবর, গত বছর নভেম্বর মাসে এক নাবালিকাকে খুনের অভিযোগে মহম্মদ সাজিদকে গ্রেফতার করেছিল পুলিশ । তারপর থেকেই প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি বিসেবে ছিল মহম্মদ সাজিদ । জেল সূত্রের খবর, এদিন সাজিদের শারীরিক পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালের আউটডোর বিভাগে নিয়ে যাওয়া হয় । অভিযোগ সেখানেই ভিড়ের মধ্যে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় সাজিদ । তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ ।

আরও পড়ুন : দিদিকে গুলি করে পলাতক ভাই গ্রেফতার

গত বছর একবালপুর থানা এলাকার একটি ডাস্টবিন থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয় । তার নাম ছিল নয়না ওরফে সাবা খাতুন । প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে সাজিদের বিরুদ্ধে নয়নাকে খুনের অভিযোগ ওঠে । খুনের মামলা রুজু হওয়ার পর সাজিদকে গ্রেফতার করে পুলিশ । তারপর থেকেই সাজিদের ঠাঁই হয়েছিল প্রেসিডেন্সি জেলে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.