কলকাতা, 5 অগাস্ট : লকডাউন সফল করতে রামমন্দিরের গেটে ঝোলানো হল তালা । মন্দির চত্বরে, রাস্তায় পুলিশ বাহিনী ৷ বুধবার এই চিত্র দেখা গেল বড়বাজারের রামমন্দিরে ৷ এদিকে, সকাল থেকে অযোধ্যার রাম মন্দিরের শুরু হয়েছে ভূমিপুজো । যেখানে সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অযোধ্যাধামের ভূমি পুজাকে কেন্দ্র করে আজ রাজ্যে বেশ কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য BJP । কিন্তু, রাজ্য সরকার লকডাউনে অনড় থাকায় সেভাবে কোনও কর্মসূচি পালন করা যায়নি ৷
শুধু বড় বাজারেই নয়, কলকাতার অন্য রাম মন্দিরগুলিও বন্ধ রয়েছে লকডাউনে ৷ প্রতি ক্ষেত্রে কাপড় দিয়ে আড়াল করা হয়েছে বিগ্রহ । মন্দিরের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ । তবে, যে কোনও লকডাউনের দিনেই বড়বাজারের রামমন্দিরের গেট বন্ধ থাকে ৷ যদিও এই প্রথম কাপড় দিয়ে আড়াল করা হল রামের মূর্তি ৷ আজ সকালে আরতি হওয়ার পরেই পুলিশের তরফে মন্দির কর্তৃপক্ষকে বলা হয়, কাপড় দিয়ে মূর্তি আড়াল করে দিতে । সেই মতো ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বন্দোবস্ত, বলছে প্রশাসন ৷ পুলিশের যুক্তি, অতি উৎসাহীরা মন্দিরের সামনে ভিড় জমাতে পারে । ভিড় হলে লকডাউন ব্যাহত হবে । সেই আশঙ্কা থেকেই এই ব্যাবস্থা নেওয়া হয়েছে ।
আগস্ট মাসের প্রথম দিনের রাজ্যব্যাপী প্রক্ষিপ্ত লকডাউন ছিল আজ । আজকের দিনে লকডাউন নিয়ে শুরু হয়েছিল চূড়ান্ত রাজনৈতিক জল্পনা । আজই যেহেতু রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন আয়োজন ৷ BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 5 অগাস্টের লকডাউন প্রত্যাহারের দাবি করেছিলেন ৷ যদিও রাজ্য সরকার তা মানেনি ৷